বিসমিল্লাহির রহমানীর রাহীম

আসসালামু আলাইকুম।
পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি।আশা করি সবাই ভাল আছেন।
আজ কে আপনাদেকে আমি ছোট একটি টিপস বলবো ।যদিও টিপসটি ছোট তার পরো বলবো এটা অত্যন্ত দরকারি একটি টিপস ।আমরা অনেকেই ফ্রী গেম খেলি ।ওয়েব এর জগতে ফ্রী গেম এর অবাব নেই ।এর জন্য আছে বিভিন্ন ওয়েব সাইট, তারা দারুণ সব ফ্রী গেম নিয়ে সাঁজায় তাঁদের সাইট ।যুক্ত করে নতুন নতুন সব অসাধারণ গেম ।আমরা যারা গেম খেলতে ভালবাসি তারা এ সব সাইট থেকে গেম ডাউনলোড করে খেলে থাকি ।যারা ফ্রী গেম নিয়ে তাঁদের সাইট সাঁজিয়েছে তাঁদের মধ্যে সেরা কিছু সাইট হচ্ছে ………
myplaycity.com
allgameshome.com
gametop.com
gamesgofree.com
এই সাইটগুলো সম্পর্কে হয়তবা আমরা সবাই জানি এবং এখান থেকে গেম ডাউনলোড করে খেলে থাকি ।কিন্তু এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করলে দেখা যায় যে আরো দুটো শর্টকাট তৈরি হয়েছে এবং ইন্সটল করার সাথে সাথে সেই সাইট এ চলে যাচ্ছে ।যেহেতু একবারি একটি গেম ইন্সটল করবো তা হলে এটা কোন সমস্যা না ।আসল সমস্যা হল যখন গেম খেলে ফিরে আসব তখন আবারো সেই সাইটে চলে যায় ডিফল্ট ব্রাউজার ওপেন হয়ে যা সত্যই ভিরক্তিকর ।
আজকে আমি বলবো কি ভাবে এটা বন্ধ করা যায় ।
এই ভিরক্তিকর ওয়েব পেজ বন্ধ করতে আপনাকে যেতে হবে যে খানে আপনি গেমটি ইন্সটল করেছেন, যেমন C:Drive- Program Files- MyPlayCity.com- Inca Ball ।এখান থেকে যে সব লিঙ্ক খেলা শেষে ওপেন হয় তা ডিলিট করে দিন অথবা সকল Internet Shortcut ডিলিট করে দিন ।এখন খেয়া শেষ করে ফিরে এসে দেখুন কোন লিঙ্ক ওপেন হয় কি না ।
আসলেই টিপসটি অনেক ছোট আমি এমনি এতো প্যাঁচাল পাড়লাম ।
তার পর যদি কারো উপকারে আসে তা হিলে আমার এ প্যাঁচাল সার্থক হবে ।
/:) /:) /:) /:) /:) /:) /:) /:)
সুন্দর পোস্ট । ধন্যবাদ
শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ।
আসলেই বিষয়টা বিরক্তিকর ছিল, সুন্দর টিপস এর জন্য ধন্যবাদ…