গতকাল রাত থেকে কেন জানি মনে হচ্ছিল টিউনার পেজ এই পর্বের বিজয়ী হবো আমিই! সকালে ঘুম থেকে উঠে দেখি মোবাইল অনেক গুলো মেসেজ। তার ভেতর একটি এস.এম.এস দেখি ৫০ টাকা পাওয়ার এস.এম.এস। মনে মনে ভাবছিলাম নিশ্চয় এটা টিউনার পেজ পাঠিয়েছে। হাতে মোবাইল নিলাম টিউনার পেজ এ জাওয়ার জন্য ওমনি আমার মোবাইল এ আসলো একটি কল আপর প্রান্ত থেকে জানতে চাওয়া হলো আপনি কি চিন্তিত পথিক? ততক্ষনে আমি আমি বুঝে গেলাম আমিই এই পর্বের ভাগ্যবান বিজয়ী। কল করে টিউনার পেজ থেকে একটি আপু জানালো যে অভিনন্দন আপনাকে আপনি টিউনার পেজ কুইজ এই পর্বের বিজয়ী! আমি তো খুশীতে আত্মহারা হয়েগেলাম। বিজয়ী হয়ে খুব ভালো লাগলো। টিউনার পেজ কে অভিনন্দন এতো সুন্দর উদ্যোগ টি নেওয়ার জন্য। ধন্যবাদ সবাই ভালো থাকবেন।
খুবই ভালো টিউন……… আরো মঙ্গলকামনা করি…………. আপনার আনন্দ সারা জীবন থাকার জন্ন ভগবানের কাছে Prayer করছি………
সকাল সকাল গরম গরম নিউজ। সারাদিন কেমন গেছিল আপনার?
আশা করি ভালো!
অভিনন্দন চিন্তিত পথিক ভাই ! ও আচ্ছা শুনেন আমি একটা রাজনৈতিক দল বানাতে যাচ্ছি, জিইতা গেলে ভাবতেছি আপনারে দেশের চিন্তা মন্ত্রী বানাবো :P রাজি আছেন নাকি ?
১০০% রাজি আছি। আগে রাজনৈতিক দল বানান! তার পর জিতেন! তার পরে আমি চিন্তা মন্ত্রী হবো।
ধন্যবাদ।
অভিনন্দন
vabsilam ami hobo apni hoea galen.hhhhhhhhh
পরের বার আপনিও হতে পারেন! চালিয়ে যান
আপনাকেও অভিনন্দর চিন্তিত পথিক ভাই। আশা করি টিউনার পেজের সাথেই থাকবেন।
ইনশাল্লাহ দোয়া করবেন।