গেমওয়ালা
Latest posts by গেমওয়ালা (see all)
- গ্রামীণফোনের নিষিদ্ধ নেট!! ২জি এবং ৩জি (পিসি/এন্ড্রয়েড) - 13/10/2014
- গেমস জোন :: ভাইস সিটি স্টোরিস – পিসি সংস্করণ! (২০১৪) - 07/10/2014
- গেমস জোন :: ভাইস সিটি গেমওয়ালা এডিশন!! - 28/09/2014
কেমন আছেন? আজকের গেমস জোনের প্রিভিউ তে থাকছে আমার খুউব প্রিয় একটি ক্ল্যাসিক শুটিং ভিডিও গেমস “ডুম”’ সিরিজের “রিবুট” গেমস: “ডুম ৩ বিএফজি এডিশন”। :D
ডুম ২ গেমটি ১৯৯৪ সালে রিলিজ পায়। সেটি অনেকেই খেলেছেন। আমিও। তবে ডুম ৩ (২০০৫) গেমসটি বাংলাদেশের বাজারে এখানো আমি পাই নি। ৩ বছর ধরে খুজঁতেছি। পাই না। যাই হোক এ বছরের অক্টোবর ১৬ (২০১২) তে মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩ এবং এক্স বক্স ৩৬০ গেমস কনসোল এর জন্য রিলিজ পাবে। ডুম ৩ এর কাহিনীর আদলে বিএফজি গেমসটি বানানো। পার্থক্য শুধুমাত্র গ্রাফিক্স এবং সাউন্ড এ। তাহলে আমি ডুম ৩ নিয়েই আলোচনা করি। তবে ক্রিণসুট গুলো বিএফজি এর দিব।
Doom 3: BFG Edition
Developer:
id Software,
Splash Damage,
Vicarious Visions,
Publisher:
Bethesda Softworks
Activision (for original Doom 3)
Distributor:
Activision
Series:
Doom
Engine:
id Tech 4
Platform:
Windows,
Linux,
Mac OS X,
Xbox,
Xbox 360,
PlayStation 3
Release Date:
October 16, 2012.
August 03, 2004 (original Doom 3)
Genre:
First-person Shooter.
Survival Horror
Mode:
Single and Multiplayer.
System Requirements:
Core 2 Duo 2.66GHz,
WinXP / Win7,
2GB RAM (XP), 4GB RAM (Seven),
512MB Graphic,
6GB Free HardDisk Space,
DirectX 9.0c,
Shader Model 3.0
গেমসটি ডুম গেমস সিরিজের রিবুট। ডুম ৩ গেমসটির পটভূমি হিসেবে রয়েছে ২১৪৫ সালের মারস এ। যেখানে একটি মিলিটারি সংস’া একটি বিজ্ঞানিক রিসার্জ করছে টেলিপোর্টগ্রাফি, বায়োলজিক্যাল রিসার্জ এবং এ্যাডভান্স অস্ত্রের উপর। বিজ্ঞানিদের অসর্তকতাবশত টেলিপোর্টগ্রাফি টেস্ট করতে গিয়ে টেলিপোর্টটেশন হেল (জাহান্নাম) এর সাথে মারস এর যোগাযোগ করে দেয়। এতে হেল এর ডিমন গুলো মারস এর প্রবেশ করে। প্লেয়ার হিসেবে আপনার কাজ হলো এইসব ভয়ংকর ডিমনদের মারস এবং পৃথিবীতে প্রবেশ বন্ধ করার উপায় খোঁজা। এর জন্য যুদ্ধ তো করতেই হবে। তবে এই যুদ্ধ এখানেই শেষ নয় . . . . . . যুদ্ধটি সামনের সিরিজ “ডুম ৪” তেও চলমান থাকবে।
গেম–প্লে:
