Faronics Deep Freeze সম্পর্কে জানুন এবং কোন সমস্যা ছাড়া কম্পিউটার ব্যবহার করুন

3
675

♥♥♥টিউনারপেজের সম্মানিত  সকল পাঠককে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার প্রথম টিউন ♥♥♥

আলোচনার বিষয় বস্তু  : Faronics Deep Freeze

Faronics Deep Freeze সম্পর্কে জানুন এবং কোন সমস্যা ছাড়া কম্পিউটার ব্যবহার করুন

Faronics Deep Freeze কি?

Faronics Deep Freeze হচ্ছে একটি সফটওয়্যার। এটি কম্পিউটারের ব্যবহারজনিত বিভিন্ন ক্ষতি ও সমস্যা হতে কম্পিউটারকে রক্ষা করে।

Unlimited Web Hosting
Unlimited Web Hosting
Unlimited Web Hosting
Unlimited Web Hosting

ব্যবহারকারীর মাধ্যমে বা অনপুস্থিতিতে অন্য কোন ব্যক্তির মাধ্যমে কম্পিউটারের যে কোন ধরনের পরিবর্তন হতে রক্ষা করে।

Faronics Deep Freeze ব্যবহারের সুবিধা :

একবার হার্ড ড্রাইভে এই সফটওয়্যার ইনস্টল হলে যা হবে –

 • ১. কোন প্রকার ভাইরাস প্রবেশ করতে পারবে না।
 • ২. কোন প্রকার সেটিংস পরিবর্তন হবে না।
 • ৩. কোন প্রকার ফাইল মুছে যাবেনা।
 • ৪. বিদ্যুৎ বিভ্রাটের ফলে সরাসরি কম্পিউটার বন্ধ হলে অপারেটিং সিস্টেম ক্র্যাস করবে না।

বিস্তারিত :

যারা নতুন কম্পিউটার কিনে ব্যবহার করছেন বা কম্পিউটার সম্পর্কে খুব কম জানেন তারা প্রায়শই নিজের অজান্তে কম্পিউটারের বিভিন্ন সেটিংস পরিবর্তন করে ফেলেন। পরবর্তিতে কোন সমস্যা সৃষ্টি হলে কোন কিছু না বুঝে উইন্ডোজ সেট আপ দিয়ে দেন। আবার অনেকেই এন্টিভাইরাস সফ্টওয়্যার ব্যবহার করেন না ফলে ঘন ঘন কম্পিউটারে ভাইরাস জনিত সমস্যা দেখা দেয়। অনেক সময় আমাদের (ব্যবহারকারির) অনপুস্থিতে বন্ধু কিংবা পরিবারের অন্যান্য সদস্য না বুঝে প্রয়োজনীয় ফাইল ডিলিট করে ফেলে যা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। আমাদের দেশে ঘন ঘন লোড শেডিং এর কারনে অনেক সময় ইউপিএস এর চার্জ না থাকায় সরাসরি কম্পিউটার বন্ধ্ব হয়ে যায়। বিদ্যুৎ আসার পর দেখা যায় উইন্ডোজ ক্র্যাস করে বা পিসি পারফরমেন্স স্লো হয়ে যায়। Faronics Deep Freeze ব্যবহার করলে কম্পিউটারের সাথে যাই ঘটুক না কেন প্রতি বার রিস্টার্ট করলে কম্পিউটার পূর্বের অবস্থায় ফিরে যাবে। রিস্টার্ট এর পর যা যা হবে –

 • ১. Faronics Deep Freeze ইনস্টল করার সময় কম্পিউটার যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে যাবে।
 • ২. কোন সেটিংস পরিবর্তন করলে তা আবার আগের অবস্থায় ফিরে যাবে।
 • ৩. কোন ফাইল ডিলিট করে ফেললে তা আবার ফিরে আসবে।
 • ৪. কোন প্রকার ভাইরাস প্রবেশ করতে পারবে না।প্রবেশ করলেও তা রিমুভ হয়ে যাবে।
 • ৫. অপারেটিং সিস্টেম ক্র্যাস হওয়া থেকে রক্ষা পাবেন।
 • ৬. নতুন করে কোন ফাইল রাখলে বা কোন প্রজেক্ট সেভ কেরলে সেটি আর থাকবে না।

যেভাবে ইন্সটল করবেন :

