স্মৃতি মস্তিষ্কে জন্মের পর পর তৈরি হয় । আগে থাকে না । হাসের বাচ্চার মুদ্রিত স্মৃতি হচ্ছে ” চলমান বস্তুটি তোমার মা ” জন্মের পর পর হাসের বাচ্চা চলমান কিছু দেখলেই তাকে তার মা মনে করে। তার পেছনে পেছনে চলতে থাকে ।
অস্ট্রিয়ান জীববিজ্ঞানী কোনরাড লরেঞ্জ এই নিয়ে চমৎকার একটি পরীক্ষা করেন । ডিম থেকে বাচ্চা বের হবার পর তিনি চলমান বস্তু হিসেবে নিজে আবির্ভূত হলেন । তিনি যেখানে যান হাসের বাচ্চারাও তার সংগে পানিতে নামে । লরেঞ্জ তখন হাসের বাচ্চাদের মাকে উপস্থিত করলেন বাচ্চারা ফিরেও তাকাল না । তারা লরেঞ্জের পেছনে পেছনেই ঘুরতে থাকল ।
বিঃদ্রঃ প্রকৃতি হাসের চলমান বস্তুকেই বাচ্চাদের মা ভাবতে শিখিয়েছে কারণ হাস নিজের তা দিয়ে ডিম ফুটায় না । মুরগিকে এই কাজটা করতে হয় ।
সহজাত স্মৃতি
পাখিকে বাসা তৈরি করতে শেখাতে হয় না মাকড়সাকে জান বুনতে শেখাতে হয় না , এইমাত্র ডীম ফুটে বের হয়েছে মুরগির ছানারা তাদের গায়ে বা আশেপাশে উড়ন্ত শিকারি চিলের ছায়া দেখলে ভয়ে চেচাতে থাকে । অথচ তাদেরকে কেউ শিখিয়ে দেয়নি শিকারি চিলের ছায়া কেমন ।
Johanes Schmidt ইল মাছের সহজাত স্মৃতি প্রথম আবিষ্কার করেন । ইল মাছ মিঠা পানির মাছ। নদীতে থাকে । ডীম পাড়ার সময় গভীর সমুদ্রে চলে যায় বারমুদা দ্বীপের কাছে শৈবাল সাগরে সেখানেই ডিম পড়ে। ডিম পাড়ার পর পরই তারা মারা যায়। ডীম ফুটে যখন বাচ্চা বের হয় তখন তারা সমুদ্রে ভেসে উঠে এগিয়ে যেতে থাকে উত্তর দিকে । কিছু দূর যাবার পর ওরা দু’দলে ভাগ হয়ে যায় । একদল যেতে থেক উত্তর আমেরিক থেকে । আরেক দল যেতে থেক ইউরোপের দিকে কারণ তাদের মায়েরা এসেছিল ইউরোপ থেকে । তারা নদীনালায় বড় হতে থাকে । ডিম পাড়ার সময় হলে আবারো হাজার হাজার মাইল পাড়ি দিয়ে শৈবল সাগরের যাত্রা শুরু করতে হয়।
অতি উন্নত মস্তিষ্ক মানব মস্তিষ্ক । এই মস্তিষ্কের কি সহজাত বা মুদ্রিত স্মৃতি আছে ? আমার ধারণা নেই । মানুষের সব স্মৃতিই অর্জিত স্মৃতি । নিম্নশ্রেণীর প্রাণের জন্য প্রকৃতি সহজাত এবং মুদ্রিত স্মৃতির প্রয়োজন বোধ করেছে । উচ্চশ্রেণীর প্রাণের জন্য নয়।
nice bishoy….good post……vai amaro mone hoy manusher ja ase ta orjito…….nije kisui aneni sathe kore
onek kisu sik lam…
আরেকটু ব্যাখা করে লিখা যায় কি ?