আরিয়ান খান আরিফ
2. "স্বপ্ন, পরিকল্পনা, ধৈর্য, পরিশ্রম আর সাধনা - এই পাঁচ আমার সফলতা ও সকল কাজের প্রেরণা" - বানীতে আরিয়ান
Latest posts by আরিয়ান খান আরিফ (see all)
- আসছে , ওয়ার্ডপ্রেস ইবুক বাংলা সংস্করন ! আপনার কপি নিশ্চিত করুন……… - 16/08/2012
- নতুনদের জন্য:প্রোগ্রামিং ইবুক রিভিউ [ সি ও সি++ ] - 16/08/2012
- প্রোগ্রামিং সি – ( 2 of 40 ) : প্রাথমিক প্রস্তুতি - 14/08/2012
আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ।
আমার বিগত পোস্ট গুলো যারা পড়েছেন, তারা জানেন । কাউকে শিখানোর উদ্দেশ্যে আমি লিখি না । আমার সব কিছু মনে থাকে না তাই লিখে রাখি । তাছাড়া কাউকে কখন শিখান যায়না যদি না, সে শিখতে চায় । আর আমি তো ভার্চুয়াল সুতরাং শিখানোর প্রশ্নই আশে না । আমার এই সাইট কে আমি ওয়েব সাইট না বলে আমার ব্যক্তিগত ডায়েরি বলেই মনে করি । যদি কেউ আমার ল্রখা পরে কিছু জানতে পারে, তার সম্পূর্ণ কৃতিত্ব পাঠকের অর্থাৎ আপনাদের । এখানে আমার বড়াই করার কিছু নাই ।
যাই হোক, প্রোগ্রামিং প্রতি নেশাটা দিন দিন বিরধি পাচ্ছে । তাই প্রোগ্রামিং নিয়ে ঘাটা ঘাটি করতে করতে মনে হল , প্রোগ্রামিং জানলে যেহেতু ভাল মানের ওয়েব ডেভেলপার হউয়া যায় খুব সহজে , সুতরাং ওয়েব সম্পর্কিত কিছু বিষয় সাথে সাথে নাড়াচাড়া করি । সেই কথা মনে হল, যেহেতু আমার মনে রাখতে কষ্ট হয়, সেহেতু একটা বই এর মত পিডিএফ লিখে ফেলি ।
১২ টা অধ্যায় দিয়ে বইটি সাজানোর চেষ্টা করছি । বাচ্চাদের (??) মত করে লেখার চেষ্টা করছি ।
যা যা থাকছে ১২ অধ্যায়, তার সংক্ষিপ্ত রুপ নিচে দেখুন……………………
- ১ম অধ্যায় : সূচনা পর্ব
- ২য় অধ্যায় : কিভাবে ওয়ার্ডপ্রেস এর এক্সপার্ট হবেন ?
- ৩য় অধ্যায় : লোকাল হোস্টে কিভাবে ওয়ার্ডপ্রেস Install করবেন ?
- ৪র্থ অধ্যায় : অনলাইন হোস্টিংএ কিভাবে ওয়ার্ডপ্রেস Install করবেন ?
- ৫ম অধ্যায় : ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি
- ৬ষ্ঠ অধ্যায় : ওয়ার্ডপ্রেস এর থিম কিভাবে তৈরি করবেন ?
- ৭ম অধ্যায় : ওয়ার্ডপ্রেস এর প্লাগইন্স কিভাবে তৈরি করবেন ?
- ৮ম অধ্যায় : ওয়ার্ডপ্রেস সাইটের সিকুরিটি (নিরাপত্তা)কিভাবে নিরাপদ করবেন ?
- ৯ম অধ্যায় : ওয়ার্ডপ্রেস এর এসইও নিয়ে আলোচনা ।
- ১০ম অধ্যায় : ১০ সেরা ওয়ার্ডপ্রেস প্লাগইন্স সেটিং কিভাবে করবেন ?
- ১১ তম অধ্যায় : কিছু গুরুত্বপূর্ণ ইবুকের লিঙ্ক
- ১২ তম অধ্যায় : কিছু গুরুত্বপূর্ণ টিপস
সময় সুযোগ হলে ১২ অধ্যায়ে কি কি থাকবে, টা সংক্ষিপ্ত আলোচনা করার ইচ্ছা রইল ।
আপনিও যদি আমার মত হন (মনে থাকে না !) তাহলে আপনিও পেতে পারেন ১ম সংস্করনের এক কপি ইবুক ফ্রি । ফ্রি কপি পেতে ইমেইল দিয়ে Subscribe করুন সাইট এর হোম পেইজের উপরে ডানে । ধন্যবাদ ।
Subscribe করুন এখানে …………………………
WordPress সম্পর্কিত আরও কিছু পোস্ট
- ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হওয়ার সাতকাহন : এক্সপার্ট হওয়ার গাইডলাইন (1 of 2)
- ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হওয়ার সাতকাহন : এক্সপার্ট হওয়ার গাইডলাইন (2 of 2)
=====================================================================================
-
যা না পড়লেও ক্ষতি নাই, বরং পড়লে সময় নষ্ট !!
