বাংলার সবুজ
Latest posts by বাংলার সবুজ (see all)
- ফ্রি এসএমএস করুন পৃথিবীর যে কোন প্রান্তে (Free SMS) - 01/04/2015
- youtube open করুন - 01/10/2012
- Format/Delete করা HardDisk/Pendrive এর Data Recover করুন খুব সহজে - 30/09/2012
সালাম,
আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা IT person সবাই নানা প্রয়োজনে youtube থেকে বিভিন্ন Tutorial নিয়ে থাকি । অথবা অন্যরাও তাদের বিভিন্ন প্রয়োজনে এটি ইউজ করে, কিন্তু বাংলাদেশে ইউটিউব সাইটটি বন্ধ থাকায় আমাদের information collect করতে মোটামোটি বিপাকে। সাইটটি কি কারনে বন্ধ করা হলো তা ও আমাদের কাছে পরিষ্কার। আমরা এতে সাপোর্ট করি, কিন্তু তাই বলে আমাদের Tutorial সহ প্রয়োজনী তথ্য collect করা বন্ধ থাকবে ! না, তাই আমি ছোট একটা সমাধান দেওয়ার চেষ্টা করলাম । একটু মনোযোগ সহকারে পড়বেন।
এখানে দুটি কাজ:
১. ডাউনলোড
২. Configure
কার্যপ্রণালী:
১.
প্রথমে এই link থেকে ডাউনলোড করুন।
- তারপর ডাবল ক্লিক করে Extract করুন
- (this is Tor Browser ) Tor Browser ফোল্ডার ওপেন করুন এবং Start Tor Browser এ ডাবল ক্লিক করে connect হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন। connect হওয়ার পর কাঙ্খিত ব্রাউজার ওপেন হলে address বারে youtube.com অথবা অন্য যেকোন সাইট লিখে ব্রাউজ করুন।
২. Ok, Configure for only Youtube.com (cause for Flash Player)
এই সফ্টওয়ার দিয়ে যেকোন বন্ধ করা ওয়েব সাইট আপনি ওপেন করতে পারবেন, আবার youtube বা যেকোন Flash Player সম্পর্কীত ওয়েবসাইট ওপেন হবে but, not working usually, তাই আমি configuration টা দিলাম। ok, lets to do…
- tor browser এর উপরে বাম সাইডে ক্লিক করুন
- এরপর add-on এ ক্লিক করে Extension এর অধীনে no-script টি disable করুন, Restart Tor Browser ।
- তারপর C:\Windows\System32\Macromed\Flash এই লোকেশন থেকে ফাইল গুলো copy করে D:\Tor Browser\FirefoxPortable\App\Firefox\plugins এ paste করুন (এখানে plugins ফোল্ডারটি না থাকলে new folder খুলে plugins রিনেইম করুন।)
- এরপর আবার add-on এ ক্লিক করে plugins এর অধীনে shockwave flash টি enable করুন ।
- বাস হয়ে গেল (একটি কথা যতবার নতুন করে টর ব্রাউজার খুলবেন ততবার add-on এ ক্লিক করে plugins এর অধীনে shockwave flash টি enable করে নিন।)
- এরপর youtube.com ব্রাউজারে লিখে উপভোগ করুন।
উপকৃত হলে জানাবেন, আর না বুঝলে মেইল করুন: sobuz004@yahoo.com
ভাইয়া আমি “plugins এর অধীনে shockwave flash” এই জিনিস টি খুঁজে পাচ্ছি না।
(তারপর C:\Windows\System32\Macromed\Flash এই লোকেশন থেকে ফাইল গুলো copy করে D:\Tor Browser\FirefoxPortable\App\Firefox\plugins এ paste করুন (এখানে plugins ফোল্ডারটি না থাকলে new folder খুলে plugins রিনেইম করুন।))
Apne Ei kaj ti korar somoy dekhben (D:\Tor Browser\FirefoxPortable\App\Firefox\) ei location e “plugins” folder ti nei tokhon new folder khule otake plugins name rename kore nen, tarpor paste korun
r na hole add korun amake “http://facebook.com/cool.sobuz” tarpor ami online e na thakle amake massage din….
vai eita dia ami idm dia kisu download korte parsi na plz help
ভাইয়া আমি “plugins এর অধীনে shockwave flash” এই জিনিস টি খুঁজে পাচ্ছি না। Please help me……
(তারপর C:\Windows\System32\Macromed\Flash এই লোকেশন থেকে ফাইল গুলো copy করে D:\Tor Browser\FirefoxPortable\App\Firefox\plugins এ paste করুন (এখানে plugins ফোল্ডারটি না থাকলে new folder খুলে plugins রিনেইম করুন।))
Apne Ei kaj ti korar somoy dekhben (D:\Tor Browser\FirefoxPortable\App\Firefox\) ei location e “plugins” folder ti nei tokhon new folder khule otake plugins name rename kore nen, tarpor paste korun
r na hole add korun amake “http://facebook.com/cool.sobuz” tarpor ami online e na thakle amake massage din….
youtube open korar jonno http ar por ekta s lagiye delei to hoi.kosto korar dorkar ki??
“shanti baba” s dele jodi hoto, kosom eto kosto kortam na,,,,,,,,,,,,
tnx…bro
ভালো একটা জিনিষ শেয়ার করলেন আর আগে করলে ভালো হতো
justfreevpn dieo kora jae abar https likheo kora jae…tobe onek khetre https kaj hoe na…eijonne justfreevpn,com egie korle valo hoe…tobuo share korar jonno dhonnobad…
justfreevpn.com dia kevabe kora jai ektu bolben ki ?
‘জয়ন্ত মজুমদার’ ভাই আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব ভাষা খুজে পাচ্ছি না। এরকম একটা জিনিস আপনি কাউকে না জানিয়ে নিজে নিজেই ব্যবহার করছেন। এখন পেয়ে খুবই ভালো লাগলো। তবে একটু দেরীতে পেলাম এই আর কি। আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে পারবো। আরও একবার ধন্যবাদ ভাই।
https://www.youtube.com
thanks vi 100000000 bar
আমি এতো কিছু ব্যবহার করতে ইচ্ছা না। Justfreevpn.com এটা ব্যবহার করতে পারেন। ১ সেকেন্ড এ । আমি এইগুলা ব্যবহার করি না।
Dhonnobad vai share korar jonno.