কয়েক দিন আগে মামুন ভাই আমাকে প্রশ্ন করে ব্যক লিংক সম্পর্কে কি জানেন ?
আমি তাকে এঙ্কর টেক্সট এর কথা বলি কিন্তু এঙ্কর টেক্সট শব্দটি আমার মনে ছিল না ।
তিনি প্রশ্ন করলেন আপনি কোথাও পড়েন নি নাকি ?
আমি আবার বললাম আপনি কি SEO এর কথা বলছেন ?
তিনি বললেন হ্যাঁ কিন্তু আপনাকে আরও ভাল ভাবে জানতে হবে একটা আর্টিকেল লিখতে হবে ?আমি তো পড়ে গেলাম বিপদে ।আমি তো কবিতার ক লিখতে কলম ভেঙ্গে ফেলি আর্টকেল লেখি যে কি ভাবে বিপদে পড়ে গেলাম ।আর্টিকেল লিখতে পারি আর না পারি SEO এর জানা বিষয় গুলো আরেকবার জেনে নিলে ক্ষতি কি ?
SEO কি ?SEO
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ।
SEO করব কেন ?এর কাজ কি ?
আজ কাল আমরা অনেক অলস হয়ে গেছি আমরা এড্রেস বাড়ে www.tunerpage.com না লিখে সার্চ এ গিয়ে tunerp লিখেই www.tunerpage.com পেয়ে জায় এটি SEO এর খেলা ।এ খেলা যে যত ভাল খেলতে পারে তার ওয়েব পেজ ততই প্রথমে থাকে । এটি এক রকম বিজ্ঞাপন ও বলতে পারেন ।অনেক নিম্ন মানের পেজ ও প্রথম পেজ এ আনা জায় পয়সার বিনিময়ে কিন্ত মনে রাখবেন টাকা আপনাকে সবি দিবে কিন্তু জ্ঞান দিবেনা ।আপনার যোগ্যতা দিয়ে প্রতিভা দিয়েই আপনি যদি আপনার ওয়েব পেজ কে প্রতিষ্ঠিত করতে পারেন প্রথম দেখাই আপনার পেজের প্রেমে পড়ে যাবে ভিজিটর গন !এটি ভাল ভাবে জানলে আপনি আয় এর পথ ও বেড় করতে পারবেন সহজেই বিশ্ব ব্যাপি মেলে ধরতে পারবেন ।SEO করলে আপনার ওয়েব সাইটের ভিসিটর,চাহিদা,অনলাইনের ভেলু বাড়বে google adsense ও অন্যন থেকে এড নিয়ে আয় করতে পারবেন ।আপনার ওয়েব সাইট দিয়ে Microworkers এর কাজ করে ইনকাম করতে পারবেন।ইত্যাদি ইত্যাদি
SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কিছু ধাপ গুল নিম্ন রূপ –
• আপনার ওয়েব সাইটের সাথে মিল রেখে উপুযুক্ত কি ওয়ার্ড সিলেক্ট করা।
• সকল প্রকার সার্চ ইঞ্জিনে আপনার সাইট সাবমিট করা।
• সকল প্রকার মেটা ট্যাগ ব্যাবহার করা।
• সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি url এর ব্যাবহার।
• সঠিক হেডিং এর ব্যবাহার।
• আপনার সাইটের লোড কমিয়ে আনতে হবে।
• ওয়েব ডিরেক্টরি গুলতে নিজের সাইট সাবমিট করা।
• মাস মেইলিং প্রসেস।
• ব্যাক লিংক তৈরি করা।
• সুস্থ ও উন্নত কন্টেন্ট।
• alt এট্রিবিউট এর ব্যবহার।
• robot.txt এর ব্যাবহার।
• nofollow লিংক নিয়ে ভাবনা।
• সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সব থেকে গুরুত্যপূর্ণ বিষয়গুল নিম্ন রূপ –
• ১। ডোমেইন নির্বাচন।
• ২। সাইটের ব্যাকলিংক।
• ৩। এঙ্কর টেক্সট।
• ৪। কী-ওয়ার্ড নির্বাচন ব্যবহার।
