Latest posts by apurbo02 (see all)
সবাই কেমন আসেন। আজকে আপনাদেরকে আমি খুব ছোট্ট একটি সফটওয়্যার সমন্ধে বলতে য়াচ্ছি। আমি আসা করি এটি আপনাদের কাজে আস্তে পারে। যারা একটি কম্পিউটারকে বিভিন্ন কাজের জন্য ব্যবহার করে থাকেন তাদের জন্য সফটওয়্যারটি বিশেষ উপযোগী। বাসায় কিংবা অফিসে কম্পিউটার সংকটে পরলে দেখা যায়, কার ফটোশপ কার ওফিস কার-বা ইন্টারনেট এর কাজ পরছে। তখন সাধারনত একজন অন্য জনের ব্যাবহার করা প্রোগ্রাম মিনিমাইজ করে নিজের কাজ সারেন। ফলে কম্পিউটারে একাধিক প্রোগ্রাম চালু থাকে। এ রকম পরিস্থিতিতে অনেক সময় কম্পিউটার হ্যাং হয়ে যায়।আর এই সমস্যার সমাধান দিতে পারে “ওয়াচক্যাট”।
এই সফটওয়্যার দিয়ে যেকোন প্রোগ্রাম লুকিয়ে রাখা বা লুকিয়ে রাখা প্রোগ্রাম দৃশ্যমান করা যায়। সফটওয়্যারটি ইন্সটল করে চালু করলে টাস্কবারে এর আইকন দেখা যাবে। আইকনের উপর মাউসের ডান বাটন ক্লিক করলে চলন্ত সব প্রোগ্রাম দেখা যাবে। চলন্ত প্রোগ্রামের উপর ক্লিক করলে সেই প্রোগ্রাম লুকাবে এবং আবার সেই প্রোগ্রামের উপর ক্লিক করলে তা ফিরে আসবে। আপনি চাইলে পাসওয়ার্ড দিয়েও প্রোগ্রামগুলো গোপন ও অদৃশ্য করতে পারবেন।
147 KB এর সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচে DOWNLOAD এ ক্লিক করুন। এটি উইন্ডোজ আপারেটিং সিস্টেমের সব সংস্করনেই চলবে।
এখনকার মত এখনেই শেষ করলাম। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন, tunerpage.com এর সাথেই থাকুন।
প্রোগ্রাম লুকিয়ে যাও
valo…
দারুণ পোস্ট হয়েছে ভাইয়া।
দারুন পোস্ট…চালিয়ে যান
এমন দারুণ একটা টিপসের জন্য ধন্যবাদ|