আসসালামুয়ালিকুম । আশা করি সবাই ভালোই আছেন। ব্যাস্থ থাকর কারনে আপনাদের সাথে হয়তু বা এক্টু কম সময় দেবু । তবে আজ আপনাদের সাথে সুন্দর ও জটিল একটি সফটওয়্যার শেয়ার করবো ।অনেকের কাজে আসবে । কেউ ডেক্সটপ বা কেও ল্যাপটপ ব্যবহার করেন। অনেকের ওয়েব ক্যাম ব্যবহার করেন , কিন্তু ওয়েব ক্যাম ড্রাইভার হারিয়ে ফেলেছেন বা অনেকে পুরাতন ওয়েব ক্যাম কিনেছেন কিন্তু ড্রাইভার সিডি নেই । এই ড্রাইভার কারণে অনেকে ওয়েব ক্যাম ব্যবহার করতে পারছেন না । আমি আর বেশী কিছু বললাম না ।। এই সফটওয়্যারটির যে কোন ডেক্সটপ ও ল্যাপটপ ওয়েব ক্যাম ড্রাইভার হিসেবে কাজ করে …নিচে কিছু স্কিন-সট দিলাম …। এর মাধ্যমে ছবি তোলা , ভিডিও করা , monitor,ও chat করা যাই …কোন সমস্যা হলে বলবেন ধন্যবাদ ।।।
অসাধারন
ধন্যবাদ ভাইয়া …………………..
অনেক পরে পেয়েছিলাম এই পোস্ট তাই কাজে লাগাতে পারিনি । ধন্যবাদ ।
ধন্যবাদ ভাইয়া, কাজের জিনিশ।
ধন্যবাদ মামা।
WEBCAM COMPANION 3
http://www.mediafire.com/?zydzektmkzh
thanks..
টি জে ভাইয়া আসলে আমি মনে মনে এটাই কুজছিলাম । কাজে লাগবে মানে অনেক কাজে লাগবে, কারন আমার কেম ড্রাইবে ভিডিও রেকর্ড করা যায় না তো তাই ।
ওপ আপনাকে অনেক অনেক ধন্যবাদ
:D :D :D