সম্প্রতি বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে ফেইসবুক, টুইটার ও গুগল মানুষকে ক্রমান্বয়ে নেশার মতো আসক্ত করে তুলছে। এসব সাইটে আসক্তদের ইন্টারনেটে প্রবেশ করতে না দিলে তারা নেশাগ্রস্তদের মতোই অস্বাভাবিক আচরণ করে। গবেষণা প্রতিষ্ঠান ইন্টারএসপেরিয়েন্সের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইন্টারনেট ব্যবহারকারীদের অনলাইনে আচরণ জানতে প্রায় এক হাজার ছাত্রের ওপর এ গবেষণা পরিচালনা করা হয়। গবেষকরা জানিয়েছেন, ইন্টারনেটে আসক্ত ব্যক্তিদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হলে প্রায় ৫৩ শতাংশ মনঃক্ষুণ্ন হন। একই কারণে একাকিত্ব যাতনায় ভোগেন শতকরা ৪০ জন। এমনকি প্রযুক্তির ব্যবহার থেকে বিরত থাকা অনেকের কাছেই ধূমপান বা মদপান ছেড়ে দেওয়ার চেয়েও কঠিন। মূলত ফেইসবুক, টুইটার আর গুগল ব্যবহারকারীদের মধ্যেই ‘ইন্টারনেট আসক্তি’ বেশি বলে ধারণা করছেন গবেষকরা।
আসলেই
10 বছর বই পইরা নেশা হই নাই.. আর 1 বছর ফেসবুক ব্যবহার করার পর এমন হইচে যে, বাথরুমে ও ফেসবুক ব্যবহার করি.. আজ ফেসবুক ডিএক্টিভেট দিছি. দেখি ফেসবুক ব্যবহার না করে কয়দিন থাকতে পারি…..
কথায় আছে >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ekhanei kobi nirob
হা হা হা।
বেসি কোরে নেট এ বিজি thakun
তাহলে আপনার পোস্ট এর কোনো দাম থাকলো?
বুজলাম না !!!
রাসেল ভাই পুরা পোস্ট তা পরেন তাহলেই বুঝবেন।
দারুন একটা টিউন। আমারে tuner page এর নেশায় পাইছে কি করা যায় বলেন তো?
কঠিন অবস্থা ! আসলেই কঠিন নেশা !
Yes I’m addicted
নেশা , সে তো নেশাই । ছাড়তে পেরে না কেউই । আর যে ছাড়ে , সে-ই বা কেমন নেশারু ।
ভাল কিছু পে লে ও সব নেশা কেটে যাবে ।