• ৫। ডোমেইন রেজিষ্টেশন ও হোস্টিং সাইট নির্বাচন।
• ৬। সাইটের ট্রাফিকের প্রভাব।
• ৭। সোশ্যাল নেটওয়ার্কিং।
• ৮। ইউসার ফ্রেন্ডলি URL নির্বাচন
• ৯। হেডিং ট্যাগ
• ১০। সাইট ম্যাপ
• ১১। কন্টেন্ট
• ১২। ALT ট্যাগ
• ১৩। টাইটেল নির্বাচন
• ১৪। মেটা ট্যাগ
(এই ধাপ গুল পুদিনা পাতা ভাই এর সাজানো তিনি প্রতিনিয়ত আমাদের জন্য অনেক কষ্ট করে অনেক পেজ ঘুরে ঘুরে নিজের মুল্যবান সময় নষ্ট করছেন আমাদের জন্য সত্যি বলছি ইংরাজি পোস্ট গুলতেও এত সুন্দর করে সাজানো ধাপ গুল চোখে পড়েনি আমার তাই আমি তার তার ধাপ গুল দিয়ে দিলাম এটি যদি অন্যায় হয়ে থাকে আমি তার কাছে ক্ষমা চাইছি )
আমি আবার বকবক করতে পারি প্রচুর একবার বিরতি হীন গল্প বলার প্রতিযোগিতায় গল্প বলছি তো বলছি শেষে আমাকে দুজন ধরে মঞ্চ থেকে নামানোর চেষ্টা করতে থাকে !
আমি একটি কথা বলতে থাকি সেটি কি জানেন ?
আমি বিরতিহীন গল্প তো বলছি আমাকে থামিয়ে দেওয়া হচ্ছে কেন ?
সকলে হা হা হা
তো বুঝতেই পারছেন ব্যাক লিংক নিয়ে লিখতে এসে কত কি লিখছি আজ যখন t j গিরি করতে এসেছি করব আপনারা কি বলেন ?
ব্যাক লিংক –অনেকেই জানেন । ইঞ্জিন অপটিমাইজেশনে গুরুত্বপূর্ণ বিষয় গুলোর একটি হচ্ছে ব্যাক-লিংক বা ইনবাউণ্ড লিংক।এই লিংক গুলর আবার প্রকার ভেদ রয়েছে যেমন-
ইন্টারনাল লিংক-যে কোন সাইটের ভেতরের পেইজগুলোর মধ্যে যে অভ্যন্তরীন লিংকগুল থাকে তাই ইন্টারনাল লিংক।
এক্সটারনাল লিংক-একটি সাইট এ অন্য সাইটের যে লিংকগুলো থাকে তাই এক্সটারনাল লিংক ।
রিসিপ্রোক্যাল লিংক – একটি ওয়েব সাইট এর সাথে অন্য সাইটের লিংক যদি থাকে এবং সে সাইটে যদি আপনার সাইটের লিংক থাকে তাই রিসিপ্রোক্যাল লিংক (এক কথাই আমার সাইটে তোমার লিংক তোমার সাইটে আমার লিংক ই রিসিপ্রোক্যাল লিংক এই ভাষা প্রয়গ করবেন না অনেকে হাসা হাসি করবে )
ওয়ান ওয়ে লিংক- একটি ওয়েব সাইট এর সাথে অন্য সাইটের লিংক যদি থাকে এবং সে সাইটে যদি আপনার সাইটের লিংক না থাকে তবে অন্য সাইটের জন্য আপনার সাইটের লিংকটিই ওয়ান ওয়ে লিংক বা ব্যাক লিংক ।যারা সার্চ-ইঞ্জিন অপটিমাইজ করেন তাদের প্রতিনিয়ত চিন্তা করতে হয় তার সাইটের জন্য কিভাবে এবং কত বেশী পরিমানে ভালো মানের ব্যাকলিংক পাওয়া যায়।
সার্চ-ইঞ্জিন জে,সকল ফ্যাক্টরগুলোর উপর ভিত্তি করে সার্চ-রেজাল্ট প্রদর্শন করে যে, কোন সাইটটির নাম আগে দেখাবে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাক-লিংক। কোন সাইটের যত বেশী ব্যাক-লিংক থাকবে, সেই সাইটটি তত বেশী গুরুত্ব পাবে। প্রতিটি ব্যাক-লিংক একটি করে ভোট হিসেবে গণ্য হবে।