Latest posts by সাইফ (see all)
আসসালামুআলাইকুম!!
অনেক দিন ধরে চেষ্ট করছি একটি টিউন করব কিন্তু সময়ের অভাবে পারা যায় না। আজকে সময় পেয়ে বসে গেলাম টিউন করার জন্য। মুল কথায় আসা যাক- বর্তমানে আমরা যারা ইন্টারনেট ব্যাবহার করি তাদের অনেকের ই একটি অথবা একাধিক ওয়েব পেজ বা ব্লগিং সাইট আছে।মাঝে মাঝে আমাদের এইসব সাইট গুলো মাঝে মাঝে বিভিন্ন আপডেট, কাস্টমাইজেশন অথবা অন্যান্য রক্ষনাবেক্ষন কাজ করতে হয়।এখন রক্ষনাবেক্ষন কাজ করার সময় বিভিন্ন ভুল হতে পারে যা কিনা ওয়েব পেজ এডমিন চায় না তার ভিজিটররা দেখুক।এ কাজটি আপনি খুব সহজে ই করতে পারেন একটি সহজ maintenance পেজ তৈরির মাধ্যমে। এর ফলে সাময়িক ভাবে আপনার সাইট এর ভিজিটররা আপনার সাইটটি দেখতে পারবে না এবং হোম পেজ এ একটি রক্ষনাবেক্ষন বার্তা শো করবে। কাজটি করা খুব বেশি কথিন না।
Maintenance পেজ তৈরি :
প্রথমে আপনার নোটপ্যাড খুলুন এবং এতে নিচের কোডটি কপি করুন এবং maintenance.php নামে সেভ করুন।
<?php
header(“HTTP/1.1 503 Service Temporarily Unavailable”);
header(“Status: 503 Service Temporarily Unavailable”);
header(“Retry-After: 3600″);
?>
<html>
<head>
<title>Site upgrade in progress</title>
<meta name=”robots” content=”none” />
</head>
<body>
<h1>Maintenance Mode</h1>
<p><a title=”Your site” href=”your-site-url”>Your Site name</a> is currently undergoing scheduled maintenance.<br />
Please try back <strong>in 60 minutes</strong>.</p>
<p>Sorry for the inconvenience.</p>
</body>
</html>
এখন আপনি যদি একে আরও সুন্দর করতে চান তাহলে আপনার মনের মত করে স্ক্রিপ্ট ব্যাবহার করে সাজিয়ে নিতে পারেন।
এরপর এই ফাইল টি আপনার parent directory তে আপলোড করে দিন।
মনে রাখবেন আপলোড করার পর ফাইল টি যাতে এখানে থাকে http://yoursite.com/maintenance.php
আপনার ভিজিটর দের রক্ষনাবেক্ষন পেজ এ রিডাইরেক্ট করুন :
আপনার .htaccess file টি ডাউনলোড করুন। টেক্সট এডিটর এ ওপেন করুন এবং এবং নিচের কোড গুলো প্রথম দিকে স্থাপন করুন।
Options +FollowSymlinks
RewriteEngine on
RewriteCond %{REQUEST_URI} !/maintenance.php$
RewriteCond %{REMOTE_HOST} !^127\.0\.0\.1
RewriteRule $ /maintenance.php [R=302,L]
এরপর http://www.whatismyip.com এখানে জান এবং আপনার আইপিটি জেনে নিন।
কোড এর 127\.0\.0\.1 এই অংশটির বদলে আপনার আইপিটি বসিয়ে দিন। এর ফলে আপনি আপনার সাইট ভালভাবে এ দেখতে পারবেন।
শুধু মাত্র অন্যান্য ভিজিটররা রক্ষনাবেক্ষন পেজ টি দেখবে।
.htaccess file রি-আপলোড করুন।
এরপর আপনার ভিজিটর রা রক্ষনাবেখন পেজ টি দেখতে পাবে।শুধু মাত্র আপনি আপনার সাইট টি দেখতে পাবেন আর বাকিরা রক্ষনাবেক্ষন পেজ দেখবে।