=====================================================================================
- গুগল এ এখন প্রচুর বাংলা লেখা পাওয়া যাচ্ছে, সুতরাং আপনার প্রয়োজনীয় লেখা খুজে পেতে বাংলা সার্চ ব্যবহার করেন । (যেমন, what is html ? না লিখে এইচটিএমএল কি ? লিখে সার্চ দেন অনেক তথ্য পাবেন । ) এতে করে বাংলা লেখা দ্রুত ছড়িয়ে যাবে সবার মাঝে, অনেক বাংলা লিখতে উৎসাহ পাবে।
- লেখার সমস্ত আপডেট পেতে শুধু এখানে একটা লাইক দিয়ে রাখুন ।
- আমার লেখার বিষয় আপনার কোন প্রশ্ন থাকলে, আমার ফেইসবুক ব্লগে করুন ।
===================================================================================
-
গুগল এ যেভাবে খুঁজবেন
===================================================================================
- ওয়ার্ডপ্রেস কি ?
- ওয়ার্ডপ্রেস কিভাবে শুরু করবো/করব ?
- ওয়ার্ডপ্রেস কেন ?
- ওয়ার্ডপ্রেস এর সুবিধা কি কি ?
- কিভাবে ওয়ার্ডপ্রেস শেখা শুরু করবেন ?
- ওয়ার্ডপ্রেস এর ভবিষ্যৎ কি ?
- তৈরি করতে পারেন ওয়ার্ডপ্রেস প্লাগিন্স / প্লাগইন্স
- ওয়ার্ডপ্রেস প্লাগিন্স / প্লাগইন্স তৈরি প্লাগইন্স
- ওয়ার্ডপ্রেস থিম তৈরি বাংলা
- বাংলায় ওয়ার্ডপ্রেস থিম তৈরি
- ফায়ারবাগ ( firebug ) কিভাবে ব্যবহার করবেন ?
- ওয়ার্ডপ্রেস শেখার ইবুক
- কেন ওয়ার্ডপ্রেস ? ওয়ার্ডপ্রেস কেন শিখব
- ওয়ার্ডপ্রেসের ভবিষ্যৎ কি ?
- ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন কিভাবে করব ?
- ওয়ার্ডপ্রেস প্লাগিন্স বাংলা ইবুক
- ওয়ার্ডপ্রেস হাতেখড়ি
- ওয়ার্ডপ্রেস ইবুক / ওয়ার্ডপ্রেস ইবুক ফ্রি ডাউনলোড
- ওয়ার্ডপ্রেস ধারাবাহিক টিউটোরিয়াল
- ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল
- how to start wordpress?
- wordpress ebook / wordpress ebook free download
- wordpress step by step tutorial
- how to design wordpress theme
- what is future of wordpress
- wordpress plugins development
- How to start wordpress plugins
- How to start wordpress blogging
- Step By Step wordpress Tutorial
ভালো লাগল
হাহা ।
আমার একটা কপি লাগবে বস|
এডমিন দের দৃষ্টি আকর্ষণ করছি
আমি নতুন কোন পোস্ট লিখতে পারছি না
কি সমস্যা ঠিক বুঝতে পারছি না
একটু কি সমাধান করে দিবেন ?
ধন্যবাদ
Ekhon thik hoye gese
I need this book. Admin vai pls send me the book.
ভাই, আপনি যদি http://www.ariankhanarif.com/wp/ সাইট এ গিয়ে আপনার ইমেইল আইডি দিয়ে Subscribe করেন, তাহলে আপনার ইমেইল এ এক কপি ইবুক পৌঁছে যাবে ।
ধন্যবাদ
I’ve subscribe fro mthe link. But not yet received the book. Please send me the book ASAP on zahid.hasan2606@yaho.com
I’ve subscribe from the link. But not yet received the book. Please send me the book ASAP on zahid.hasan2606@yahoo.com
ভাই Subscribe করেছি ।
প্লীজ আমাকে ১টা কপি পাঠান
gsmsoul@gmail.com
ভাই এত জটিল বিষয় নিয়ে যুদ্ধ করব না শুধু শিখতে চাই
আমার জন্য একটু ফাকা জায়গা রাখেন যাতে
download করে নিতে পারি
বই টি লিখার জন্য আপনাকে ধন্য বাদ ও ঈদ মোবারক
আপনাকেও ধন্যবাদ
ঈদ মোবারাক
