VPN যার মানে হচ্ছে Virtual Private Network বলতে গেলে এটি একটি সুরক্ষা ব্যবস্থা। ইন্টারনেট এ নিজিকে সুরক্ষা রাখার এক অসাধারণ ব্যবস্থাপনা এটি। কিছু restricted সাইট এবং remote users থেকে নিজেকে গোপন করে রাখুন। ভিপিএন দিয়ে আরেকটা কাজ খুব সহজে করা যায়, যে কনো সাইটে যদি আপনার ব্যান করে দিয়ে থাকে অথবা সাইট যদি আপনার দেশের জন্য ব্লক করা থাকে অথবা অনেক অফিসে অনেক সাইট ইউস করার পারমিশন না দিয়ে থাকলে খুব সহজে ভিপিএন দিয়ে যে কনো ব্লক হয়ে থাকা সাইট ভিসিট করতে পারবেন। ভিপিএন ফ্রী খুব ই কম পাওয়া যায়। আজকে ৯টি ফ্রী ভিপিএন শেয়ার করলাম। সহজ ভাবে বলতে গেলে ভিপিএন আপনার আইপি এড্রেস গোপন করে রাখে। অনেকটা হাইড আইপির মতন কাজ করে। ভিপিএন ইউস করলে কেউ আপনাকে সহজে ট্রেস করতে পারবে না।
1. UltraVPN
2. CyberGhost
[Update – Still 1GB of free access available]
3. Hotspot
4. JAP aka JonDo
5. GPass
6. LogMeIn Hamachi
7. Its Hidden
8. Packetix.NET
19. HideipVPN
আমি বিবিসি পর্যবেক্ষক জন্য http://www.superbvpn.com/vpn-uk ব্যবহার এবং সব কাজ করে মহান.
বাহ দারুন, অনেক ধন্যবাদ আপনাকে.
অনেক ধন্যবাদ। প্রিয়তে।
বাহ বাহ দারুন পোষ্ট! আপনাকে ১ বস্তা ধন্যবাদ। ভাল থাকবেন।
প্রথম ভি পি ন উলত্রাতে আমার সারভার দাউন দেখাই তাই নিবন্ধন করতে পারছি না ?কি করব ?
অনেক ধন্যবাদ
পুদিনা ভাই আপনার পোস্ট টা কিন্তু দারুন হয়েছে ।
ভাই একটি সমস্যা,আমি যখন টিউনার পেজে কিছু লিখি তখন লেখা অস্পষ্ট দেখায় ফলে বানানে সমস্যা হয়।অবশ্য লেখা স্পষ্ট হয় ওকে করলে তখন আমি দেখতে পারি বানান ভূল।ঠিক করা সময়সাপেহ্ম বা জটিল হয়ে যায়।কিছু একটা উপায় বলুন—–ধন্যবাদ
আপনি যখন লেখেন, তখন একটু ভাল ভাবে খেয়াল রাখবেন, তাহলে আর ভুল হবে না।
আমার ও একি সমস্যা অভ্র এর ওয়েবসাইট এ এটা নিয়ে এক্টা পোস্ট দেখেছিলাম । সেই অনুযায়ী কাজ করলাম।লাভ হল না।
এটি দেখুন : http://www.tunerpage.com/archives/7975
আপনাকে অনেক ধন্যবাদ,এটি একটি চমৎকার টিউন।ভাই যে কোন একটির স্কিনর্ট সহকারে উপস্থাপন করলে আরো বেশী খিশী হতাম।শিভেচ্ছা রইল
৯ টি ইইইইইইইই
অনেক ধন্যবাদ ।
goood..
অনেক অনেক অনেক ধন্যবাদ …আমি CyberGhostvpn ব্যবহার করি । সাথে আরো কিছু শেয়ার করার জন্য ধন্যবাদ ।।।
আরে দারুন তো !