আমি windows XP service pack 2 ব্যবহার করি। প্রতিবার set up দেবার পর Antivirus install করলে কিছু সময় কাজ করে পরে আর কাজ করে না। Taskbar থেকে Antivirus Icon চলে যায়।
Desktop এ Antivirus Icon থাকে কিন্তু Open করা যায়না। যখন Open করতে চাই তখন নিচের dialog box টি দেখায়।
যেকোন Antivirus ব্যবহার করি না কেন, একই সমস্যায় পড়ি।
এর থেকে পরিত্রানের উপায় জানা থাকলে দয়াকরে জানাবেন।
আপনের সব গোলো ডিস্ক ফর্মাট করোন তার পর try করোন ,,,
ভাই আপনার পুরো হার্ড ডিস্ক এ ভাইরাস ছরিয়ে পরেছে, আপনি পারলে হার্ডডিস্ক ফরম্যাট করুন অথবা ভালো এন্টিভাইরাস ব্যাবহার করুন, ভালো এন্টিভাইরাস হতে পারে kaspersky, nod32, norton 360 v4 সাধারণত এই সব এন্টি ভাইরাস ব্যাবহার করলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওায়া যায়
ধন্যবাদ।