 • ১. প্রথমে Faronics Deep Freeze ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।  ডাউনলোড শেষে ফাইলটির উপর ডাবল ক্লিক করুন। ফাইলটি কোথায় এক্সট্রাক্ট করবেন সিলেক্ট করে এক্সট্রাক্ট এ ক্লিক করুন।
 • ২. ভাল করে একটা উইন্ডোজ সেট আপ দিয়ে প্রয়োজনীয় সফটওয়্যার গুলো সেট আপ করে নিন। প্রয়োজনীয় সেটিংস গুলো ঠিক করে নিন। সব অটো আপডেট অফ করে দিন।
 • ৩. Faronics Deep Freeze.exe ফাইলটিতে ডাবল ক্লিক করুন।
 • ৪. I accept সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করুন।
 • ৫. সিরিয়াল কপি পেষ্ট করে দিয়ে নেক্সট এ ক্লিক করুন।
 • ৬. কোন ড্রাইভ টি ফ্রিজ করতে চান সিলেক্ট করুন।প্রথম অবস্থায় সবগুলো সিলেক্ট করা থাকবে।শুধু মাত্র সি ড্রাইভে টিক চিহ্ন রেখে বাকী গুলো থেকে তুলে দিন।
 • ৭. ইনসটল এ ক্লিক করুন।
 • ৮. ইন্সটল হলে রিস্টার্ট হবে।
 • ৯. রিস্টার্ট হওয়ার পর একটি উইন্ডো সো করবে পাসওয়ার্ড দিতে বলবে।পাসওয়ার্ড দিয়ে রাখলে ভাল না দিলে ও কোন সমস্যা নেই।যে কোন ধরনের পাসওয়ার্ড দিতে পারেন।

কাজ শেষ।

ফ্রিজ করার পর কিভাবে সেটিংস পরিবর্তন করবেন বা নতুন সফট ইন্সটল করবেন বা কোন সফট আনইন্সটল করবেন?

Faronics Deep Freeze সম্পর্কে জানুন এবং কোন সমস্যা ছাড়া কম্পিউটার ব্যবহার করুন

Shft বাটন চেপে ধরে ট্রে আইকনে ডাবল ক্লিক করুন। যদি পাসওয়ার্ড দিয়ে রাখেন পাসওয়ার্ড প্রবেশ করান,না দিলে খালি রেখে ওকে তে ক্লিক করুন।

Boot thawed সিলেক্ট করে এপ্লাই এন্ড রিবুট এ ক্লিক করুন,ওকে তে ক্লিক করুন,ইয়েস এ ক্লিক করুন।রিস্টার্ট এর পর যা করার করে নিন (ইন্সটল,আন-ইন্সটল,সেটিংস চেন্জ ইত্যাদি)।কিাজ শেষে একই পদ্ধতিতে ডিপ ফ্রিজ ওপেন করে বুট ফ্রোজেন সিলেক্ট করে এপ্লাই এনড রিবুট এ ক্লিক করুন,ওকে ইয়েস ক্লিক করুন।রিস্টার্ট এর পর কম্পিউটার আবার ফ্রিজ অবস্থায় ফিরে যাবে।

কিভাবে Faronics Deep Freeze আনইনস্টল করবেন?

 • ১. প্রথমে Boot thawed  করে নিন।
 • ২. Faronics Deep Freeze.exe (যে ফাইল টি দিয়ে সফটওয়্যার ইন্সটল করেছেন) ডাবল ক্লিক করুন।
 • ৩. নেক্সট ক্লিক করুন।
 • ৪.আনইন্সটল এ ক্লিক করুন।
 • ৫. আনইন্সটল হয়ে গেলে অটো রিস্টার্ট হবে।

[বিঃদ্রঃ যে ড্রাইভ ফ্রিজ করেছেন সেই ড্রাইভে কোন ফাইল সেভ করবেন না।]

টিউনারপেজের নতুন টিউন আপনাকে ইমেইল করব?
Unlimited Web Hosting
Unlimited Web Hosting
Unlimited Web Hosting
Unlimited Web Hosting

3 মন্তব্য

 1. আমি ৪-৫ মাস ধরে deep freez ইউজ করতাসি ।চরম অসুবিধা হল কোন ডাউনলোড pause দিয়া রাখা জায় না। restart এর সাথে সব শেষ। যদি পারেন ত faronics আন্টিভিরাস এর সিরিয়াল দেন।
  এই আন্টিভিরাস updatable with deep freez. deep freez console সম্পরকে কিছু বলেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here

twelve + 7 =