আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম গ্রাফিক্স টিউটোরিয়াল ক্লাসে। কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই-কাঠি)। চলুন শুরু করি আজকের টিউটোরিয়াল। তার আগে দেখে নিই কি হবে।
ধাপ ১- Wacom এর ভিত্তি তৈরি
- একটি নতুন ডকুমেন্ট নিন। এর সাইজ হবে 512×512 px, RGB, 72 dpi এবং সাদা ব্যাকগ্রাউন্ড।
- এবার ফরগ্রাউন্ড কালার কালো নিন ও rounded rectangle tool টি নিন।
- এবার উপরের ফরম্যাটিং বার থেকে 5 px radius দিন।
- এবার এটির ছায়া তৈরি করুন। নিচের সেটিং অনুসারে।
ধাপ- ২
- একটি নতুন লেয়ার নিন।
- এবার লেয়ারটিকে সাদা রং দিয়ে ফিল করুন।
- Filter > Noise > Add Noise এ যান। এবার নিচের মতো সেটিং করুন।
ধাপ- ৩
- এবার ctrl+alt+G কীগুলো একসাথে চাপনু, তাহলে উক্ত লেয়ারের মাস্ক অপশন চালু হবে।
- এবার Blending opitions >>> Blend Mode >>> Multi দিন ও opacity এ 50%. দিন।
ধাপ ৪- 3D তে দেখানো
- এখন এটিকে একদম সমতল দেখাচ্ছে। মূলতঃ এটি এখন আছে 2D rectangle তে। এখান একে 3D তে নিয়ে যাব।
- একটি নতুন লেয়ার নিন।
- এবার gradient টুলটি নিন ও ট্রান্সপারেট নির্বাচন করন। এখান থেকে Opacity>>> 2% দিন।
ধাপ – ৫
- এবার অন্য আরেকটি পাশে আরেকটি gradient আাকুন। নিচের ছবির মতো করে করুন।
ধাপ- ৬
- এবার a black rectangle টুল নিয়ে অপাসিই ২০% দিন ও নিচের মতো করুন।
ধাপ ৭- বাটনগুলোকে পৃথক করা
- এবার ওয়েকেমের প্যানেলের উপরে আমরা কিছু ঘর তৈরি করব। আর এই ঘরগুলো সাদা ও কালো রং দিয়ে তৈরি করব।
- আর টিপসটাকে বলে3D shape!
- নতুন একটি লেয়ার তৈরি করুন।
- এবার pencil tool টি নিন। diameter 1 px, opacity 70%, এবং কালো রং দিয়ে লাইন আঁকুন।
- এবার এর নিচে আরেকটি লাইন আঁকুন, এর50% opacity দিয়ে।
ধাপ- ৮
- এবার নিচের মতো করে আরও কয়েকটি লাইন আঁকুন।
ধাপ ৯- Scroll Area
- এবার আমরা একটি বড়scroll area তৈরি করব।
- এবার ellipse tool টি নিন ও এবার নিচের মতো করে একটি বৃত্ত আঁকুন।
- এবার নিচের মতো করে blending options ঠিক করুন।
ধাপ- ১০
- এবার আগের বৃত্তের ভিতরে আরেকটি বৃত্ত আঁকুন ও এটি Blending Options নিচের মতো করে করুন।
ধাপ ১১
- এবার polygon tool টি নিন ও উপরের ফরম্যাটিং বার থেকে 3 sides করুন। এবার নিচের মতো করে ২টি ত্রিভুজ আঁকুন।
ধাপ- ১২
- এবার scroll area এর ভিতরে একটি বৃত্ত আঁকুন।
- এবার বৃত্তের চারদিক দিয়ে Pen Tool দিয়ে পাথ তৈরি করুন।
- এবার ctrl+C ও ctrl+V চাপুন।
- এবার এটিকে ডান দিকে কিছু নিয়ে নিচে নামান। এবার উপরের অপশান বার থেকেsubtract নির্বাচন করুন। এবার একটি crescent shape তৈরি করুন।
- এবার আরেকটি নতুন পাথ তৈরি করেcrescent অংশটি মুছে ফেলুন।
ধাপ- ১৩
- এবার crescent layer টি ডুফলিকেট করুন।
- এবার এটিকে scroll area অপর পাশে নিয়ে যান।
- এবার Ctrl + T চাপুন। এবার মাউসের রাইট বাটন ক্লিক করেFlip Vertical এ ক্লিক করুন।
ধাপ- ১৪
- এবার নিচের মতো করে FN1 ও FN2 লিখুন। ও নিচের মতো করে blending Options এর সেটিং করুন।
ধাপ ১৫
- এবার আমরাnext ও previous button তৈরি করব।
- এজন্য চিত্রে দেখানো নিয়ম অনুসরণ করুন।
ধাপ- ১৬
- এবার তৈরি করা এ্যারোটিকে ডুফলিকেট করে Ctrl+T চাপুন। এবার রাইট বাটন ক্লিক করে vertically করুন। এবার এটিকে আগেরটির বিপরীত পাশে নিয়ে যান।
- এবার ২টি লেয়ারকেই নিচের মতো করে সেটিং করুন।
ধাপ- ১৭
- এবার নতুন একটি লেয়ার তৈরি করুন।
- brush tool টি নিন ও ইমেজের উপর রাইট বাটন ক্লিক করেstar shape brush টি নির্বাচন করুন।
- এবার ফরগ্রাউন্ড কালার উজ্জল নীল রং নিন। এবার প্রত্যাকটি এ্যারোর উপর একটি করে ক্লিক করুন।
ধাপ- ১৮
- এবার আমরা উপরের অংশ কে উজ্জল করব।
- এজন্য Curves (Ctrl+M) চাপুন।
- এবার নিচের মতো করে নিন।
ধাপ- ১৯
- এবার এটির উপর কোম্পানীর নাম লিখুন।
- এবার লেয়ারটিকে মাস্ক করুন।
ধাপ- ২০
- এখন পর্যন্ত আপনি কি করেছেন?