তবে ব্যাকলিংক গুলো হতে হবে ডু-ফলো – অর্থাৎ সেগুলো সার্চ-ইঞ্জিন ক্রলার দারা ক্রল-যোগ্য হতে হবে,মানসম্পন্ন হতে হবে ,এঙ্কর টেক্সট থাকতে হবে , সাইটের লিংক বেশী পেজ র্যাাঙ্ক ওয়ালা সাইটের হতে হবে সাধারনত ব্যাংক org, .edu, .gov – এই সাইটগুলো থেকে আসা ব্যাক-লিংককে সার্চ-ইঞ্জিন কমার্শিয়াল সাইটগুলোর তুলনায় অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে।মনে রাখবেন যত বেশি মানসম্পন্ন ব্যাক-লিংক, তত বেশী সাফল্য আপনার জন্য অবধারিত।
SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখার কিছু বই এর লিংক
http://www.tunerpage.com/archives/11477 এই লিংক এ কিছু সুন্দর বই এর তালিকা পাবেন পোস্টটি করেছিলেন সার্ভার কুইন।
http://www.tunerpage.com/archives/8930 এই লিংক এ কিছু সুন্দর বই এর তালিকা পাবেন পোস্টটি করেছিলেন অনির্বাচিত টিউনার ভাই
এ সাইট গুলো থেকেও ভাল ভাল অনেক ইবুক পেতে পারেন ।
• www.top10seotips.com/seo_ebook.htm
• seoebook.seo.lib.oh.us
• www.seoebook.net
• www.dao-of-seo-ebook.com
• www.dao-of-seo-ebook.com
• www.seobook.com
• seo-e-book.com
• www.ibusinesspromoter.com/seo-tools/free-seo-book
• www.zero-seo-ebook.com
আরও বিস্তারিত জানতে এই সাইট গুল ভিজিট করতে পারেন –
• www.seomoz.org/beginners-guide-to-seo
• www.dryerbuzz.com/2011/07/what-is-seo-learn-dryerbuzz-com
• www.webconfs.com/seo-tutorial/introduction-to-seo.php
• what-is-seo.com
• ezinearticles.com/?SEO—What-is-SEO?&id=470284
• www.google.com/support/webmasters/bin/answer.py?hl=en&answer=35291
• www.100seotips.com
• www.hobo-web.co.uk/what-is-seo-a-guide-for-beginners
• searchengineland.com/guide/what-is-seo
ব্যাক লিংক সম্পর্কে জানতে –
• www.wisegeek.com/what-is-a-backlink.htm
• www.ebiz-corner.com/tips/backlink
• www.iwebtool.com/what_is_backlink.html
• whatis.techtarget.com/definition/0,,sid9_gci211631,00.html
• pyramidbacklink.com
• ezinearticles.com/?What-is-a-Backlink,-and-What-Does-Viral-Submitter-Pro-Have-to-Do…
ফ্রী ব্যাক লিংক পেতে ও লিংক বিল্ডিং সফট পেতে-
• freebacklinktool.com
• backlinkin.com
• en.wikipedia.org/wiki/Backlink
• www.blfree.com
• freebacklink.net
• www.powerfulonlineprofits.com/backlinks
• randolfsmith.com/free-backlinks-gifts-video-and-some-bargains
• 100freebacklinks.com/link-building-software
• www.freeonewaybacklinks.com
• onewaybacklinksfree.blogspot.com
• www.onewaybacklinks.com
• www.squidoo.com/link-vault
