প্রথম পর্ব : সহজভাবে PHOTOSHOP(পর্ব ১) coloured ছবিকে সাদা কালো করা…
আপনি এমনি কোন text লিখে তাতে নিচের মত করে বিভিন্ন effect যুক্ত করতে পারবেন । Text লিখে তা select করে তাতে right click করে blending option এ ক্লিক করুন । এখানে বিভিন্ন অপশন এ ক্লিক( টিক ) করে আপনি বিভিন্ন ধরনের text লিখতে পারবেন ।
কোন বিশেষ ধরনের text তৈরি করতে হলে নিচের মত করে করা যাবে । আজ দেখাব কিভাবে কাঠের টেক্সট তৈরি করা যায় ।
প্রথমে photoshop এ নিচের মত একটি page open করি ।
এখন filter->noise->add noise কমান্ড দিয়ে যে ডায়লগ বক্স পাবেন তাতে নিচের মত মান দিন।
এরপর filter->blur->motion blur কমান্ড দিয়ে প্রাপ্ত ডায়লগ বক্সে ঠিক মত মান বসিয়ে ok করুন।
এই কাঠের লেয়ারের উপরে যেকোনো রঙের টেক্সট লিখুন।
এখন কাঠের লেয়ারটি আবার সিলেক্ট করুন। এ অবস্থায় ctrl ধরে রেখে টেক্সট লেয়ারের থাম্বনেইল এর উপর একটি ক্লিক করুন । তাহলেই text select হয়ে যাবে ।
এবার select> inverse click করুন ।
এবার নিচের ছবির মত background select করে text এর পাশের চোখ এর icon টা তুলে দেই ।
ফলে নিচের মত effect বিশিষ্ট text পাব ।
এতে প্রথমের মত blending option এ ক্লিক করে অন্যান্য effect যুক্ত করতে পারবেন ।
এভাবে আপনি বিভিন্ন effect যুক্ত text তৈরি করতে পারবেন ধন্যবাদ ।
movie download করার জন্য arafatzone.blogspot.com site visit করতে পারেন ।
=))
carry on dear.
ইয়ামিন আরাফাত ভাই চালিয়ে যান l
ভাই এটা কয় পর্ব পর্যন্ত চলবে?
দেখি কতদূর যাওয়া যায় ।