Latest posts by সফটওয়্যার (see all)
- নিয়ে নিন নতুন Google Chrome Browser। - 11/10/2012
- ভারতে খুব শীঘ্রই এক গিগাবিট গতির ইন্টারনেট সেবা চালু হচ্ছে - 09/10/2012
আসসালামু আলাইকুম।সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।দেরি না করে কাজের কথায় আসি।২০১৩ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ভারতের নয়টি শহরের আবাসিক ব্রডব্যান্ড ব্যবহারকারীরা এক গিগাবিট ডাউনলোড গতি পাবে বলে জানিয়েছে টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণকারী সংস্থা রেডিয়াস ইনফ্রাটেল।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রাজনিশ ওয়াহি বলেন, “আগামী ৬-৯ মাসের মধ্যে বিশ্বমানের ১০০০ মেগাবিট বা ১ গিগাবিট গতির পরিকল্পনাগুলো ভারতের আবাসিক গ্রাহকদের কাছে পৌঁছে দেয়া হবে। এ ধরণের সংযোগ ব্যবহারকারীকে ২ ঘণ্টার একটি সিনেমা মাত্র ৩০ সেকেন্ডে ডাউনলোড করার সুযোগ দিবে।”
এ সময় তিনি হাই ডেফিনিশন সংস্করণের দুই ঘণ্টার একটি সিনেমার আকার ২.২ গিগাবাইট বলে উল্লেখ করেন।
বিশ্লেষকদের মতে বর্তমানে যে গতি বিরাজ করছে তাতে এ আকৃতির একটি সিনেমা ডাউনলোড করতে এক ঘণ্টার বেশি সময়ের প্রয়োজন হবে।
তবে কোন ব্রডব্যান্ড সেবা প্রদানকারী সংস্থা এবং কোন কোন শহরে এই উচ্চ গতির সেবা পাওয়া যাবে সে ব্যাপারে কোন তথ্য ওয়াহি প্রকাশ করেন নি। এ ব্যাপারে আলোচনা চলছে এবং গুরগাও অঞ্চলে নেটওয়ার্ক সংস্থাপনের কাজের সমাপ্তি ঘটেছে বলে উল্লেখ করেন।
রেডিয়াস নেটওয়ার্ক ভারতের বিভিন্ন রিয়েল স্ট্রিট কোম্পানির সাথে কাজ করছে বলে জানিয়েছে এবং ভারতের প্রায় তিন লক্ষ গৃহে তাদের নেটওয়ার্ক পৌঁছে গেছে। যে সকল শহরে প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক সচল সেগুলো হচ্ছে দিল্লি, গুরগাও, নৈদাম গ্রেটার নৈদা, এবং ইন্দিরাপুরাম। খুব শীঘ্রই বেঙ্গলর, চেন্নাই, পুনা, মুম্বাই এবং চণ্ডীগড় এই নেটওয়ার্কের আওতায় আসবে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কুলদিপ গয়াল।
ভারতে ভারতী এয়ারটেল এবং টাটা টেলেসার্ভিস বর্তমানে ৫ হাজার রূপির বিনিময়ে ১০০ মেগাবিট গতির ইন্টারনেট সেবা দিয়ে থাকে।
ভাল লাগলে কমেন্ট করবে আর নতুন ব্লগ সাইট থেকে ঘুরে আসবেন।
amar net er speed akhon 25 mbps ai speed pachche ami akhon kolkata te 1gb ela setao akbar use kore dakhbo apnar information er jonno dhonobad
হায়রে বাংলাদেশ।
পৃথিবীর অন্যান্য দেশে এতো বেশি নেট স্পিড, আর আমরা এখনও পড়ে আছি ২৫৬ কেবিপিএস স্পিডে…
আমাদের দেশে কবে আসবে?
আমি এই রকম গতির ইন্টারনেট বানামু :D
onno rhaster kota koyle amader kaj hobe na.amader ja ache ta niyey cholte hobe.
Bangladesher Mp.Montrira to sodo mamla niye besto. Tader dorkar sodo thaka are thaka.
মাইনষের টা শুইনাই শুধু কপাল ঠুকাই । আমাদের দেশে এটা যেন এখনও অসম্ভব বস্তু ।
shobar hoiwache tome amader kome home mamu? Ebar ki amader hobe?
আমাদের কি হবে ?
আমাদের দেশে কি কখনও হবে?
অপেক্ষায় রইলাম………