আমরা যারা অনলাইন এ বিচরণ করি ,তাদের সবারই নানা সময় প্রয়োজন পরে ফ্রি ফাইল শেআর এর সাইট গুলি থেকে নানা কিছু ডাউনলোড করা ।কিন্তু বেশির ভাগ সময় দেখা যায় ,একটার বেশি ফাইল ডাউন লোড করা যায় না বা অনেক অনেকক্ষণ অপেক্ষা করতে হয় ।যা নিসন্দেহে বিরক্তিকর ,আবার ওই সাইট গুলি কে টাকা দিয়ে একাউন্ট করাও আমাদের সবার পক্ষে সম্ভব হয় না ।টিউনারপেজ এর নানা কিছু ডাউন লোড করতে গেলেও একই সমসসা তে পড়তে হয় ।সে জন্য ইচ্ছা থাকা সত্তেও তাত্ক্ষণিক অনেক কিছু নামানো যায় না এবং পরবর্তিতে দেখা যায় ওই ফাইল গুলি যখন আমার সময় হয় তত দিনে মুছে ফেলা হয়েছে সার্ভের থেকে ,সাইট কর্তৃপক্ষ যা নিয়মিত করে থাকে ।ই জাতীয় সমস্যা থেকে আশা করি আপনাদেরকে কিছুটা সাহায্য করবে নিচের সাইট গুলি ।যা সরা সরি আপনাকে যত ইচ্ছা এবং যে কোনো সাইট থেকে যে কোনো আকারের ফাইল ডাউন লোড করতে সাহায্য করবে সম্পূর্ণ ফ্রি ।বিস্সাস হচ্ছে না ?তাহলে চলুন এখুনি পরীক্ষা করা যাক ।আর মিডিয়া ফায়ার এর জন্য আফসোস করতে হবে না আপনাদেরকে ।কিন্তু একটি কথা আছে ,ই পোস্টটি যদি আপনাদেরকে একটু হলেও উপকার করে বা আপনাদের ভালো লাগে ,আমার একটাই অনুরোধ দয়া করে এই লিঙ্ক এ গিয়ে টিউনার পেজ সম্পর্কে ২ টি লাইন রিভিউ লিখবেন ।আমার বিশ্বাস আপনারা এইটুকু সাহায্য আমাদেরকে করবেন ,ধন্যবাদ সবাইকে ।
রিভিউ লেখার লিঙ্ক : http://www.alexa.com/siteinfo/www.tunerpage.com?p=rwidget
এই লিঙ্ক এ যাওয়ার পর Review Option এ ক্লিক করে Write a Review তে ক্লিক করে রিভিও দিতে হবে। Alexa তে Review দিতে হলে আপনাকে আপনার Alexa বা Facebook Login করে Review দিতে হবে, ধন্যবাদ। ( এই টেক্সটি চিন্তিত পথিক ভাইয়ের পোস্ট থেকে সংকলন করা হলো )
LEECH FACTORY – [ CLICK HERE ]
PETA LEECH – [ CLICK HERE ]
আপনাদের বুঝার সুবিদার্থে ধারা বাহিক ভাবে কিছু ছবি নতুন করে উপস্থাপন করলাম ।যা দেখে সহজেই বুঝতে পারবেন ঠিক কি করে ডাউনলোড করতে হবে ।এখানে যে ৩ টি সাইট আছে এর মধ্যে আমার কাছে “ফ্রি লিচ “সাইট টি বেশী ভালো মনে হয়েছে ।১৫ গিগা বাইট পর্যন্ত সেভ করে রাখতে পারবেন ।এখন প্রথমে আমাদেরকে নাম রেজিস্ট্রি করতে হবে এবং লগিন করতে হবে ।এর পরে ” লিচ” বাটন এ ক্লিক করলে একটি বক্স আসবে যেখানে আপনার ডাউনলোড করার ফাইল এর লিঙ্ক টি রাখতে হবে ।এর পরে আপ লোড বাটন এ ক্লিক করতে হবে এবং ছবির মত করে অনুসরণ করুন ,তাহলেই হবে ।ডাউনলোড ফাইলটি আপানর একাউন্ট এর মাই ফাইল এ সেভ হয়ে থাকবে ।ওখান থেকে বা বক্স এর লিঙ্ক থেকে ক্লিক করে ডাউন লোড করতে হবে ।ডাউনলোড শেষ হলে মাই ফাইল থেকে ফাইল টি মুছে ফেলতে পারেন ।ধন্যবাদ, আশা করি এখন অনেকটা সহজ হবে বুঝার জন্য ।
অনেক সুন্দর পোস্ট। সেই সাথে আপনাকে হাফ সেঞ্চুরির শুভেচ্ছা। প্রথম দুইটা লিঙ্ক আমার অনেক কাজে লেগেছে । ধন্যবাদ ।
অভিনন্দন ! ৫০ তম টিউন উপলক্ষে ! আর এটা আমার অনেক কাজে লেগেছে টিউনটা !
ভাই lech factory তে account খুললাম but download dite partichina ektu help koren plzzzzzzzzzzzzzzzzzzz
নতুন করে বেশ কিছু ছবি আপলোড করা হলো এবং বিস্তারিত লেখা হলো কি করে কি করতে হবে।আশা করি এবার আপনার বুঝতে অসুবিধা হবে না।এখানে আর একটি কথা, মৃত লিঙ্ক কাজ করবে না ,ধন্যবাদ।
সবাইকে ধন্যবাদ মন্তব্যের জন্য ,মিডিয়া ফায়ার এর প্রিমিয়াম নাই আমর কাছে :( তবে যে কোনো সাইট থেকে ফাইল নিশ্চিন্তে নামাতে পারবেন উপরের সাইট গুলি থেকে ।তবু যদি যোগার করতে পারি ,অবশ্শই জানাবো আপনাদেরকে :)
vai amar akta mediafire ar premium acount dorkar
ধুসর ভাইকে আমার টিউন টি পুনরায় রিভিউ করার জন্য ধন্যবাদ
bhai nediafire er ekta premium account den na…….amar dorkaar bhai,,,,,,,
ধূসর ভাইয়ের আজ ৫০তম টিউন হয়েছে। এই উপলক্ষ্যে একটা অনুষ্ঠানের আয়োজন করা যাক, কি বলেন?
টিউনটি অনেক সুন্দর হয়েছে। অনেক ভাল লেগেছি। আশা করি সবারই অনেক উপকার হবে। :D