“বিসমিল্লাহহির রাহমানির রাহিম”
আসসালামু আলাইকুম।
আশাকরি সবাই ভালই আছেন। বেশ কিছুদিন আগের কথা আমি আর আমার এক বন্ধু মার্কেটে ঘুরছিলাম, হটাত ভাবলাম স্যামসাং এক্সপেরিয়েন্স সেন্টারে গিয়ে একটু ঘুরে আসি। গিয়ে সবগুলো সেটই দেখলাম। কিন্তু কম দামী সেট আমরা ব্যবহার করি না বলে Samsung Galaxy S3 টা একটু নাড়াচাড়া করে দেখলাম :p
আমার বন্ধু Angry Birds Seasons খেলা শুরু করে দিল আর মজা নেয়া শুরু করল। আমার তখন মনে হল জনপ্রিয় এই গেমটা পিসিতে বড় স্ক্রীনে খেলতে পারলে নিশ্চয় আরও বেশি মজা পাওয়া যাবে। তাই রাতে বাসায় এসেই ডাউনলোড করে ফেললাম গেমটার লেটেস্ট ভার্সন। তারপর থেকে মজা করে খেলে যাচ্ছি। তবে কিছু কঠিন লেভেল খেলার সময় কখন যে Angry Birds খেলতে খেলতে Angry Boy হয়ে যাচ্ছি তা টেরও পাচ্ছি না।
অনেকেরই এ্যান্ড্রয়েড ফোন নেই তাই তারা ভাল করে বিশ্বব্যাপী এই বহুল জনপ্রিয় গেমটি খেলতে পারেনা, মন খারাপ করে খেলতে না পেরে। আর বেশ কিছুদিন ধরে লক্ষ করছি বিভিন্ন ব্লগ, ফেসবুক পেজ এবং গ্রুপে প্রচুর ভিজিটর Angry Birds গেমটা চায়। আজ তাদের অপেক্ষার পালা শেষ হল। আর কত দিন স্বপ্নে খেলবেন এই ফাটাফাটি গেমটি? এখনি বাস্তবেই খেলুন আপনারই পিসিতে! কি বিশ্বাস হচ্ছে না, চলুন দেখি কি হয়।
আপনাদের সামনে আজ হাজির হলাম বর্তমান সময়ের মোবাইল এবং পিসির জনপ্রিয় গেম Angry Birds Seasons নিয়ে। এটি লেটেস্ট ভার্সন তাই সকল আপডেট পাবেন সাথে কিছু বোনাস লেভেল। চলুন গেমটির কিছু স্ক্রীনশর্ট দেখে নেয়া যাক।
গেমটিতে দুটি Seasons আছে।
এগুলো হল Seasons 2012 এর Level
এগুলো হল Seasons 2011 এর Level
এগুলোও Seasons 2011 এর Level
এই Level টি শুধুমাত্র লেটেস্ট ভার্সনেই পাবেন
কি এখন আর দেরি সইছে না তাইনা। চলুন তাই আর দেরি না করে এখনি মিডিয়াফায়ার থেকে গেমটি ডাউনলোড করে নেই।
এখান থেকে পাসওয়ার্ড এবং ব্যবহার বিধি নিন
এখান থেকে গেমটি ডাউনলোড করুন।
এবার rar ফাইলটি এক্সট্র্যাকট করে ইন্সটল করুন। গেম খেলার শুরুতেই Activate Full Version এ ক্লিক করুন। Key দিয়ে Register এ ক্লিক করুন। আপনার গেমটি ফুলভার্সন হয়ে গেল। ব্যাস কাজ শেষ। এবার আরামে পায়ের উপর পা তুলে খেলা শুরু করে দিন।
কি এবার খুশি করতে পারলাম তো?? আর হ্যা কষ্ট করে পোস্টটি যখন পড়লেন, কেমন লাগলো জানাতে ভুলবেন না।
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকুন।
vai porer link ta kaj kore na . pls mul game er link ta thik kore den.
pass:www.koransoftware.com
http://www.mediafire.com/?go0b1xb04n5z3h1
অনেক অনেক ধন্যবাদ! আমার আগের গুলো চলত না। এইটা ইন্সটল দিয়ে গ্রাফিক্স ড্রাইভার আপডেট দেবার পর সবগুলোই চলছে…
আপনাকেও ধন্যবাদ। আপনি খেলতে পারছেন ভেবে ভাল লাগছে ভাই।
আপনাকে ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ
download link dilen kintu ragistration korar key koi?please help me
ভাই প্রথম লিংকটাতে ডাউনলোড করার জন্য পাসওয়ার্ড এবং ইন্সটল ইন্সট্রাকশন দেয়া আছে।
আর পরের লিংকটাতে আপনি মেইন ফাইল অর্থাৎ গেম এবং সিরিয়াল কী পাবেন।
এর পরও কোনো সমস্যা হলে জানান। আমি আছি।।
DOWNLOAD KORLAM MATRO….DONNOBAD APNAKE
আপনাকেও অনেক ধন্যবাদ