থিওটোনিয়াস
সাধারন মানের একজন মানুষ, ভুল করি, ভুল স্বীকার ও করি। নিজের দুর্বলতা ঢেকে রাখতে চেস্টা করি না খুব একটা। মানুষকে পর্যবেক্ষন করতে ভালো লাগে। মাঝে মাঝে ব্যাস্ত রাস্তার পাশের কোন মার্কেটের ছাদে উঠে যাই আর নিচের মানুষ দেখি। ব্যাস্ত মানুষ, ছুটে চলা মানুষ দেখতে ভালো লাগে। জীবনের কোলাহল দেখতে ভালো লাগে।
প্রযুক্তি পাগল ছেলে আমি। কবে যে যে শেষ হবে এই পাগলামি ! তা নিজেও জানি না........................হয়ত এর শেষ আছে আবার নাও থাকতে পারে।
Latest posts by থিওটোনিয়াস (see all)
- Advanced System Care 6 beta 3.0 Full Versionডাউনলোড করুন জলদি । - 10/10/2012
- আসুন সি ড্রাইভ এর জায়গা বাড়িয়েনেই - 04/10/2012
- ফ্রী এসএমএস Gadgetএখন আপনার নিজের ব্লগ বা সাইট এ যোগ করুন - 30/09/2012
আমাদের কম্পিউটার এ অনেক ধরনের Junk ফাইল তারপর অনেক ধরনের ময়লা জমে তাই এগুল ডিলিট করার জন্য আপনাদের আমি দিব Advance System Care 6 beta 3.0 version এর এই সফটওয়্যার টি । এটির অন্য Advanced System Care চেয়ে Looking টা অনেক Gorgeous তাই সফটওয়্যার টি এখনি ডাউনলোড করে নিন এবং উপভোগ করুন পিসি তে কোনও ঝামেলা ছাড়াই ।
এই সফটওয়্যারটি ইন্সটল করার পূর্বে আপনার ইন্টারনেট কানেকশন বন্ধ করে নিন।
সফটওয়্যার টির প্রিভিউ দেখুন
১ প্রথমে ডাউনলোড কৃত ফাইল টি Extract করে নিন.
2 এরপর ডাবল ক্লিক করে ইন্সটল করে নিন ।
৩ ইন্সটল শেষে আপনার স্কিন পছন্দ করুন
৪ এরপর একটু অপেক্ষা করুন দেখবেন সফটওয়্যার টি রান হয়েছে ।
৫ এরপর এটিকে ফুল ভার্সন করতে UPGRADE এ ক্লিক করুন ।
৬ UPGRADE এ ক্লিক করার পর একটি বক্স আসবে সেখানে নিচে দেখবেন যে Enter Licence আছে সেখানে আমার দেওয়া লাইসেন্স ফাইল টি ডাউনলোড করে লাইসেন্স টি কপি করে পেস্ট করে দিন এবং Active Now এ ক্লিক করুন।
৭ এরপর ইন্টারনেট কানেকশন চেকিং করবে এবং Error মেসেজ দেখাবে।
৮ ব্যাস একটু অপেক্ষা করুন দেখবেন Full Version হয়ে গেছে।
সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে ।
লাইসেন্স ফাইল টি এখান থেকে ডাউনলোড করুন ।
সফটওয়্যার টির পাসওয়ার্ড পেতে এইখানে যান
darktheo.com
এরকম দরকারি ও বিস্তারিত পোস্ট দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ ।
আপনাকেও ধন্যবাদ.
http://darktheo.com
হুমম … কাজের জিনিস
ভাইয়া এটা নিয়া আমি এক দিনা আগেই টিউন করছিলাম একটু দেখে নিয়েন। গরিব লোকের ভাতে ধুলা দিয়েন না।
ভাই আপনি বলার আগেই আমি Sorry বলেছি.তো তাহলে বলার আর কি হলো বলুন !!