আজকে আবারো মেইল সাব সেকশন নিয়ে আলোচনা করবো যেহুতু গত পর্বে শেষ করতে পারি নাই। স্বাগতম জানাই cPanel এর ধারাবাহিক টিউটোরিয়াল পর্ব ৪ এ। আসা করি গত পর্ব গুলো অনুসরণ করেছেন। প্রতি পর্বে আপনারদের একটি প্রাকটিস সি প্যানেল দিয়ে থাকি জেনো প্রাকটিস করতে সহজ হয় আপনাদের। সুতরাং আজকেও লগইন করে নিন প্রাকটিস সি প্যানেলে।
এখানে প্রাকটিস সি প্যানেল
Username : x3demob
Password : x3demob
গত পর্বে দেখেছিলাম নিচের ২টি সাব সেকশনের বিস্তারত –
* Email Accounts — এখানে আপনার সাইটে সকল প্রকার মেইল এড্রেস গুলো মানাজ করতে পারবেন, নতুন ই মেইল খোলা, মেইল ডিলিট করা ইত্যাদি…।
* Webmail — এটি আপনার সাইটের মেইল ক্লাইন্ট হিসাবে কাজ করবে যেমন ইয়াহু, জিমেইল তেমন আপনার সাইটের মেইল গুলো পড়তে, সেন্ড করতে ইত্যাদি জিনিস গুলো এর মাধ্যমে করতে হবে।
আজকে বাকি গুলো দেখে নিব।
* BoxTrapper — কোন মেইল আইডি যদি ব্লক করে দিতে চান এটি ইউস করুন।
* SpamAssassin™ — কোন মেইল আইডি যদি ব্লক করে দিতে চান এটি ইউস করুন। তবে BoxTrapper থেকে এটি কিছুটা ভিন্য।
* Forwarders — অন্য যে কনো মেইল আপনার মেইল থেকে ফরোয়ার্ড করার জন্য এটি।
* Auto Responders — মেইলের অটো রিপ্লাই দিতে এটি ইউস করুন।
* Default Address — একটি নিরদ্রিস্ট মেইল আইডি ঠিক করে রাখা যেকনো মেইল জেনো সরাসরি এখানে চলে আসে।
* Mailing Lists — এক সাথে একাধিক মেইল করার জন্য এটি ইউস করুন।
* User Level Filtering — আপনার তৈরি মেইল ইউসার আইডি গুলোতে পারমিশন দেয়ার জন্য এটি ইউস করুন।
* Account Level Filtering — আপনার তৈরি মেইল ইউসার একাউন্টে গুলোতে পারমিশন দেয়ার জন্য এটি ইউস করুন।
* Email Delivery Route — ডোমেইন থেকে করা মেইল গুলো কে কথায় গিয়েছে, সেগুলো লিক্ষ্য রাখুন।
* Import Addresses/Forwarders — এক সাথে অনেক মেইল করা, মেইলিং লিস্ট পিসি থেকে ইম্পরট করা, এবং একাধিক মেইলে একটি মেইল ফরোয়ার্ড করার জন্য খুব দরকারি জিনিশ।
* Email Authentication — নিজের মেইল সার্ভার সুরক্ষা রাখার জন্য খুব ই কার্যকর দিক এটি।
* MX Entry — নিরদ্রিস্ট মেইল সার্ভার নিয়ন্ত্রণ করতে এটি ইউস করতে পারেন।
* Additional Login Methods — আপনার মেইলে কে লগইন করেছিলো, কি কি মেইল সেন্ড করেছে, অথবা স্প্যাম করেছে সেগুলো চেক করতে পারবেন যদি মাল্টিপল অ্যাডমিন থাকে সাইটে তাহলে।
[প্রতিটার হাল্কা ধারনা দিবো আমি। এবং যেটা প্রয়োজনীয় সেটার বিস্তারিত আলোচনা করব। তবে কেউ যদি কিছু জানতে চান অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন আমি জানিয়ে দিবো।]
BoxTrapper –
কোন মেইল আইডি যদি ব্লক করে দিতে চান এটি ইউস করুন। মেইল আইডি গুলো ব্লক করতে চাইলে ২টি লিস্ট করতে হবে white list and black list তাহলে মনে করেন মেইল আইডি ব্লক করতে চাইলে ব্ল্যাক লিস্ট এ মেইল গুলো দিয়ে রাখতে হবে।
Enable BoxTrapper সার্ভিসটি চালু করতে হবে প্রথমে। BoxTrapper এ ক্লিক করে প্রবেশ করে দেখুন ডান পাশে নিচের দিলে manage নামের বাটন আছে সেখানে ক্লিক করুন তারপরে দেখুন Enable নামের একটি বাটন আছে ক্লিক করলেই এনাবল হয়ে যাবে।
