আজকে থেকে শুরু করলাম সি প্যানেল বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়াল। এর পড়ে জুমলা, ফ্রী লেন্সিং, ভিসুয়াল বেসিক, জাভা এর ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করবো হ্যাকিং ক্লাস ও বাকি আছে। আসলে আপনারা কেউ সাহায্য করছেন না তাই সময় পাই না লিখাত তাই এগুলো শুরু ও করা হচ্ছে না। প্লিজ সবাই নিয়মিত পোস্ট করুন আমার উপরে চাপ টা কমান কথা দিলাম ক্ষতি হবে না লাভবান হবেন। যাই হক প্লিজ শোবাও নিয়মিত পোস্ট চালিয়ে যান।
সি প্যানেল কি?
একটি ওয়েব সাইট বানানর ৪টি ধাপ আছে।
১। প্রথমে কোডিং করা। কোডিং এর উপরে অনেক কিছু নির্ভর করে সাইটের ফিচার গুলো সব কোডিং দিয়ে যুক্ত হয়ে থাকে [যদিও এখন সব রেডিমেট পাওয়া যায়]
২। তারপরের কাজ কোডিং গুলো সুন্দর ডিজাইনিং করে লুকিয়ে রেখে সামনে তুলে ধরা চমৎকার একটি সাইট।
৩। এর পড়ে ডোমেইন রেজিস্ট্রেশান করতে হবে যে কনো একটি কোম্পানি থেকে। ডোমেইন হল আপনার ওয়েব সাইটের নাম।
৪। সাইট কোডিং করার পড়ে ডিজাইন ও শেষ করলেন এবার ডোমেইন ও কিনা শেষ তাই না? এখন কাজ হল এই সব গুলো জিনিশ কে একটা জায়গায় রাখা জেনো সবাই পরিপূর্ণ একটি ওয়েব সাইট দেখতে পারে। তাই এখন দরকার একটি ওয়েব হোস্টিং কোম্পানি যেখানে আপনার সব গুলো ফাইল জমা রাখার পরেই একটি পুরনাংগ [বানান টা পারতেছি না] সাইট তৈরি হয়। আপনি চাইলে নিজের পিসিকে একটি হোস্টিং সার্ভার বানাতে পারেন কিন্তু সেটা খুব বেশী ব্যয়বহুল তাই আমরা হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং কিনে ব্যবহার করে থাকি। হোস্টিং কিনার পড়ে আপনার সাইটের ফাইল গুলোকে মেনেজ করার জন্য একটি বিশেষ কন্ট্রোল প্যানেল আপনাকে দিবে সেই কন্ট্রোল প্যানেল এর মাধ্যমে আপনি আপনার সাইটের আপডেট ও পরিবর্তন সহ আরো অনেক কিছুই করতে পারবেন সেটাকেই সি প্যানেল বলা হয়ে থাকে। যেহুতু আপনি টাকা খরচ করে হোস্টিং নিয়েছেন তাই অবশ্যই আপনাকে একটি কন্ট্রোল প্যানেল দেয়া উচিত তাই না? সি প্যানেল এর একটি গোপন পাসওয়ার্ড ও ইউসার নেম ও আপনাকে দিয়ে দেয়া হবে।
সি প্যানেল এর কাজ
একটি ওয়েব সাইট নিয়ন্ত্রণ করতে সি প্যানেল এর অনেক বড় ভূমিকা আছে। সি প্যানেল এ বসে আপনি আপনার ডাটাবেস গুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন, সিকুরিটি নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার সাইটের জরুরী জিনিস গুলো মানে জরুরী ফাইল গুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। সি প্যানেল থেকে সাইটের সমস্ত কিছুই আসলে নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও সাইটে কতজন ভিসিটর আসল, সাইটে কি কি এরর আছে, সাইটের বাগ, সাইটে কনো ভাইরাস আছে নাকি, আপনার সাইটের পরিপূর্ণ ব্যাকআপ রাখা, হটলিংক বন্ধ করা, ব্যান্ড ইয়ুথ চেক করা ইত্যাদি ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারবেন যা সব কিছুর ছবি সব বিস্তারিত আলোচনা হবে।
