গেমওয়ালা
Latest posts by গেমওয়ালা (see all)
- গ্রামীণফোনের নিষিদ্ধ নেট!! ২জি এবং ৩জি (পিসি/এন্ড্রয়েড) - 13/10/2014
- গেমস জোন :: ভাইস সিটি স্টোরিস – পিসি সংস্করণ! (২০১৪) - 07/10/2014
- গেমস জোন :: ভাইস সিটি গেমওয়ালা এডিশন!! - 28/09/2014
হ্যালো!! কেমন আছেন আপনারা? নিয়ে এলাম গেমস জোনের নতুন পর্ব। আজকের রিভিউ জোন এ থাকছে আমার খুউব পছন্দের শুটিং গেমস সিরিজ “হালো” এর সর্বশেষ গেমস হালো: এনিভারসারি। হালো একটি ফার্ষ্ট পারসন শুটিং গেমস সিরিজ। যেটি ২০০১ সালে Halo: Combat Evolved দিয়ে শুরু হয়েছিল। গত বছরে (২০১১) বাজারে এসেছে হালো সিরিজের ১০ম বর্ষ পূর্তি উপলক্ষে সিরিজের ১ম গেমসটির রিবুট Halo: Combat Evolved Anniversary.
Halo: Combat Evolved Anniversary / Halo: Anniversary / HALO: CEA একটি ফার্স্ট পারসন শুটিং ভিডিও গেমস যেটি হালো বিশ্বমন্ডলে তৈরি এবং গেমটি ২০০১ সালের Halo: Combat Evolved গেমটির রিমেক। গেমসটি সিরিজের ১০তম গেমস। গেমসটি শুধুমাত্র এক্সবক্স ৩৬০ গেমস কনসোল এর জন্য ২০১১ সালের ১৫ই নভেম্বর বাজারে আসে। গেমটি স্টোরি লাইন সিরিজের ১ম গেমসটির মতো। শুধু মাত্র গ্রাফিক্স, সাউন্ড, মাল্টিপ্লেয়ার এগুলোতে ব্যাপক পরিবর্তন এসেছে। এছাড়াও এক্সট্রা সাব-মিশনও যু্ক্ত করা হয়েছে গেমসটিতে।
Halo: Combat Evolved Anniversary
Developer:
343 Industries,
Saber Interactive,
Certain Affinity,
Bungie.
Publisher:
Microsoft Studios
Series:
HALO
Engine:
Saber3D engine v.S3
Platforms:
Xbox 360
Release Date:
November 15 – 17, 2011.
Genre:
First -person Shooter
Mode:
Single Player,
Multiplayer,
Cooperative,
Campaign,
Forge,
Theater.
Trailer:
www.youtube.com/watch?v=U95yDEhEUl8
www.youtube.com/watch?v=eOjED8my8iA
Halo একটি multi-billion dollar fiction video game franchise যেটি Bungie কোম্পানি দ্বারা তৈরি এবং যেটি এখন 343 Industries দ্বারা পরিচালিত হচ্ছে এবং এটি Microsoft Studios ক্রয় করে নেয়।
গেমটি একটি শুটিং গেমস। যেখানে আপনাকে ফাষ্ট পারসন শুটিং হিসেবে খেলতে হবে।
গেমটির গল্প হচ্ছে মানব জাতি এবং এলিয়েন দের মধ্যে যুদ্ধ নিয়ে। এলিয়েন দের বলা হয় Covenant.
আর গেমটিতে আরেক সমপ্রদায় আছে যাকে Flood বলা হয়। ফ্লাড এলিয়েনগুলো অনেকটা ভৌতিক টাইপের।
গেমটিতে আপনাকে একটি cybernetically enhanced human super-soldier যাকে গেমে Master Chief বলে ডাকা হয় এই চরিত্রে খেলতে হবে।
আপনার সাথে মানে Master Chief এর সাথে থাকবে তার ফোর্স Artificial Intelligence (AI) companion.