ধাপ ২১- এটির ক্যাবল তৈরি করা
- এবার কালো রং নিয়ে rectangle টুল দিয়ে চিত্রের মতো একটি ছোট্ট চতুর্ভূজ আঁকুন।
ধাপ- ২২
- এবার আগের চতুর্ভূজটির উপর আরেকটি চতুর্ভূজ আঁকুন। এবার এটিকে ধূসর রং দিয়ে ফিল করুন ও নিচের মতো করে সেটিং করুন।
ধাপ- ২৩
- এবার নিচের মতো করে USB ক্যাবল আঁকুন।
ধাপ- ২৪
- এবার gray rectangle টি ডুফলিকেট করুন।
ধাপ- ২৫
- এবার Ctrl+B চাপুন।
- এবার Ctrl+T চেপে রাইট বাটন ক্লিক করে vertical ও horizontal করুন।
ধাপ ২৬
- এবার আমরা একটি ত্রিভুজ আঁকব।
- এবার brush টুলসটি নিয়ে ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে hardness 95% দিয়ে কালো রংয়ের ক্যাবল আঁকুন।
ধাপ ২৭- এবার আমরা কলম আঁকব
- এবার আমরা একটি কলম আঁকব।
- 5 px radius দিয়েrectangle টুল টি নিয়ে একটি চতুর্ভূজ আঁকুন।
- এবার নিচের মতো তৈরি করুন।
ধাপ- ২৮
- এবার আমরা একটি black shape তৈরি করব।
- এবার ctrl+alt+G চাপুন, তাহলে লেয়ারটি মাস্ক হয়ে যাবে।
- এবার gradient overlayকরুন নিচের মতেআআ করে।
ধাপ ২৯- এবার কলমের মাথা তৈরি
- এবার rectangle টুল িদয়ে নিচের দিকের অংশে একটি চতুর্ভূজ আঁকুন ও নিচের মতো করে সেটিং করুন।
ধাপ- ৩০
- এবার কলমের মাঝখানে একটি চতুর্ভূজ আঁকুন ও নিচের মতো করে সেটিং করুন।
ধাপ- ৩১
- এবার কলমের মাথায় একটি ছোট্ট চতুর্ভূজ আঁকুন।
ধাপ- ৩২
- এবার নিচের মতো করে একটি বৃত্ত আঁকুন পেন টুল দিয়ে।
ধাপ- ৩৩
- এবার আমাদের তৈরি করা কলমটি ওয়েক্যাম ইমেজের উপর নিয়ে যাব।
- এবার কলমের সবগুলো লেয়ার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে Smart Objects এ ক্লিক করুন।
- এবার কলমটি ওয়েক্যামের ইমেজে নিয়ে আনুন ও Ctrl+T চেপুন এবং নিচের মতো করুন।
ধাপ- ৩৪
- এবার কলমটিকে ডুফলিকেট করুন।
- এবার রাইট বাটন ক্লিক করেrasterize layer নির্বাচন করুন।
- এবার Ctrl+T চাপুন। এবার নিচের মতো করে রাখূন।
ধাপ- ৩৫
- এবার কীবোর্ড থেকে D চাপুন ও shift+alt+Delete কীগুলো একসাথে ক্লিক করুন।
- এই কমান্ডগুলো ডুফলিকেট করা কলমটির উপরে করবেন।
ধাপ- ৩৬
- এবার Filter >>> Blur >>> Gaussian blur গিয়ে ok করুন।
- এবার একে মাস্ক করুন।
- এবার নিচের মতো করুন।
ধাপ ৩৭
- এবার প্যাডটির নিচে একটি সুন্দর texture দিতে পারেন। এজন্য এখানে যান এখানে অনেকগুলো সুন্দর সুন্দর texture পাবেন।
অনেক অভিনন্দন ও শুভেচ্ছা
- তৈরি হয়ে গেল। আমাদের আজকের তৈরি করা ডিজাইন টি। হা হা হা হাআহ
আপনি টিউন লিখা নিয়ে অনেক সময় ব্যয় করেছেন তা বুঝতে পারছি এবং এত গুলো টিউন মাইন্ড ব্লয়িং ….হেড সফট….
মাথা ঘুরাইতেছে আমার , অনেক অনেক সুন্দর হইছে টিউন
মারাত্মক টিউন । পড়ে ভাল লাগল
জটিল রকমের সুন্দর কাজ
দারুন তো।
মারাতক ধন্যবাদ !!! আমার ফটোশপ এর কাজ গুলা দরকার !!! যদি Ai নিয়ে লেখেন ভালো হই !!!
সুন্দর
আপনাকে ধন্যবাদ…..
দারুন। জটিল। ফাটাফাটি ধন্যবাদ।
kotin…
ধন্যবাদ………..