দেবতার ওরসে বাংলাদেশী এক মা এর কোলে জন্ম নেয়া
হয়তবা আমি এক জারজ সন্তান ।
তবু ,এক অসুর দাবি করে সে আমার পিতা
অনেক ভাল বাসত সে আমাই আমি যেন তার প্রান ।
প্রকৃতির প্রয়োজনে মা’কে হারালাম
নতুন মা রূপে এক ডাইনি পেলাম ।
তার পর ডাইনি মা এর তৃষ্ণা মেটে আমার রক্ত পানে
আমার মাংস খেয়ে ভরাই পেট অসুর পিতা জানে ।
ডাইনি মা এর এক কন্যা হল হিরামতি নাম
সেই থেকে হলাম আমি পরিবারের গোলাম ।
একা ভাবি চলে যাব এই পরিবার ছেড়ে
কিন্তু পারিনা যেতে অসুর ,পিতার কথা ভেবে ।
ধুকে ধুকে মরছি আমি মরি ,
মৃত্যুই যদি হয় তাদের সুখের বড়ি
পরিবারের জন্য মরার সুখ যে কত
সাধ্য নেই আমার বোঝানোর মত ।
(এটা কোন কবিতা নয় গল্প নয় ও গুলো লেখার মত ক্ষমতা আমার নেই ।এখানে আমার জীবনের কিছু কথা লিখলাম সকালে কয়েকটি কমান্ড পড়ে লিখতে ইচ্ছে হল তাই লিখলাম ফেস বুক এ নয় টিউনার পেজে পোস্ট করলাম কেন জানি ফেস বুক এর চেয়ে টিউনার পেজের বন্ধু রা কে আপন মনে হচ্ছে ।
oh. . .bhai apnar kotha suna khube e kharap lagce. . . .its very bad. . .
আসলে আমি আমার পরিবারের মায়া ত্যগ করতে পারিনা ।ওরা আমার কথা কেউ ভাবেনা আমি কেমন আছি জানতে আমার বাবার ইচ্ছে হয়না শুধু টাকা নেবার জন্যে আমার সাথে সম্পর্ক রেখেছে ।বাবা তার জমি মাটি বাড়ি ওদের নামে লিখে দিয়েছে ।আর আমি ওদের একটু ভালবাসা পাবার জন্য প্রবাসে বেওয়ারিশ কুকুরের মত অন্যয় আবিচার মেনে নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে মন ভরে খাবার না খেয়ে যে টাকা আয় করি সবটুকু ওদের দিয়েও মন পাইনা ।ওদের মন ভরানোর চেষ্টা করি কিন্তু পারিনা ।
এ লজ্জা কি শুধু আমার নাকি ওদেরও ?
আমি বুঝতে পারি আমি টাকা দেওয়া বন্ধ করলে ওরা আমার বাবাকে মেরে ফেলবে ।তাই আমি টাকা দেওয়া বন্ধ করতে পারিনা । খাজা মা গিরি করে মানুষ কে সঠিক পথ দেখানোর চেষ্টা করি আমি অথছ নিজেই পথের বাঁকে হারাই প্রতিনিয়ত কেন জানিনা ??
আপনার কথাগুলো পরে স্তব্ধ হয়ে গেলাম, এক অবিশ্বাস্য সত্য আজ আমাদের সমাজ !
হুম……
সাবাস, চালিয়ে যান। সু্ন্দর হয়েছে :D
ঘটনা কি
এটাকে একটা নিছক কবিতা বা গল্পই হবে আশা করি । আর যদি নাহয়… বলার ভাষা নাই ।
অন্যের দুঃখ কষ্টের কথা নিয়ে চিন্তা করলে নিজের কষ্টকে অনেক ছোট মনে হয় ।
জীবনে চলার পথে দুঃখকষ্টের ফাঁদে পা পড়বেই।
তবে সেজীবন সম্পুর্ণ নয় ।
দুঃখকষ্টকে জয় করে প্রতিষ্ঠিত হলেই পুর্ণ ও প্রাসঙ্গিক এবং অর্থবহ জীবন লাভ হয় ।
আর কেউ ভাইয়া হোক বা আপু , তাতে কি আসে যায়?
সে যে একজন মানুষ এটাই বড় পরিচয় । ।
যা হোক ,
ধন্যবাদ ।
আচ্ছা
ক ল্পনা দিয়ে আঁকা
বি চিত্র শিল্প যা
তা ই কি কবিতা ?