কম্পিউটার চালানোর সময় আমাদের বার বার বিভিন্ন ফোল্ডারে ঢুকতে হয় কিংবা বিভিন্ন অ্যাপ্লিকেশন রান করতে হয়। আমরা প্রয়োজনীয় ফোল্ডার ওপেন করার জন্য My Computer-এর নির্দিষ্ট ড্রাইভে গিয়ে উক্ত ফোল্ডারটি ওপেন করি। যদি উক্ত ফোল্ডারটি বার বার খোলার প্রয়োজন হয় তবে এটা বিরক্তিকর ব্যপার হয়ে দাড়ায়। আবার বিভিন্ন অ্যাপ্লিকেশন চালানোর জন্য ডেস্কটপ আইকন দিয়ে ভরে রাখি, ফলে প্রয়োজনের সময় নির্দিষ্ট আইকনটিও খুজে পাই না। তাছাড়া এতে ডেস্কটপের সৌন্দর্য্যও নষ্ট হয়।
যদি এমন হত- আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করলে প্রয়োজনীয় সবগুলো ফোল্ডার এবং অ্যাপ্লিকেশন একবারে পেয়ে যাবেন!!!

আজকে আমি আপনাদের এমন একটা সফ্যটওয়ার দেব যার মাধ্যমে আপনি আপনার My Computer ও মাউসের রাইট বাটন Menu কে নিজের ইচ্ছামত সাজাতে পারবেন। সফ্যটওয়ারটি Windows-7 এবং XP কম্পাটিবল। ডাউনলোড করতে নিচের আইকনে ক্লিক করুন..
ডাউনলোড শেষে “Rignt_Click_Enhancer_Setup.rar” ফাইলটি Extract করে সেটআপ দিন। Extract করার জন্য 7zip অথবা WinRAR ব্যবহার করতে পারেন। না থাকলে কোন ঝামেলা ছাড়াই WinRAR-এর রেজিস্টার্ড ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে…
সেটআপ শেষে প্রোগ্রামটি রান করলে নিচের মত একটি ইন্টারফেস পাবেন, যেখানে ৫টি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে-
1. My Computer Manager
2. Right Click Tweaker
3. Send To Manager
4. Right Click Shortcuts Creator
5. Right Click Cascading Meny Creator

প্রথমে My Computer Manager–এ ক্লিক করলে নিচের মত একটি মেনু পাবেন, যেটি দিয়ে আপনার My Computer Menu কে ইচ্ছামত সজাতে পারবেন-

এখান থেকে-
• প্রথমে Advance সিলেক্ট করে Add Folder-এ ক্লিক করুন।
• তারপর আপনি যে ফোল্ডরটি My Computer-এ Add করতে চান Name-এর ঘরে তার নাম লিখুন।
• Path-এ ফোল্ডরটির লোকেশন দিখিয়ে দিন, Icon-চাইলে আইকন সিলেক্ট করে দিতে পারেন।
• তারপর Add বাটনে ক্লিক করে আপনার My Computer-এ গিয়ে দেখুন আপনার কাঙ্খিত ফোল্ডারটি অ্যাড হয়েছে-

বাকি সব মেনু গুলোর কাজ প্রায় একই রকম। খুবই সহজ, একবার চেস্টা করলেই পারবেন। তো আর কথা না বাড়িয়ে এখনই কাজ শুরু করে দিন..।
আশা করি সবারই কাজে লাগবে।
ঃ)সুপার দুপার চমৎকার টিউন । আমি এই সফটওয়্যার তা অনেক দিন ধরে খুজতেছিলাম
[img]Arif1[/img]
চমৎকার টিউন সাগরভাই
ধন্যবাদ আরিফ ভাই। আপনার চমৎকার মন্তব্যের জন্য
দারুন টিউন।
আসাধারন………….
খুব ভালো লাগল।না দেখলে মিস করতাম। ধন্যবাদ।
ধন্যবাদ মিস না করার জন্য।
একটি কথা এটি xp তে করতে হলে .net framework 3.50 software টি লাগবে। ধন্যবাদ।
না পথিক ভাই এটির কোন প্রয়োজন নেই। তবে .Net Framework আপডেট থাকা ভাল। আপডেট ভার্সন না থাকলে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড লিংক http://www.microsoft.com/download/en/details.aspx?id=17718
ডাউনলোড লিংক http://www.microsoft.com/download/en/details.aspx?id=17718
XP SP-2 আমি install করতে চাইছিলাম কিন্তু windows বলছে .net framework 3.50 software টি দরকার।
হুম আমি Windows7 ইউজ করিতো, এটাতে চায়নি। কিন্তু পরে বন্ধুদের দিতে গিয়া দেখি .Net framework 3.50 চায়। ধন্যবাদ চিন্তিত পথিক ভাই, জানানোর জন্য।
দারুন টিউন। আশা করি নিয়মিত করে যাবেন। ধন্যবাদ।
nice tune
Thangs!!
সফটওয়্যারটা আসলেই অনেক কাজের। আমার দরকার হবে। আপনাকে ধন্যবাদ।
বিশ্বাস করেন প্লাবন ভাই, আপনার কাজে লাগবে বলেই এই টিউনটি করেছি!!!
অসাধারন…
ধন্যবাদ!!!
মারাত্মক সুন্দর টিউন। আপনাকে টিউনার পেজে স্বাগতম। আশা করি নিয়মিত হবেন টিউনার পেজের সাথে :D :D ::D :D :D:D
আপনাকে নং দিলাম GPA 5++++
এতদিন কোথায় ছিলেন অনির্বাচিত টিউনার ভাই? আপনি থাকলে তো আমার SSC HSC পরীক্ষায়……
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য! নিয়মিত হবার চেস্টায়ই আছি।
আপনার শিরনামের সাথে টিউনের ১০০% মিল , সত্যিই হয়তো না দেখলে সুন্দর একটি টিউন মিস করতাম ! আর আপনার উপস্থাপনা অত্যন্ত সুন্দর হয়ছে প্রিয়তে রাখলাম ! ভাই চালিয়ে যান ……………………আপনাকে+++
ধন্যবাদ প্রিন্স ভাই, অত্যন্ত সুন্দর একটি মন্তব্যের জন্য।
ফাটাফাটি টিউন।
ফাটাফাটি মন্তব্যের!!!
চমৎকার টিউন ! টিজে – সাগর সুর এর কাছ থেকে আরো কিছু টিউন আশা করছি !
ধন্যবাদ বাসেল ভাই। ভাল কিছুই দেওয়ার আশা করবো।