আমি দেখেছি অনেকে ভাল কম্পিউটার পরিচালনা করতে জানার পরও কর্মক্ষেত্রে পিছিয়ে থাকে ।অনেক ক্ষেত্রে একজন নতুন ম্যানেজারকেউ ও একজন কেরানীর কাছ থেকে ফাইল এবং প্রয়জনীয় কাগজ গুলর নাম শিখতে হয় ।ফলে কেরানী বাবু ম্যানেজার বাবুর নামে ঢোল বাজাতে পিছপা হয়না। দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশে অনেক দক্ষ কেরানী রয়েছে যাদের আজো পদোন্নতি (বানান টি ভুল মনে হছে) হলনা সনদ পত্রের অভাবে।
অতছ বিদেশের সরকারী বেসরকারী প্রতিষ্ঠান গুল অল্প শিক্ষিত ,অল্প কম্পিউটারের ধারণা আছে বা আত্মবিশ্বাস আছে এমন শ্রমিকদের ঘসে মেজে ১৫০০০/= টাকা থেকে ২০০০০/= টাকা বেতন প্রদান করে ৩০০০০/= থেকে ১২০০০০/= টাকার বেতনের সমপরিমাণ কাজ করিয়ে নেই ।এতে শ্রমিকদের আত্মবিশ্বাস,কাজের প্রতি আগ্রহ বাড়ে ,নিয়গকর্তার ও কোন খতি/লস হয়না ।
বাংলাদেশে এমন দিন কি আসবে ?
ভাই, আপনি তো হিমুর মত প্রশ্নটা আমার মাথায় ইন কইরা দিছেন.. এখন আমি নিজেই তো এই প্রশ্নের অন্তজালে পইরা গেছি…..
ভালো প্রশ্ন। কিন্তু উত্তর জানা নাই! :(
মনে হয় না তো আসবে। যে সরকার, তাতে আর আসবে না।
ভালো প্রশ্ন করেছেন আপনি !
আসলেই তো এমন দিন কি আসবে ?
ধন্যবাদ ।