SpamAssassin –
স্প্যাম মেইল গুলো অটোমেটিক বন্ধ করতে এটি ইউস হয়ে থাকে। যদি চান স্প্যাম মেইল গুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে অথবা কনো মেইল ব্লক করে রাখবেন জেনো সে আপনাকে আর মেইল না করতে পারে তাহলে এটি ইউস করতে পারেন। অনেক সময় মেইল বম্বিং এটাক হলে আপনার সাইটের সুরক্ষা করতে এটি ইউস করুন।
SpamAssassin প্রবেশ করে Enable SpamAssassin বাটনে ক্লিক করুন সার্ভিস টি চালু করতে।
Automatically Delete Spam এনাবল করলে স্প্যাম মেইল অটো ডিলিট হয়ে যাবে।
Configure SpamAssassin ক্লিক করে নিরড্রিস্ট মেইল আইডি স্প্যাম লিস্ট এ যোগ করে রাখতে পারবেন।
Add Addresses to the Blacklist এটি চালু করলে নিরদ্রিস্ট যে কোন ডোমেইন থেকে মেইল আসা ব্লক করে দিতে পারবেন। যেমন আপনি যদি *@yahoo.com দিয়ে রাখেন তাহলে ইয়াহু সার্ভার থেকে আর কোন মেইল আপনার কাছে আসবে না।
Add Addresses to the Whitelist দিয়ে ব্লক করা মেইল সার্ভার পুনরায় চালু করতে পারবেন।
Forwarders —
অন্য যে কনো মেইল আপনার মেইল থেকে ফরোয়ার্ড করার জন্য এটি। আপনি যদি চান যে আপনার মেইলে যে কোন মেইল আসলে সাথে সাথে আপনার আরেকটি মেইলে সেই মেইলটি ফরোয়ার্ড হয়ে যাবে তাহলে এটি চালু করতে পারেন। অনেক সময় আমরা ডোমেইন এর মেইল চেক করি না তখন এটি করে রাখলে আপনার ডোমেইন এর ই মেইলের মেইল গুলো আপনার অন্য মেইলে চলে যাবে।
Add a Mail Forwarder থেকে একটি মেইল এড্রেস সিলেক্ট করুন যেখানে আপনার মেইল গুলো ফরোয়ার্ড করতে চান। খুব সহজ এটা করা এড ফরোয়ার্ড মেইলে আপার মেইল এড্রেস টি দিয়ে দিলেই হয়ে যাবে।
Remove a Mail Forwarder দিয়ে আপনার ফরোয়ার্ড করা মেইলটি বাতিল করতে পারবেন। শুধু যেই মেইল আগে সিলেক্ট করেছিলেন সেটি ডিলিট করে দিন কাজ শেষ।
Add a Domain Forwarder এটার কাজ ও একি রকম তবে এটি দিয়ে একটি ডোমেইন থেকে আরেকটি ডোমেইনে মেইল গুলো ফরোয়ার্ড করতে পারবেন।
Remove a Domain Forwarder আগের মতই শুধু সিলেক্ট করা ডোমেইন টি ডিলিট করে দিলেই ফরোয়ার্ড বন্ধ হয়ে যাবে।
Auto Responders —
মেইলের অটো রিপ্লাই দিতে এটি ইউস করুন। যদি আপনি চান যে কেউ আপনার মেইলে মেইল করলেই একটি অটোমেটিক মেইল তার কাছে ব্যাক করবে তাহলে এটি চালু করুন খুব ই সহজ কাজ। Auto Responders এ ক্লিক করে প্রবেশ করুন।
Add an Auto Responder এ ক্লিক করুন দেখবেন একটি ফ্রম আসবে। সেখানে আপনার মেইলটি সুন্দর করে লিখে রাখুন। যেভাবে সাধারণ মেইল লিখেন। email ঘর থেকে সিলেক্ট করে দিন কোন মেইলে মেইল করলে এই অটো মেসেজটি প্রেরকের কাছে চলে যাবে। তারপরে সেভ করুন। কাজ শেষ।
Remove an Auto Responder আপনার অটোমেটিক মেইল বন্ধ করতে চাইলে এখানে প্রবেশ করে ডিলিট এ ক্লিক করে দিন মেইলের উপরে যেই মেইল টি আগে অটো সেটআপ করে রেখেছিলেন।
[আজকের মত এখানেই থাক, অবশ্যই অবশ্যই প্রাকটিস করবেন নয়ত পারবেন না। ]
SpamAssassin নিয়ে বিস্তারিত লেখায় অনেক ধন্যবাদ আপনাকে ! আবারো ভালো একটা টিউন !