ব্যস্ত রাস্তায় হয়তো হঠাৎ শুরু হল ট্রাফিক জ্যাম। আর শুরু হতেই থমকে থাকা গাড়িগুলোর মধ্য থেকে ডানা মেলে দিয়ে উড়তে শুরু করল একটি গাড়ি । কাল্পনিক মনে হলেও এবার সত্যি সত্যিই দেখা যাবে এমন দৃশ্য। টেরাফুগিয়া ট্রান্সিশন নামের একটি মার্কিন প্রতিষ্ঠান এ ধরনের একটি গাড়ি তৈরি করেছে।গাড়িটির দাম পড়বে ১ লাখ ৫০ হাজার পাউন্ড।
আগামী বছর বাজারে আসবে গাড়িটি। টেরাফুগিয়া ট্রান্সিশনের প্রতিষ্ঠাতা কার্ল দিয়েত্রিচ বলেন, এটাই এ ধরনের প্রথম গাড়ি যেটা উড়তেও পারবে। গাড়ি থেকে বিমানে রূপ নিতে মাত্র ১৫ সেকেন্ড সময় নেবে এটি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে চলার লাইসেন্সও পেয়ে গেছে তারা। গাড়িপ্রেমীদের মধ্যে এটি কেনার জন্য দারুণ সাড়া পড়েছে। ইতোমধ্যে ২০ ব্রিটিশ নাগরিক মার্কিন কোম্পানিটির সঙ্গে যোগাযোগ করেছেন। কার্ল দিয়েত্রিচ বলেন, রাস্তায় চলার সময় ডানা গুটিয়ে রাখবে এটি। সাধারণ পেট্রোল স্টেশন থেকেই এর জ্বালানি সংগ্রহ করা যাবে। রাস্তায় চলার সময় দুই আসনবিশিষ্ট গাড়িটি ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ মাইল বেগে চলবে। এ সময় এক গ্যালনে ৩৫ মাইল পর্যন্ত ভ্রমণ করা যাবে। আর ওড়ার সময় এর সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১১৫ মাইল। এ সময় এক ঘণ্টা চলার জন্য পাঁচ গ্যালন জ্বালানি দরকার হবে। চলবে ৫০০ মাইল। এই বিশেষ গাড়িটি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি পাইলট লাইসেন্সেরও দরকার হবে।
দারুন খবর ! ভালো শেয়ার !
সাধারন মানুষ সৎ পথে আয় করা মানুষ নাকি অসত পথে আয় কারি ?
সাধারন মানুষ এটা কিনবেনা এটা কিনবে রাঘব বোয়ালরা ধন্যবাদ yeasirarafat 44 ভাই কে।
হে হে আমি এক্ষুনি কিনতে যাইতেছি !
বাংলাদেশে প্রথমে কে কিনবে বলে আপনার মনে হয় ?
Thank you bi .you always give good news
ধন্যবাদ md alam ভাই।
নতুন কিছু জানালেন ।ধন্যবাদ।
faroque আপনাকেও ধন্যবাদ।
পিথক ভাই আপনার টিউনগুলো খুবই চরম হচ্ছে। চালিয়ে যান। আপনাদের মতো যদি লিখতে পারতাম, তাহলে কতই না ভাল হতো!!!
অনেক সুন্দর হয়েছে। চালিয়ে যান…………
অনির্বাচিত টিউনার আপনি আমার ও রাসেল ভাইয়ের মাইর খাওয়ার জন্য রেডি থাকবেন! আপনার মতো জটিল জটিল টিউন আর কেউ করতে পারে নাকি? আপনাকে জানাই হাজার সালাম। ধন্যবাদ ভালো থাকবেন।
onek nice tune …….chaliye jan
ধন্যবাদ jaanakcc ভাইকে।
Thanks malek vai
সত্যিই জটিল পোষ্ট…
বড় ভাই জটিল পোস্টিং করতেছেন। ধীরে ধীরে আপনি খুব ভালো পোস্টিং দিচ্ছেন। এই ধরনের আরো অনেক অনেক অনেক অনেক পোস্ট দিবেন প্লিজ।
চেষ্টা করবো। ধন্যবাদ ভালো থাকবেন।
awesome… tobe Bangladesh e asbe kobe bolte paren?
আগামী ১০ বছরএ ও আসবেনা অন্তত এটা বলতে পারি!
বড় ভাই সরি ১০বছর ত দূরে থাক আগামী ৫০বছরেও পাবেন না
হা হা হা মজা পাইলাম!
50 bosoreo ashbe bole mone hoyna pothik vai
তারাতারি আসলে কিনতে চেষ্টা করতাম ।তানাহলে তো টাকা থাকবেনা।হাহাহাহাহাহাহাআআ