গেমটির নাম এবং গেমটির মধ্যে Halo শব্দটি এসেছে Halo Mega Structures থেকে। এটি হলো একটি বিরাট রিং বিশ্ব।
গেমসটি মূলত মাইক্রোসফট গেম কনসোল এক্স.বক্স এর জন্য নির্মিত। গেমস সিরিজের প্রথম গেমটির সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা দেখে মাইক্রোসফট গেমটির সিকুয়াল বানানোর পরিকল্পনা করে। বর্তমানে গেমস সিরিজের ৮ তম সিকুয়াল তৈরি হচ্ছে। যেটি এ বছরের নভেম্বর ৬ (২০১২) তে বাজারে আসার কথা রয়েছে।
এ পযর্ন্ত গেমস সিরিজের ৭টি গেম রিলিজ হয়েছে এবং এদের মোট ৪০মিলিয়ন কপি সারাবিশ্বে বিশ্বে বিক্রি হয়েছে যাদের আনুমানিক মুল্য ৩ বিলিয়ন মার্কিন ডলার।
গেমটির গল্প পরিচালনা করেন জনপ্রিয় কার্টুন সিরিজ Star Wars এর লেখক Brian Bendis.
হালো এনিভারসারি গেমসটির গেম-প্লে অনেকটা সিরিজের ১ম গেমসটির মতই। তবে নতুন কিছু আপডেট যুক্ত করা হয়েছে। যেমন আপনি চাইলে যখন খুশি গেমসটির অরিজিনাল (২০০১সালের) গ্রাফিক্স মোড এবং রিমেক গ্রাফিক্স মোড এ সুইচ করতে পারবেন একটি মাত্র বাটন চেপে। সিরিজের ১ম গেমসটি ল্যান ছাড়া অন্য নেটওর্য়াক এ খেলা যেত না। তবে এই গেমসটিতে আপনি আরেকজনকে সাথে নিয়ে স্টোরি লাইন খেলতে পারেন। মাল্টিপ্লেয়ার এ রয়েছে ৭টি ম্যাপ। ৬টি অরিজিনাল হালো থেকে এবং আরেকটি হালো ২ গেমস থেকে রিমেক করা হয়েছে। সবগুলো ম্যাপেই আপনি অরিজিনাল এবং রিমেক গ্রাফিক্স উভয় দিয়ে খেলতে পারবেন।
নিচের দুটি ছবিকে ভাল করে দেখুন। প্রথমটির বাম পাশে রিমেক ভার্সন টি এবং ডান পাশে অরিজিনাল ২০০১ সালের ভার্সন।
এবং এখানে নিচের টা অরিজিনাল হালো গেমসটির গ্রাফিক্স। আর উপরের টায় রিমেক করা এনিভারসারি ভার্সন। সম্পূর্ণ গেমসটির গ্রাফিক্স নতুন করে বানানো হয়েছে।
গেমটির সাউন্ড ও রিমেক করা হয়েছে। তবে স্টোরি লাইন এর সাউন্ড গুলো রিমেক করা হয়নি। সাথে রয়েছে এডিশনাল নতুন নতুন ট্রাক।
ইশশ! হালো ১ এবং হালো ২ পিসি ভার্সন এর জন্য তৈরি করা হয়েছে। বাকি আট আটটি গেমস এবং আপকামিং হালো সিরিজগুলো শুধুমাত্র এক্সবক্স ৩৬০ গেমস কনসোল এর জন্য তৈরি। পিসি ভার্সন তৈরি করলে কি যে ক্ষতি হত আল্লাহই জানেন। হালো গেমসটি ক্রাইসিস এর থেকেও অনেকগুণ ভাল।
যাই হোক। আশা করি সামনে এক্সবক্স ৩৬০ এর পিসি কনসোল বের হবে (এখন বের হয়েছে কিনা জানি না।) । তখন হয়তো কনসোল দিয়ে খেলতে পারবো সিরিজের গেমসগুলো।
আশা করি আজকের রিভিউ টি আপনাদের ভাল লেগেছে। সামনের পর্বগুলোতে আরো জটিল এবং মজার মজার সবগেমস নিয়ে আমি গেমওয়ালা হাজির হব টিউনারপেজেই। ততক্ষণ ভাল থাকবেন এবং অবশ্যই মেপে মেপে গেমস খেলবেন। অতিরিক্ত গেমস চোখ, ব্রেইন এবং পিসির জন্য ক্ষতিকর।
:roll: :roll: :roll: :roll:
ধন্যবাদ।
:D :D :D :D :D :D :D :D