Latest posts by দীপ্ত দাস (see all)
সবাই আমার সালাম/নমষ্কার গ্রহণ করবেন । আশা করি সবাই ভালো আছেন ???? আজ হাজির হলাম একটি জটিল কাজের সফটওয়্যার নিয়ে। সফটওয়্যারটি আমার বেশ ভালো লেগেছে তাই সবার সাথে শেয়ার করলাম। এটি একটি উন্মুক্ত ফ্রী সফটওয়্যার। তাহলে আসুন সফটওয়্যারটির কার্যকারিতা দেখি।
কম্পিউটারের সব ধরনের নিরাপত্তা বজায় রাখতে কার্যকরী সফটওয়্যার স্পাইওয়্যার ব্লাস্টার। সফটওয়্যারটি কম্পিউটারের অনাকাঙ্ক্ষিত কুকিস থেকে মুক্তি দিতে সহায়তা করবে। এটি একই সঙ্গে ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোমসহ প্রায় সব ব্রাউজারে থাকা অ্যান্টি স্পাইওয়্যারের বিরুদ্ধে কাজ করতে সক্ষম। কম্পিউটারের গুরুত্বপূর্ণ তথ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সব প্রোফাইলের পাসওয়ার্ড হ্যাকারদের নজরদারি থেকে নিরাপদে রাখতেও সক্রিয় এটি। ম্যালওয়্যার আছে এমন সাইটে ঢুকতে চাইলেও স্বয়ংক্রিয়ভাবে বিরত রাখবে এটি। এছাড়া ক্ষতিকারক ওয়েব পেজ, ভাইরাস ফাইল ও কুকি নিয়ন্ত্রণেও অসাধারণ স্পাইওয়্যার ব্লাস্টার। ৩.১ এমবি আকারের জাভাকুল সফটওয়্যার দ্বারা নির্মিত ৪.৬ সংস্করণের নতুন এই সফটওয়্যারটি। এটি উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ৭ সহ সব ধরনের উইন্ডোজ অপারেটিং সিস্টেম সমর্থন করবে।
ধন্যবাদ/
kajer tune korlen.
Share korar jonno donnobad.
ধন্যবাদ ভাই ।