আগন্তুক
শুনেছি সপ্ন যত বড় হয় তা তত তাড়াতাড়ি নাকি ভেঙ্গে যায় .....বোধহয় তাই !! তবুও আমি থেমে থাকি নি ..... হোচট খেতে খেতে শিখেছি ,জীবন অনেক কঠিন ....এখানে আবেগের কোনো মুল্য নেই....এখানে প্রতিটা মানুষ তার নিজেকেই সবচেয়ে ভালোবাসে .....পৃথিবীতে সবচেয়ে বহুরূপী জীব হচ্ছে মানুষ !! ............তাই আমি চেষ্টা করছি একটু ভিন্ন হতে ,আর এ জন্য কেউ বলে পাগল ,কেউ কেউ বলে বোকা !!কিন্তু আমি কিভাবে বুঝাই যে আমি সেই বোকা মানুষটি হতে চাই, যে প্রতিদিন রং বদলায় না .....যে শুধু স্বার্থের পেছনে দৌড়ায় না......যে ব্যস্ত রাস্তায় অন্ধ ভিখারী দেখে একটু থমকে দাড়ায় ...... সেই বোকা মানুষ টি হতে চাই ........
Latest posts by আগন্তুক (see all)
- জটিল কোনও অ্যানালাইসিস ছাড়াই ফরেক্স থেকে আয় করুন - 10/03/2013
- সফটওয়্যার ছাড়া নেট শেয়ার করুন - 15/12/2012
- PC তে LAN দিয়ে multiplayer games খেলতে হেল্প করুন - 12/10/2012
▂ ▃ ▅ ▆ █ HELP HELP HELP HELP HELP HELP HELP HELP █ ▆ ▅ ▃ ▂
♥•♥♥•♥♥•♥ ☜☞ ♥•♥•♥•♥•♥••♥•♥•♥•♥ ☜☞ ♥•♥•♥•♥•♥••♥•♥•♥•♥ ☜☞ ♥•♥♥•♥
৫ টা PC তে LAN এর মাধ্যমে multiplayer এ games খেলার জন্য সুইচ আর তার দিয়ে সংযোগ দিয়েছি ।
Local area connection দেখাচ্ছে connected কিন্তু নিচের নেটওয়ার্ক আইকন এর উপর হলুদ সাইন দেখা যাচ্ছে, properties এ 100 mbps দেখায়, কিন্তু send show করলেও receive 0 দেখায় ।
সবগুলোতে আলাদা আলাদা ip দিয়ে দিয়েছি, এখানে আমার ভুল হতে পারে ।
যা কিছু সব নেট ঘেঁটে করেছি । কিন্তু এখনও কোনও games multiplayer এ খেলতে পারিনি ।
আমার ৫ PC তেই duel core & windows 7 দেয়া ।
এখন আমি কি করতে পারি? যারা এই ব্যাপারে অভিজ্ঞ তাদের কাছে একান্ত ভাবে সাহায্য আশা করছি ।