সবাই আমার সালাম/নমষ্কার গ্রহণ করবেন । আশা করি সবাই ভালো আছেন ???? আজকে হাজির হলাম একটি ছোট ফালতুন ও আজাইরা পোস্ট নিয়ে। তবে এই ফালতু আজাইরা টিপসটি অনেকের কাজে আসতে পারে বলে আমার মনে হয় । তাই পোস্টটি করে ফেললাম । মাউসের প্রায় নানা ধরনের সমস্যা হয়। যেমনঃ লেফট বোটম কাজ করে না, এক চাপ দিলে দুই চাপ লেগে যায় অটো, চাপ দিলেও কাজ করে না, একটু আস্তে আস্তে কাজ করে ইত্যাদি ইত্যাদি সমস্যা । কিন্তু এই সময় যদি আমাদের কোন জরুরি কাজ থাকে তখন যে কি করতে মন চায় । এখন বেশীর ভাগ মাউস এর প্রায়ই এক চাপ দিলে দুই চাপ অটো বসে/লেগে যায়, একটি বোটম কাজ না এই ধরনের সমস্যা বেশী হয় তাই আজকে দেখব কিভাবে জরুরি সময়ে এই কাজ গুলো আমরা একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি। তাহলে শুরু করা যাক, এটেনশন ।
পদ্ধতি ১ =
প্রথমে Start মেন্যুতে গিয়ে Settings থেকে Control Panel এ ক্লিক/ওপেন করুন।
এখন বাম সাইডে এ Switch to Classic View সিলেক্ট করা আছে কিনা দেখে নিন না থাকলে সিলেক্ট করুন। এখন Mouse নামের মেন্যুটি ওপেন করুন।
এবার Buttons সিলেক্ট করে Bottom Configuration এ গিয়ে Switch primary and secondary buttons টিক চিহ্ন/সিলেক্ট করুন তারপর OK তে ক্লিক করুন।
ফলাফল= যদি আপনার মাউস এর লেফট বোটম/রাইট বোটম ঠিকমত কাজ না করে তাহলে এই পদ্ধতিতে কাজ করলে আপনার মাউস এর লেফট বোটম এর কাজ হবে রাইট বোটম দিয়ে । মানে মাউসের বোটম ট্রান্সফার হবে । আর এটি ডিজ্যাবল/বাদ করতে চাইলে একই ভাবে আবার Buttons সিলেক্ট করে Bottom Configuration এ গিয়ে Switch primary and secondary buttons থেকে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে ok দিন।
পদ্ধতি ২ =
কীবোর্ড দিয়ে যদি মাউস এর কাজ করতে চান তাহলে কিবোর্ড থেকে এক সঙ্গে left alt + left shift এবং num lock কি চাপুন । মনিটরে একটি পপ আপ উইন্ডো আসবে । তারপর ok করুন । তারপর Num Lock বোটম সক্রিয় করুন । এখন ডান পাশের ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ বাটনগুলো দিয়ে মাউসের কার্সর মুভ করতে পারবেন । আর ৫ বাটন দিয়ে মাউসের লেফট ক্লিক এবং + বাটন দিয়ে মাউসের ডাবল ক্লিকের কাজ করা যাবে । আর ডানপাশের Ctrl বাটনের বামের বাটনটি মাউসের রাইট ক্লিক বাটন হিসেবে কাজ করবে । কাজ শেষে Num lock অফ করলে মাউস কি সুবিধাটি ডিজ্যাবল/বাদ হয়ে যাবে ।
আমার ব্লগে আপনাদের স্বাগতম “আমার ব্লগ”
অনেক আগেই জানা ছিল