আপনার সখের পিসি তে এমন একটা সখের জিনিশ আছে যা আপনি কাওকে দিতে চান না কিন্তু বাধ্যতামূলক দিতেই হয়। না দিলে সে আবার হয়ত রাগ করবে না হয় আপনাকে তার কিছু থেকে বঞ্চিত করবে। এমনও হয় যে আপনি পিসি ছেড়ে একটু বাইরে গেলেন আর সেই ফাকে আপনার পিসিতে অন্য কেউ এসে ফাকা মাঠে গোল মেরে আপনার প্রিয় সফটওয়্যার, মিউজিক, ভিডিও, গেমস, ও অন্যান্য ডকুমেন্ট নিয়ে ফুটে গেলো! তাহলে মেজাজ টি কেমন হয়? কয়েকদিন আগে আমার এক বন্ধু ফোন করে বলে “ভাই আমার পিসি থেকে সব কিছু চুরি হয়ে যাচ্ছে কি করা যায় সেটা বলেন?” আর তাকে সেই সমস্যার সমাধান দিতে গিয়েই আজ আপনাদের জন্যই এই পোস্ট লিখে ফেললাম।
চলুন দেখা যাক কিভাবে আপনার পিসিতে ইউএসবি ডিভাইস রাইট প্রটেক্ট করবেন।
প্রথমে এই লিঙ্ক থেকে মাত্র ৪৪৪ কেবির ছোট একটা রেজিস্ট্রি ট্রিক সফটওয়্যার ডাউনলোড করেনিন এবং সেটা আনযিপ করে ডেস্কটপ এ রাখুন এবং ডাউনলোড কৃত ফোল্ডার থেকে usbpro(bdrong.com).exe নামক ফাইল টি ওপেন করুন। তাহলে নিচের চিত্রের মত আসবে। এখন যদি ইউএসবি যেকোনো ইউএসবি ডিভাইস রাইট প্রটেক্ট করার প্রয়োজন হয় তাহলে Yes Lock USB করে Close বাটনে ক্লিক করুন। এখন আপনার পিসিতে থেকে যেকন ইউএসবি স্টোরেজ ডিভাইস কোন ডাটা দেয়া সম্ভব হবে না শুধু এরর আসবে। আর যদি রাইট প্রটেক্ট অপসারণ করতে চান তাহলে No Lock USB নির্বাচন করে Close বাটনে ক্লিক করুন। এখন থেকে সকল ইউএসবি স্টোরেজ ডিভাইস এ যেকোনো ডাটা দেয়া সম্ভব হবে। মনে রাখবেনঃ ইউএসবি স্টোরেজ কোন ডিভাইস কানেক্ট অবস্থায় এটা কাজ করবে না। তাই ইউএসবি কানেক্ট করার আগেই আপনাকে এই সফটওয়্যার টি ব্যবহার করতে হবে।
প্রথমে বিডিরঙ.কম এ প্রকাশিতঃ http://bdrong.com/
__________________সবাইকে ধন্যবাদ
ভাল যিনিশ শেয়ার করেছেন
আপনাকে ধন্যবাদ । সেয়ার করার জন্য ।
মজার তো ! এটা বেশ ভালো শেয়ার ।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
onek kajer 1ta soft ato kom size a??really nice aminul vai……..go ahead
ধন্যবাদ ।
Thanks
ডালো দিলাম