জ্বী, Winzip, Winrar কোন কিছুই লাগবে না। সরাসরি অনলাইনেই 7z, ZIP, GZIP, BZIP2, TAR, RAR, CAB, ISO, ARJ, LZHCHM, Z, CPIO, RPM, DEB এবং NSIS ফাইল আনজিপ করে ফেলতে পারবেন। এবং আনজিপ করা ফাইল থেকে আলাদাভাবে যে কোন ফাইল ডাউনলোড করতে পারবেন। এছাড়া ও অন্য যে কোন ফরম্যাটের কম্প্রেস করা ফাইলকে ZIP ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। অনলাইনে করে লাভ কি হবে?
নিচের বিষয়গুলো ভেবে দেখুন:
১. আপনাকে কেউ খুব দরকারী একটা ফাইল rar ফরম্যাটে জিপ করে মেইলে পাঠাল কিন্তু আপনি যে পিসিটা ব্যবহার করছেন সেটাতে Winrar ইনস্টল করা নেই।
২. অনেক বড় একটা জিপ ফাইল ডাউনলোডের জন্য দেওয়া আছে যার মধ্যে ১০০ টা ই-বুক আছে। এর মধ্যে আপনার কাজে আসবে ৫/৬টা ই-বুক বাকিগুলো তেমন কোন কাজে আসবে না। ফাইলটা এত বড় যে পুরোটা ডাউনলোড করা আপনার পক্ষে সম্ভব ও না।
উপরে উল্লেখিত সমস্যা দুটোর সঠিক সমাধান হতে পারে অনলাইনে আনজিপ করা। আসল কথাই বলা হয়নি, এই সুবিধাটা বিনামূল্যে পাবেন wobzip ওয়েবসাইটে।
সুপারব অনেক কাজে লাগবে
ধন্নবাদ
দারুন। ধন্যবাদ।
এটা বেশ কাজের একটা টিউন, আচ্ছা টেস্ট করে পরে আরো জানাচ্চি ..//
“জানাচ্চি” বানান ভুল, ও আচ্ছা এটা তো আমিও ভুল করেছি দেখছি :)
এটা বেশ কাজের একটা টিউন, আচ্ছা টেস্ট করে পরে আরো জানাচ্চি !