প্রায় শত যুগ আগের মৃত এক কবিতার আত্না
কথা বলে আমার সাথে
আমার কি সাধ্য আছে তার ভাষা বোঝার ?
আমিতো শুনি লাশের মিছিলের সেই পুরনো স্লোগান
কাক ও শকুনের কলতান
পাহাড়ের কান্নার প্রতিধ্বনি ।
আমি তো বোঝি জড়ো পদার্থের ভাষা
তবে কেন বোঝিনা
সেই মৃত কবিতার আত্নার ভাষা ?
সবচেয়ে মজার কথা হল, আত্নার কথা শুনে আমি
মাথা দোলায় আর হাত তালি দেয়
সাধারন জনতার মত !
তবে কি এটি কোন কবিতার আত্না নয় ?
ভণ্ড এক রাজনৈতিক নেতা বা নেত্রীর আত্না ?
না কি না ফোটা কোন এক ফুলের আত্না ?
রাজতন্ত্রের লেজ ধরে
এদেশের গনতন্ত্র যদি লাফালাফি করে
আর,নগ্ন সংস্কৃতি যদি প্রিয় খাদ্য হয় ?
তবে আমার এই আত্নার ভাষা বোঝার চেষ্টা কি
খুব বাড়াবাড়ি হবে ?
আমি ও ত এ দেশের সন্তান
আমার ও তো একটু বাড়াবাড়ির অধিকার আছে ?
তাই নাকি ভালই তো
দারুন কবিতা,
তবে কি এটি কোন কবিতার আত্না নয় ?
ভণ্ড এক রাজনৈতিক নেতা বা নেত্রীর আত্না ?
না কি না ফোটা কোন এক ফুলের আত্না ?
এই অংশগুলা পরে কেমন জানি অনুভুতি হলো, একবার হাসি একবার রাগ লাগছে !
হুম স্বপ্নের কথা কারন কবিরা আশা হত হয়না কিন্তু আমি তো কবি নই ।আরও ভাল লিখতে চেষ্টা করব ভাই
টিউন , কবিতা , গল্প , ভাষ্য , বাণী , বিজ্ঝাপন , ষড়যন্ত্র , মনের কথা , নীতিকথা , সচেতনতা মূলক যা-ই হোক না কেন ভালই হচ্ছিল পোষ্টটা । এরপর আরও কিছু থাকতে পারত ।
যা হোক ,
যা লিখেছেন অনেক ভাল হয়েছে । ধন্যবাদ
ভাই
এটা তো টিউন নয় কবিতা লেখার চেষ্টা মাত্র ।
চিন্তা ভাই কিন্রু এটাকে টিউন বলেন না, বলেছেন tiun , আপনি না জেনে এটা বললেন ক্যান, যান আপনার সাথে কাট্টি :( যানেনে tiun অর্থ কিন্তু কবিতা (আবার dictionary ত্র খুইজেন না কিন্তু :P)
আমি ভালভাবে লক্ষ করিনি পথিক ভাই আপনি কিছু মনে করিয়েন না ।
রাসেল ভাই আপনাকে ধন্যবাদ ভুলটি ধরিয়ে দেবার জন্য
Darun tiun!