এম.এস. পলাশ
Latest posts by এম.এস. পলাশ (see all)
- উইন্ডোজ ১০ যে ভাবে আপগ্রেড করবেন উইন্ডোজ ৭ /৮ থেকে । - 31/10/2015
- উইন্ডোজ ১০ অফলাইন ডাউনলোড ও ফুল ভার্শন ইন্সটল করুন পেন ড্রাইভ দিয়ে! - 31/10/2015
- জেনে নিন জ্বিন জাতির বিস্ময়কর ইতিহাস! - 12/02/2015
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন।
আমরা সবাই আমাদের কম্পিউটারে, মেইলে, ফেইসবুকে, ব্যাংক একাউন্টে ইত্যাদি স্থানে বিভিন্ন পাসওয়ার্ড ব্যাবহার করে থাকি, আমরা কি জানি যে আমাদের দেয়া পাসওয়ার্ডটা কতটা শক্তিশালী, এটা কি আমার একাউন্ট গুলিকে সুরক্ষা ঠিক ভাবে দিতে পারবে ?
তাহলে আসুন আমরা যেনে নিই খুব সহজ ভাবে আমাদের দেয়া পাসওয়ার্ড গুলি কেমন শক্তিশালী।
১. পাসওয়ার্ডটি কমপক্ষে 8 – 12 অক্ষরবিশিষ্ট হওয়া উচিত। এটাকে শক্তিশালী করার জন্য বড় হাতের এবং ছোট হাতের অক্ষর মিশিয়ে দিন এবং ভিতরে অন্তত একটা ! ” ? $ % ^ & ) * এ জাতীয় বিশেষ বর্ণ ব্যবহার করুন।
২. পাসওয়ার্ড দিয়ার সময় স্পেস ব্যাবহার করতে পারেন !!! অনেকেই হয়তো জানেন না :P :P :P যেমন =154545 5*&&^45 এইরকম কিছু ব্যাবহার করতে পারেন !!!!! তাহলে কি লগার এই স্পেসটা বুজতে পারে না !!!!
৩. আপনার পাসওয়ার্ড কতটুকু শক্তিশালী তা জানতে এখানে ক্লিক করতে পারেন এখানে গিয়ে আপনি Test Your Password এ আপনার যে কোন পাসওয়ার্ড লিখে দেখতে পারেন কোনটা কতটা শক্তিশালী, এখানে ভয় পাওয়ার কিছু নাই, কারন এখানে শুধু আপনার দেয়া অক্ষর গুলি পাসওয়ার্ড হিসেবে কতটা শক্তিশালী সেটাই দেখাবে… !!!!
৪. ইংরেজি ডিকশানারীর কোন শব্দ ব্যবহার করা যাবেনা । ডিকশানীতে যেসব শব্দ আছে সেগুলা একে একে ধরে চেক করা হয়। যেমন আপনার পাসওয়ার্ড যদি হয় educated তাহলে আপনি ডিকশানারী এটাকে খুব সহজে ধরা খাবেন।
৫. পাসওয়ার্ড লেন্থ যত বড় হয় তত ভাল !@#$%dsdagsg jjj
৬.লেটার ডিজিটের বাইরে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে, যেমন !@#$% ইত্যাদি।
আর কিছুদিন পর পর (অন্তত তিন থেকে ছয় মাস) পাসওয়ার্ডটি পাল্টিয়ে ফেলবেন। আর পাল্টানোর সময় পুরনো পাসওয়ার্ড আবার ব্যবহার করবেন না যেন। একই পাসওয়ার্ড দীর্ঘদিন রেখে দিলে সেটা হ্যাক হবার সম্ভাবনা খুবই বেশি।
আশা করছি, আপনি এই পদ্ধতি মেনে চলে নিজের পাসওয়ার্ডটিকে শক্তিশালী করে তুলবেন; এবং হ্যাকিং-এর হাত থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন।

আমার এই লেখাটি দেখার জন্য আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ

hak korte parbe na.
দারুন হয়েছে। ধন্যবাদ।
Thanks a lot……………
Need more form you such as nice post.
চমৎকার টিউন বস :)
খুবই ভাল একটি পোস্ট
valo tips
thanks