প্রীতম চক্রবর্তী
জুবিটেক (ZubyTech) ব্লগিং কমিউনিটি গড়ে উঠছে টেকনোলজি এবং ব্লগিংকে ঘিরে। সবসময় টেক, অ্যান্ড্রয়েড, প্রোগ্রামিং, টিউটোরিয়াল, ওয়ার্ডপ্রেস সহ আরও অনেককিছু সম্পর্কে আপডেটেড থাকতে ভিজিট করুন http://www.zubytech.com । সবাইকে ধন্যবাদ এবং নিয়মিত ভিজিট করুন জুবিটেক ব্লগ।
Latest posts by প্রীতম চক্রবর্তী (see all)
কেমন আছেন আপনারা? আশা করি, আপনারা সবাই ভালো আছেন ও থাকবেন।
এবার ঈদ নিশ্চয় খুব ভালো কেটেছে আপনাদের :D :D :D
তাই, ঈদের স্পেশাল উপহার হিসেবে নিয়ে নিন ভালো ও মজার একটি নাটক ‘বিয়েটা আমার খুব দরকার’।
পরিচালনাঃ সাগর জাহান
অভিনয়েঃ জাহিদ হাসান, নিপুণ সহ আরও অনেকে
প্রচারিত হয়েছে এন টিভিতে।
তাহলে, আর দেরী কেন করছেন? এখনই ডাউনলোড করুন আর দেখতে থাকুন মজার এই নাটকটি :)
একদম ডাইরেক্ট লিংক দিয়েছি, যাতে আপনাদের ডাউনলোড করতে কোন অসুবিধা না হয়। তাই, একদম নির্বিঘ্নে ডাউনলোড করতে পারবেন :D আর ফাইল(.WMV) যা যেকোনো মিডিয়া প্লেয়ারে সাপোর্ট করবে। তাই, আপনাকে আর আলাদা মিডিয়া প্লেয়ার যোগাড় করতে হবে না নাটকটি দেখার জন্য।
ডাউনলোড লিংকঃ
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কমেন্ট করতে ভুলবেন না।
ফাইল(.WMV) এমন পরিছন্ন পোস্ট করার জন্য ধন্যবাদ । আর আপনার জন্য কি বউ খুঁজব ?
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ার জন্য :D :D
আর ভাইজান, বউ খোঁজার দরকার নাই এই মুহূর্তে!! :D :p
ঠিক আছে আপনার জন্য একটা বউ দেখবো|
:)
ইইইই! কি লজ্জা দিচ্ছেন ভাইয়া :) :) :D
ধন্যবাদ আপণাকে পোস্টটি পড়ার জন্য। :D