আজকে রেজিস্ট্রি এডিটর দিয়ে ছোট্ট একটি ট্রিকস দেখাবো। রেজিস্ট্রি এডিটর থেকে কম্পিউটার এর বিশাল একটা অংশ নিয়ন্তন করা যায়। আজকে আমরা দেখবো কিভাবে রেজিস্ট্রি এডিটর থেকে আপনার পিসির USB পোর্ট এনাবল অথবা ডিসাবল করতে পারবেন। অনেক সময় অফিস বা ভার্সিটির পিসিতে ইউএসবি পোস্ট এলাউ করে না সেই ক্ষেত্রে এই ট্রিকস কাজে দিবে। এছাড়াও নিজেও যদি ডিসাবল করে রাখতে চান তাহলেও জেনে রাখুন।
১। প্রথমে –> Run –> এ গিয়ে টাইপ করুন regedit [তারপরে enter দিন]
২। এখন পর্যায়ক্রমে এখানে যাবেন
ক> HKEY_LOCAL_MACHINE
খ> SYSTEM
গ> CurrentControlSet
ঘ> Services
উম্ম> UsbStor
৩। UsbStor তে ক্লিক করে ডান পাশে দেখুন Start নামের একটি value আছে সেটা ডাবল ক্লিক করুন।
৪। “Value data” ঘরের মাঝে 4 লিখে OK ক্লিক করুন যদি ইউএসবি পোর্ট disable করতে চান। 3 লিখলে ইউএসবি পোস্ট টি enable হয়ে যাবে।
এটি ও এক রকম ম্যজিক !!!!
মিল্লা গেলো!
পুদিনা পাতা vai ami post ti kore chilam akbar সফটওয়্যার ছারা ইউএসবি পোর্ট লক আবং আনলক করবেন যেভাবে।http://www.tunerpage.com/archives/14968
তাতে ক্ষতি কি ?