আজকে আবারো শেয়ার করলাম সব এনিমেশন মুভি গুলো নিয়ে এই পোস্ট। বেশির ভাগ অবশ্য ব্লগেই পেয়েছি। তার পর দেখেছি। সবার দেখা থাকবে মনে হয়। আরও নতুন নাম পেলে আরো ভাল হয়। আমি রিভিউ কখনও লিখিনি। এই প্রথম। এক/দুই লাইনে আর কত লেখা যায়! বাংলা ২য় পত্রের মত সারাংশ লেখার মত আর কি। চমৎকার এই মুভি গুলো দেখে নিশ্চিত আপনি মুগ্ধ হয়ে যাবেন। অসাধারণ সব এনিমেশন এর কাজ দেখে আমি রিতি মত অবাক বলতে পারেন। তাহলে এখুনি ডাউনলোড করে শুরু করেন দেন। সামনে আরো নিয়ে আসবো।
২৩) Ice Age
বরফ যুগের গল্প নিয়ে। কি বলব! সবাই জানে। অনেক কিউট একটা এনিমেশন মুভি। তিনটা পর্বই আমার ভাল লেগেছে খুব।
ডাউনলোড
Ice Age 1
Ice Age 2
Ice Age 3
২৪) Chicken Little
লিটল চিকেন দেখে ফেলে এক অদৃশ্য যান ভিনগ্রহবাসীদের। বিপদে ফেলে দেয় সবাই কে।
২৫) Planet 51
প্লানেট ফিফটি নামের এক গ্রহে পৃথিবীর এক মানুষ যায়। কিন্তু সে হয়ে যায় সেই গ্রহ বাসিদের কাছে এলিয়েন।
imdb ডাউনলোড
২৬) Kung Fu Panda
ডাউনলোড
imdb
২৭) Howl’s moving castle
ভুল জাদুতে বৃদ্ধা হয়ে যাওয়া এক মেয়ে খুঁজে পায় আরও কিছু বন্ধু যাদের ভাগ্যও তার মতই ছিল।
২৮) Cloudy with a Chance of Meatballs
মেঘ থেকে খাবার বৃষ্টির মত পরলে কেমন হত? কত ভালই না হত সবার জন্য। কিন্তু এই খাবারই এক সময় বিপদে ফেলে দেয় মানুষদের।
ডাউনলোড
imdb
২৯) Horton Hears a Who!
জঙ্গলে থাকা এক হাতি নাম হরতন। সে খুঁজে পায় এক ছোট্ট বিশ্ব একটা ছোট্ট ঘাস ফুলের পাপড়ির মাথায়।
imdb
ডাউনলোড
৩০) Beauty & Beast
ডিজনির মুভি গুলোর মধ্যে এই গল্পটাই আমার সব চেয়ে বেশি ভাল লাগে।
ডাউনলোড imdb
৩১) Over The Hedge
ডাউনলোড
imdb
৩২) Doraemon – Nobita and the Green Giant Legend
কিবো এক কথা বলা গাছ। পৃথিবীর সব গাছ কেটে ফেলার কারনে গাছ জগতে সব গাছ রেগে যায় মানুষের উপর।
ডাউনলোড
খুবি দারুন পোস্ট করেছেন ভাই… মাথা নষ্ট
ভালো পোস্ট। কারো কাছে কি ডোরেমন এর হিন্দী ভার্সন এর কিছু পর্ব হবে ?
চমৎকার মুভি সব কয়টাই !
আইচ এজ আসলেই সূন্দর
লিংক গুলা তো কাজ করে না । আপনি চেক করে দেখেন ।
কোনটা কাজ করেনা দয়া করে জানান, আমি তো টেস্ট করলাম কয়েকটা, ঠিক আছে !