সি প্যানেল এর গুরুত্য
একটি সাইট পরিপূর্ণ ভাবে নিয়ন্ত্রণ করতে চাইলে অবশ্যই আপনার একটি সি প্যানেল লাগবেই, কারন সি প্যানেল ছাড়া আপনি ত অচল হয়ে যাবেন। আপনি আপনার সাইট কনো ভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন না সি প্যানেল ছাড়া। এছাড়াও বিশেষ কিছু সিকুরিটি এর ব্যাপার আছে যেগুলো করতে সি প্যানেল এর গুরুত্য খুব বেশী। এই ধারাবাহিক সিরিজ এ আমি বিস্তারিত আলোচনা করব সমস্ত কিছু নিয়ে ছবি সব অবশ্যই।
[আজকে জাস্ট ধারনা দিলাম আসা করি কালকে থেকে ছবি দিয়ে সব কিছু শুরু করা হবে, এই ফাকে সকলের সি প্যানেল এর ঠিকানা জেনে নিন যদি আপনার একটি ওয়েব সাইট থাকে তাহলে আমার সাথে সাথে প্র্যাকটিস করে নিতে পারবেন। আপনার হোস্ট ওয়ালাদের বলেন সি প্যানেল এর পাসওয়ার্ড দিতে এবং ঠিকানা দিতে, সাধারণত সাইটের পরেই একটি স্লেশ দিয়ে cpanel লিখলেই সি প্যানেল চলে আসে তবে সব সময় না। আর আপনি চাইলে ফ্রী হোস্টিং নিলেও সি প্যানেল পাবেন প্র্যাকটিস এর জন্য একটি ফ্রী হোস্ট নিয়ে নেন আজকেই তাহলে আমার সাথে রেগুলার হতে পারবেন]
অসম
আপনার সাথে আসি
আপনার সাথে শুরু করলাম,
ভুমিকাটা ভালই হয়েছে,
অনেক অনেক ধন্যবাদ পুদিনা পাতা ভাই
Darun Hoise ….. P.p Bhai………..
এক কথায় চমৎকার…
জওস
vi amer bangla likte problem ti kono tutorial dite parsina.
আপনি বাংলা লেখার জন্য নিচের লিংকে যান। ওখানে সব বুঝিয়ে দিবে
http://www.tunerpage.com/hep-line
pp ভাই দারূন হচ্ছে। দুইটা পর্ব পূর্ণাঙ্গ পড়েই পূর্ণাঙ্গ মন্তব্য করছি। আমার cpanel তো অনেক গুলো কোনটা দিয়ে করলে আপনার সাথে তাল মিলাতে পারবো?? ucoz, Dhmart, zymic, তিনটার মধ্যে কোনটা দিয়ে করবো?? একটা পুর্ণাঙ্গ উত্তর দিয়েন তো ভাই। হি হি হি
যখন যেতির কাজ আপনার দরকার হবে তখন সেই সি প্যানেল এর কাজ করতে পারেন।
বাকি সবাইকে অনেক ধ্ন্যবাদ
chaliye jan amra achi apnar sathe…notun kisu shikhar opekkhai………
ভাই মচৎকার হয়েছে। ধন্যবাদ।
দারুন, আগামী পর্বের অপেক্ষায় রইলাম
ca lia jan………
onek sundor hoyese pp vai….asa kori onek kisu jante parbo future a
wóöòw
চমৎকার টিউন হইছে, আগামী পর্বের অপেক্ষায় রইলাম !
“পূর্ণাঙ্গ” বানান মনে হয় এইটা ! আমিও প্যাচে পড়ে গেছি এই বানান নিয়া !