এরপর আপনার রক্ষনাবেক্ষন কাজ শেস হলে আগের মত ভিজিটর এর কাছে আপনার সাইট দেখাতে হলে কি করতে হবে তা দেখে নিন :
.htaccess file টি আবার ওপেন করে আমাদের দেয়া কোড এর আগে ‘#’ চিহ্নটি বশাতে হবে।
যেমন:
#Options +FollowSymlinks
#RewriteEngine on
#RewriteCond %{REQUEST_URI} !/maintenance.php$
#RewriteCond %{REMOTE_HOST} !^127\.0\.0\.1
#RewriteRule $ /maintenance.php [R=302,L]
এরপর আবার ফাইল টি রি-আপলোড করুন।
এভাবে আপনি আপনার ওয়েবসাইট এ রক্ষানাবেক্ষন পেজ যুক্ত করবেন।
————————————————————————————————————-
এবার আমার একটা উপকার করুন পারলে।
আমি নতুন একটা ওয়েব সাইট খুলতে চাচ্ছি। কিন্তু কোন ভাল থিম নির্বাচন করতে পারছি না।
আমার সাইট এর লিঙ্ক www.banglaebook.net
যদি পারেন আপনাদের পছন্দ অনুযায়ী কিছু ওয়ার্ডপ্রেস ত্থিম আমাকে suggest করুন। যে কোন থিম। প্রিমিয়াম অথবা ফ্রী।
ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
আর একটি কথা। এটি আমার প্রথম পোস্ট। যদি কোন ভুল হয়ে থাকে অনুগ্রহ পূর্বক আমার ভুল গুলো শুধরে দিবেন।
ধন্যবাদ।
onek onek valo laglo
:>
Sorry vaia.asole post t onek sundor hoyece.thanks 4 a nice post.asole post t dekhei ami vebecilam hoyto apni amake help korte parben.so vaia don’t mind.again sorry…
আর এ ধুর ভাই কি জ বলেন :(
সত্যি বলতে সাহায্য করতে পারিনি বলে নিজের ই খারাপ লেগেছে :(
আর মাইন্ড করার তো প্রশ্নই আসে না।
আর্সেনিক ভাই এটা কোন বেপার না :)
উনি ভেবেছেন আমি হয়তো সাহায্য করতে পারব :(
আমি জানলে এখানে ই জানিয়া দিতাম :(
যা ই হউক আপনাকে অসংখ্য ধন্যবাদ :)
আপনার কমেন্ট অনুপ্রেরণা হিসেবে কাজ করবে :)
রাঙ্গা রিয়েল….এইখানে কমেন্ট না করে হেলপ লাইনে পোস্ট দিতে পারতেন!একটা মানুষ এত কষ্ট করে কী সুন্দর একটা পোস্ট দিয়েছে……কৃতজ্ঞতা হিসাবে টিজে সাইফ কে একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল।
সাইফ ভাই অসাধারণ টিউন হইছে…..আশাকরি এইরকম টিউন আরও পাব :D
Plz help me.Amar mobile blog holo http://mobidunia.pun.bz .site ti google search dekhacce.but google page rank e N/A dekhacce.plz suggest me.
আপনি টিউনার পেজ এর সাহায্য বিভাগে যোগাযোগ করুন :)
খুব সুন্দর ও প্রয়োজোনীয় পোস্ট । আশা করি আরো পাবো এমন পোস্ট ।
ধন্যবাদ। চেষ্টা করব এরকম আর ও পোস্ট দিতে :)
আপনাকে টিউনারপেইজে স্বাগতম প্রথম টিউন হিসেবে আপনার টিউনটি অনেক সুন্দর হয়েছে…এইভাবে চালিয়ে যান আর দুই একটি পোস্ট করে টিউনারপেইজ টিজে ক্লাবে যোগদিন আপনার যে কোন সমস্যাই টিজে ক্লাব এবং টিউনারপেইজ হেলপ সেন্টার আপনার সাথে আছে………..ধন্যবাদ…
চেষ্টা করব আরও পোস্ট উপহার দিতে :)
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। :)
dhonnobad valo post
ধন্যবাদ ভাইয়া :)
ধন্যবাদ শেয়ার করার জন্য|
ধন্যবাদ পড়ার জন্য :)