Latest posts by lorax (see all)
- এখন থেকে ২৫ পয়সাতে কথা বলুন GP-GP!!!!!১০০%(আসুন বাঁশ দি) - 18/10/2012
- Computerএ অ্যান্ড্রয়েড ব্যাবহার করুন - 18/10/2012
বর্তমানে সেলফোনে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড বেশ আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু খুব কম মানুষই এটা ব্যবহারকরার সুযোগ পেয়েছেন। তবে কিছুটা কৌশলী হলে সেলফোনের পরিবর্তে পিসিতেই অ্যান্ড্রয়েড চালানো সম্ভব। এজন্য প্রথমে পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড <ন্যূনতম ২৫৬ মেগাবাইট> কম্পিউটারের সঙ্গে সংযোগ করাতে হবে। এর পর android-x86-2.2-generic.iso এবং UNetbootin অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে
হবে। ডাউনলোড শেষে UNetbootin ফাইলটি রান করুন। প্রদর্শিত বার্তার পাশের দিকে UNetbootin অপশনটি ক্লিক করে সিলেক্ট থেকে আপনার ডাউনলোড করা android-x86-2.2-generic.iso ফাইলটি বাছাইকরে দিন। এরই সঙ্গে নিচের দিকের মেন্যু থেকে ফ্লাশড্রাইভটি নির্বাচিত করে Ok ক্লিক করুন।কমান্ড পাওয়া মাত্র UNetbootin ফাইলটি ফ্লাশড্রাইভেকপি হওয়া শুরু হবে। ড্রাইভের গতির ওপর ভিত্তি করে কিছুটা সময়নেবে।প্রসেস

শেষে পিসি রিস্টার্ট হওয়ার অনুমতি চাইলে Ok ক্লিক করতে হবে।
পিসি চালু হওয়ার সময় অ্যান্ড্রয়েড রিবুট করার জন্যকিবোর্ড থেকেF2, F10 চাপতে হবে। কখনও বায়োসের গঠন আলাদা হওয়ায় অন্য কোনো বোতামে ফাংশনটি দিয়ে দেওয়াথাকতে পারে। সিলেক্ট অপশনএলে Live CD–Run Android-x86 without installation অপশনটি নির্ধারণ করে দিতে হবে। অল্পকিছুক্ষণের মধ্যে লোড হতে শুরু করবে। লোড হওয়া শেষ হলে সরাসরি অ্যান্ড্রয়েড ডেস্কটপ ওপেন হবে। এরপর ডেস্কটপ,উইজেট সবকিছু নিজের মতো করে সাজিয়ে নেওয়া যাবে। পাশাপাশি নেট থেকে অ্যান্ড্রয়েডের জন্য বিনামূল্যে অ্যাপ্লিকেশননামিয়ে ইনস্টল করে অনেকটা ক্রোম ল্যাপটপের মতোই ব্যবহার করা যাবে। তবে মনে রাখতে হবে কম্পিউটার পুনরায় বন্ধ বারিস্টার্ট দিলে আগের উইন্ডোজ চলে আসবে। ডাউনলোড করতে হলে http://bit.ly/yrnMlP এবং http://bit.ly/oy8Jd1 এই লিংকে ভিজিট করুন
falu jinis.. onek jamela kono soft download kora jabe na, pc te kub chap pore r ete kono lav nai . ami kicu din agei kore dekeci.. kobi bokami
ok next এ খেয়াল রাখবো.:)
bit.ly লিঙ্ক দিলেন কেন ভাই?
প্রথম পোস্টেই এই লিঙ্ক :/