অন্যের সামালোচনা করা অনেক সহজ কিন্তু নিজে কিছু করে দেখানো অনেক কঠিন, তাই কারো সমালোচনা না করে পারলে নিজে কিছু করে দেখান, কারো লেখায় যত সাধারন তথ্যই থাকুক যদি কোন ভুল না থাকে তাহলে গঠনমূলক মন্তব্য করে লেখককে উৎসাহিত করুন, আর যদি লেখায় কোন ভুল থাকে তাহলে মন্তব্যের মাধ্যমে মার্জিত ভাষায় ভুলটি উল্লেখ করে দিন, কারন সাধারন তথ্যটা হয়তো আপনার জানা আছে কিন্তু যারা নতুন তাদের তাদের জন্য সাধারন তথ্যটাই অসাধারন।
আমি ওয়ার্ডপ্রেস খুব ভাল বুঝি না, তারপরও ওয়ার্ডপ্রেস দিয়ে বাংলাটেক নামে একটি ব্লগ তৈরি করেছি, যাদের সময় আছে ব্লগটিতে একবার বেড়িয়ে আসার আমন্ত্রন রইল।
ব্লগের ঠিকানা: http://banglatech.tk
সহমত পোষন করলাম ।
দুনিয়াতে কিছু মানুষ আছে যাদের কাজই হলো অন্যের সমালোচনা করা। আরে ভাই নিজে যদি এতই এক্সপার্ট হয়ে থাকিস তবে লেখ না দুই একটা বই। এই রকম সমালোচনা মূলক কমেন্ট দিলেতো টিউনাররা ডাইনোসর এর মত বাংলাদেশ থেইকা হারিয়ে যাইবো। মানলাম উনি ওয়ার্ডপ্রেস এ অত এক্সপার্ট না তবে চেষ্টাতো করতেছে।
ধন্যবাদ আশিক ভাই
আশিক ভাই ঠিকই কইছেন।
তাদের স্বভাব হল নিজে কিছু করতে পারে না তাই অন্যকেও করতে উত্সাহ দিবেনা ।
ওয়ার্ডপ্রেস আসলেই বস জিনিস! আমার দুটো সাইট আছে একটা ফ্রেমওয়ার্কে ( http://bartabangla.com ) করা। আরেকটি ওয়ার্ডপ্রেসে ( http://www.allmedialink.com/ ) । কিন্তু ওয়ার্ডপ্রেসেরটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। ওয়ার্ডপ্রেস অনেক ইউজার ফ্রেন্ডলি আর দেখতে পরিচ্ছন্ন।
ধন্যবাদ
সাইট দুটি ভাল হইছে ।
ধন্যবাদ আরিফ ভাই। পারলে একটু সবার সঙ্গে শেয়ার কইরেন। অনেক কষ্ট করতাছি সাইট দুইটা লইয়া।
ঠিকই বলেছেন ।
আপনার ব্লগ ঘুরে আসলাম . মনে হলো আপনি নিজেই wordpress ভালো বুজেন না. বই লিখলে অন্যরা কি শিখবে বুজতে পারছিনা .তারপর ও ধন্যবাদ
থাক ভাই, এত কঠিন করে বইলেন না। লিখলে নিজেও শিখা হয়।
” লিখলে নিজেও শিখা হয়।”
এটাই
ভাই আমি কিন্তু একবারও বলিনি আমি ওয়ার্ডপ্রেস খুব ভাল পারি বা এক্সপার্ট । আর যারা জানে তাদের যে হেল্প হবে টাও না । শুধু তাদের জন্য । যারা কিছুই জানে না কিন্তু শিখতে চায় । হয়তো কোন প্রতিষ্ঠানে যাওয়ার সামর্থ্য বা ইচ্ছে নেই । শুধু তাদের জন্য লেখার চেষ্টা করব । যাতে কোন ভুল না করি, তার জন্য আপ্রাণ চেষ্টা করব । কাউকে শেখানো আমার উদ্দেশ্য না, কারন আমি নিজেই তেমন কিছু জানি না । শিখতেছি । আরও শিখব ।
>> কথাটি হাস্যকর হলেও সত্য । আমি শেখার জন্য লিখছি – অন্যের জন্য নয় ।
আশা করি বুঝতে পাড়ছেন ।
@ জুবায়ের
আমি আপনার সাথে সম্পূর্ণ এক মত ! আমাদের শিক্ষার জন্য শিখানো উচিৎ । আমি সকল সময় সেটি চেষ্টা করেছি এবং করে যাব :P
জুবায়ের ভাই আপনাকে আর কি বলব সভ্য ভাষায় । যায় হোক আপনি এরকম মন্তব্য করেছেন ভাল কথা। আমার কেন জেন মনে হচ্ছে আপনার মাথার কন প্রবলেম আছে। দোয়া করি তারাতারি সেরে জান , আর ভাল মন্মানসিকতা নিয়ে কমেন্ত করেন।আমি জানি না আপনি কত wordpress expert.হয়তো অনেক ভাল জানেন। এটা আপনার পুরুসত্তের প্রমাণ ধরে নিলাম। তো কেমন পুরুষ আপনি তা প্রমাণ করুন। wordpress নিয়ে লিখুন একটা ইবুক।আপ্নাকে ১ মাস সময় দিলাম। যদি না পারেন, তাহলে জা বোঝার আমরা বুজবো।
আর এডমিন ভাইদের ও বলি এ সব পাগল-ছাগল গুলারে ব্যান করায় ভাল।
অবশ্যই রাখা হবে
আপনার ইমেইল টা যদি পাওয়া যায়
ধন্যবাদ
বস আমার লাই একটা রাইক্ষেন ভাই