আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ আপনাদের জন্য একটি টিপস নিয়ে এসেছি। আমরা যারা নিয়মিত কম্পিউটার ব্যবহার করি, তারা হয়ত ব্লু স্ক্রীণটির সাথে মুখোমুখি হয়েছেন? এর মানে হল আপনার হার্ডডিক্স ক্র্যাস করেছে। এক্ষেত্রে আমাদের পড়তে হয় মহা বিপাকে। এর থেকে মুক্তির জন্য আমরা ছুটে যাই পিসি সাভিসিং সেন্টারে। তাই্ না? আর কত টাকা ঢালবেন এই পথে, আর নয়। এবার সমস্যা হওয়ার আগেই সমাধান করে ফেলুন সমস্যাটির!!!
এই সমস্যাটির নাম হল blue screen of death (BSOD). মূলতঃ এই সমস্যাটি ঘটে আপনার সিস্টেমের অত্যান্ত প্রয়োজনীয় কোন ফাইলের সমস্যা, বিকৃত, ফাইলটি মুছে যাওয়া বা এর যে কোন অংশের পরিবর্তনের কারণে।
যখন আপনার হার্ডডিক্স ক্র্যাস করে তখন উইন্ডোজ একটি ফাইল তৈরি করে নিজে থেকেই, এর নাম “dumps”. আর এটি জমা হয় :\Windows\Minidump ফোল্ডারে। আর এই ফাইলটি তৈরি হওয়ার সাথে সাথে এটি খুঁজতে খাকে কোন ফাইলটা মুছে গেছে। যখনই আপনার সিস্টেমের ফাইল মুছে যাবে ব্লু স্ক্রীণটি আসবে, আর আপনার জন্য সাথে করে নিয়ে আসবে যে ফাইলটি মুছে গেছে তার পাথ। আসুন এর সমাধানের জন্য…….
উইন্ডোজ এক্সপির জন্য
- My Computer’ >>> Properties এ যান।
- এবার প্রোপার্টিজ থেকে Advanced ট্যাবে ক্লিক করুন।
- এবার Advanced ট্যাবে এসে ‘Startup and recovery >>>Settings’ এ যান।
- এবার নতুল ডা্য়লগ বক্স থেকে নিচের দিকের Write debugging information>>>Small Memory Dump (64KB)” নির্বাচন করুন।
- এবার OK ক্লিক করুন।
- ব্যস কাজ শেষ।
উইন্ডোজ সেভেন এর জন্য
- Start Menu >>> Computer এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন।
- এবার মেনু থেকে Properties এ ক্লিক করুন।
- প্রোপার্টিজ ডায়লগ বক্স থেকে ‘Advanced system settings’ এ ক্লিক করুন।
- এবার Advanced ট্যাব থেকে ‘Startup and recovery’ অংশের Settings এ ক্লিক করুন।
- এবার নতুন করে খোলা ডায়লগ বক্সটির নিচের দিক থেকে ‘Write debugging information’ >>>“Small Memory Dump (256KB)” নির্বাচন করুন।
- এবার ‘System failure’ থেকে‘Automatically Restart’ এটা আনচেক করুন।
- এবার Ok করে বেরিয়ে আসুন।
এবার মূল কথায় ফিরে আসি। যখনই আপনি বুঝবেন যে আপনার সিস্টেম ক্র্যাস হবে, তখন যে সফটটি ব্যবহারের জন্য সেটআপ করেছেন তা আনইন্সটল করে ফেলবেন। তবে বেশিরভাগই দেখা যায় .sys এক্সটেনশান যুক্ত ফাইলগুলোই এই রকম সমস্যা সৃষ্টি করে। তবে আমরা একটু আগে যে কাজটি করেছি। এর আপনি সচরাচর ভাবে দেখতে পারবেন না। মানে ক্র্যাস কি কারণে হয়েছে এটি সংরক্ষিত থাকে “dumps” ফাইলটিতে। আপনি এই ফাইলটি পড়তে পারবেন। এই ফাইলটি পড়তে হলে আপনাকে একটি সফট ব্যবহার করতে হবে। সফটওয়্যারটির নাম BlueScreenView.ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। এটি আপনার পিসির “dumps” ফাইল খুঁজে বের করে আপনাকে দেখাবে পিসির কোথায় কোথায় সমস্যা আছে।
- প্রথমে সফটওয়্যারটি চালু করুন।
- এবার File মেনু থেকে প্রথম আইকনটি নির্বাচন করুন।
- ডিফল্টভাবে এটির লোকেশন দেয়া আছে C:\Windows\Minidump এটা।
- এবার OK ক্লিক করুন। তাহলেই আপনার সামনে ক্র্যাস ফাইলগুলোর তালিকা চলে আসবে।
- এবার এখান থেকে সর্বশেষ আইটেমটি নির্বাচন করুন।
- এবার এই পাথে যান Options->Lower Pane Mode নির্বাচন করুন।
- তাহলে আপনার পিসির ক্র্যাস হওয়া ফাইলগুলো দেখাবে।
- এবার ভাল করে এটি পড়ুন, বুঝে নিন ও লোকেশানটি মনে রাখুন। আপনার সিস্টেমের কোন ফাইলটির সমস্যা হয়েছে বা সমস্যা করছে।
- যদি আপনি ফাইলটির সম্পর্কে না বুঝেন, তাহল আপনাদের জন্য রয়েছে টিউনার পেজ। এছাড়াও গুগল মামা তো রয়েছেই।
- এবার আপনিই যে পদক্ষেপে নেন। যেমন হয় সফটটি মুছে ফেলবেন অথবা আবার ইন্সটল করবেন।
সবাইকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন আল্লাহ হাফেজ………
Brother… amar windows 7 er “Small Memory Dump (256KB)” eita “Small Memory Dump (128KB)” …. ei khetre ki kora jaite pare???? @Onirbacito tuner bro
(১২৮ kb) কি korbo
jokhon bluescreen hoy..tokhn to start e hoy na,,, kivabe uninstal krbo ar kivabei startup recovery krbo ?
ভাই শুদু কি থাঙ্কস দিব কি না বুজতাছি না
মনে হয় আমার সমস্যা টা ঠিক হয়ে যাবে
দেখি
না হলে কি উইন্ডোজ সেট আপ দিব??/
ভাই আপনাকে অনেক থাঙ্কস এই পোস্ট টির জন্য । আমি এই সমস্যায় অনেক দিন যাবত ভুগছিলাম, অনেকবার service center এ নিয়েগেছি, কিন্তু কোন লাভ হয়নি। আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই, আপনি যদি আপনার E-MAIL add. টা দেন তাহলে আমার খুব উপকার হবে . আমি এই বিসয়ে আপনর সাথে একটু কথা বলতে চাই .plz plz plz plz ..
আমার তো পিসি স্টার্ট ই হয় না। মানে উইন্ডোজ আসে না। সেটাপ দিতে গেলে এইটা দেখায়…
সেটাপ দেয়া ছাড়া তো স্টার্ট করতে পারতেসি না তাইলে এই কাজ গুলো কিভাবে করবো?
এক্সপি ছিলো সেভেন দিবো…
post টা খুব ভালো হইছে ……. ধন্যবাদ .
XP তে কিভাবে korte hoi ?
ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য