• www.neurolinker.com
• www.freeonewaybacklinks.com/articles.htm
• www.getseobot.com
• hubpages.com/hub/free-backlink
চেকার পেতে টুলস পেতে –
• www.domain-pop.com
• www.highqualitybacklinks.com/backlink-checker
• www.bluebacklinks.com
• www.backlinkwatch.com
• www.searchenginegenie.com/backlink-checker.html
• forums.digitalpoint.com/showthread.php?t=517498
• www.2bone.com/links
• www.highqualitybacklinks.com/backlink-checker
• www.iwebtool.com/backlink_checker
• freebacklinkcreator.blogspot.com
• automaticbacklinkcreator.com/?hop=potpiegirl’%20rel=’nofollow
• backlinkscreator.com
• abcplugin.org
• linkengine.az.com
আপনারা ভাল থাকবেন ।আমার ভুল গুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
চরম ……… :)
অনেক সুন্দর একটি টিউন উপহার দিয়েছেন। আসলেই আপনার লেখাটা চমৎকার ও চরম হয়েছে। চালিয়ে যান, ধন্যবাদ….
প্রিয় তে গেলো! :) সুন্দর বিষয়ে পোস্ট!
বাহ চমৎকার তো ! এ ব্যাপারে আমার ব্যাপক আগ্রহ আছে !
thanks for great post.I’m feeling proud of you.Share your good experience and varities approach……….
এই লিংক গুলো ওয়েব এড্রেস হয়েছে লিংক হয়নি তাই এ গুলো এড্রেস বারে লিখে সার্চ করতে হচ্ছে ।পোস্ট এর লিংক গুলো সক্রিয় করার পদ্ধতি জানালে খুশি হব । যেন ক্লিক দিলেই কাজ করে ।
সুদূর সৌদি আরব থেকে টিউন করার জন্য ধন্যবাদ ।আপনি html ব্যবহার করুন । এভাবে <a href=”http://www.tunerpage.com/html-tutorial/”>html শেখার সহজ উপায় : </a>
বিশদ জানতে এখানে দেখুন http://www.tunerpage.com/html-tutorial/
চিন্তিত পথিক ভাই
সমস্যা টি ধরিয়ে দেবার জন্য একটি extra thanks .
অরণ্য ভাই
আপনি কি পোস্ট টি পড়েছিলেন ? পড়া ও চোখ বোলানোর মধ্যে তফাৎ আছে । আমি কিন্তু যেখান থেকে যে টুকু প্রয়জনে ব্যবহার করি তা উল্লেখ করি ।আমি লিখেছিলাম
SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখার কিছু বই এর লিংক
(এ বই গুলর লিংক পূর্বে পোস্ট করেছেন অনির্বাচিত টিউনার ও সার্ভার কুইন)
তবে যায় হোক আপনার হাসিটা চমৎকার আপনি বড় হয়ে লিংক এর সমস্যাটি ধরিয়ে দিতে পারতেন ।
এ সাইট গুলো থেকেও ভাল ভাল অনেক ইবুক পেতে পারেন ।এখান থেকে যে লিংক গুলো রয়েছে তা কারো পোস্ট থেকে নেয়া নয় তাই লিখিনি কারো নাম ।
এগুল একটি গাধা ও জানে বা বুঝতে পারবে আমার তৈরি সাইট নয় ।
আপনাকে আবারও ধন্যবাদ।
দারুন একটি পোস্ট। কানিজা আপু ডাউনলোড লিঙ্ক গুলো ঠিক করেন। ধন্যবাদ।
হা হা হা ডাউনলোড লিঙ্ক গুলা দেখেন সব টিউনার পেজ এর ট্যাগ।