যারা ডুম সিরিজের আগের গেমসগুলো খেলেছেন তারা তো জানেনই। ডুম ৩ একটি স্টোরি ভিত্তিক হরর একশন গেমস যেটি প্লেয়ার কে ফার্স্ট পারসন ভিউ তে খেলতে হবে। সিরিজের আগের গেমসগুলোর মতই, ডুম ৩ তে আপনাকে অনেকগুলো “লেভেল” পার করতে হবে বিভিন্ন ধরণের ডিমন কে মেরে। যারা আপনার উপর হামলা করবে। ডুম সিরিজের এই গেমসটিতে প্রথম বারের মতো নন-প্লেয়ার ক্যারেক্টার ও থাকছে। যাদের সাহায্যে ইন-গেম এ আপনি অস্ত্র, চাবি ইত্যাদির ভান্ডার সহজেই খুঁজে পাবেন। অস্ত্র হিসেবে পাবেন সাবমেরিন গান, শটগান, মিলিটারি গ্রেণেড, প্লাজমা গ্রেনেড এবং ট্রডিশলান বিএফজি ৯০০০ এবং চেইনসো । ডিমন গুলো আপনার উপরে বিভিন্ন ভাবে আক্রমণ করবে। এক একটি ডিমন এর এক এক রকম ক্ষমতা এবং শক্তি। সাথে বস তো থাকছেই। তবে ডুম ৩ গেমসটিতে ২ ধরণের শত্রু পাবেন। জুমবিস এবং ডিমন। জুমবিস হলো মানুষ যারা ডিমনদের কামড়ে জুমবিস হয়েছে। যারা আপনাকে আক্রমণ করে তাদের হাত দ্বারা, পড়ে থাকা বিভিন্ন অস্ত্র দ্বারা। এবং ডিমন হলো হেল এর তৈরি দৈত্য। এদের অধিকাংশ আপনাকে বাতাসের বেগে আক্রমণ করবে। আক্রমণ হিসেবে মুখ এবং হাত দিয়ে ছোঁড়া ফায়ারবল থাকবে ক্ল্যাসিক অস্ত্র হিসেবে। ডিমন গুলো মেরে ফেলার পরই ছাঁই হয়ে যায়।
গেমটির অধিকাংশ লেভেল অন্ধকার। মানে লাইট বা আলো নেই। এখানে আপনাকে অস্ত্রের টর্চলাইট (ফ্ল্যাশলাইট) ব্যবহার করতে হবে (যেটি অরিজিনাল ডুম ৩ তে নেই)। উন্নত মানের গ্রাফিক্স ব্যবহার করায় অনেকের কাছেই গেমসটি মারাত্মক ভয়াবহ বলে (বিশেষ করে ছোটদের কাছে)।
অরিজিনাল ডুম ৩ রিলিজ হয় জুলাই ১৪, ২০০৪ সালে। ব্যাপক জনপ্রিয়তা পায় গেমসটি। ২০০৭ সাল পর্যন- অরিজিনাল ডুম ৩ গেমসটির ৩.৫মিলিয়ন কপি বিক্রি হয়। এরপর এপ্রিল ০৩, ২০০৫ সালে ডুম ৩: রিসুকেক্টশন অফ ইভিল মুক্তি পায়। একই সালে (২০০৫) ডুম সিরিজের একটি মুভি ও রিলিজ পায়। সেখানে অভিনয় করেছেন দ্যা রক ।
সর্বশেষ আপডেড অনুযায়ী, ২০১৪- ২০১৫ সালে পরবর্তী প্রজন্মের গ্রাফিক্স নিয়ে ডুম সিরিজের পরবর্তী গেমস ডুম ৪ আসছে। যেটি খেলতে হলে আপকামিং কোর প্রসেসর কোর আই ৯ লাগবে।
আশা করি আজকের গেমস জোন আপনাদের ভাল লেগেছে।
সামনের পর্বে আপনাদের জন্য থাকছে আরো মজার মজার সব গেমস।
আজকের গেমস জোন এখানেই শেষ করছি।
ধন্যবাদ।
ধন্যবাদ শেয়ার করার জন্য
amake oneke game kur bole dhake.
Aro game post koren.
ami atar pagol.share korar jonno thanks.