নাজমুল হাসান রূপক
http://www.rupok.me
http://www.zovoxz.com
Latest posts by নাজমুল হাসান রূপক (see all)
- অ্যানড্রয়েড অ্যাপ “Bangla Tech Digest”গুগল প্লে স্টোরে ! - 09/09/2013
- ওয়ার্ডপ্রেস সাইটের লোড টাইম কমানোর বিস্তারিত - 24/02/2013
- ফ্রীল্যান্সিং : উদ্যোক্তা হওয়ার স্বপ্ন শুরু যেখানে… - 23/02/2013
এর আগে একটা পোস্ট লিখেছিলাম “সব মেইল অ্যাকাউন্ট নিয়ে আসুন আউটলুক.কম এর পরিচ্ছন্ন ইন্টারফেসে” এই নামে । তখন অনেকেই এখানে নিজের ডোমেইন এবং ইয়াহু সেটাপ করতে পারেন নাই । আবার কেউ কেউ এটাকে আগের আউটলুক ডেস্কটপ অ্যাপ্লিকেশন এর সাথে মিলিয়ে ফেলেছিলেন যদিও কনফিগারেশনে খুব একটা তফাত নেই । আউটলুক.কম এ অনেকটা স্বয়ংক্রিয় ভাবে POP3 এবং IMAP সেটাপ হয়ে যায় ইমেইল নেম দেয়ার পরে । কিন্তু Advanced Options ওপেন করলে দেখা যায় POP3 Username, Incoming Server, Outgoing Server, Port Number ইত্যাদি রয়েছে । এগুলো এখানে স্বয়ংক্রিয় ভাবে আসলেও ডেস্কটপ অ্যাপ্লিকেশনে ম্যানুয়ালি দিয়ে দিতে হয় । যাই হোক আমি সব মেইলের কনফিগারেশন নিচে দিয়ে দিচ্ছি । এটা আশা করি আপনারা দুই যায়গায়ই কাজে লাগাতে পারবেন ।
Live Hotmail / Outlook.com :
আউটলুক.কম এ একাধিক হটমেইল, লাইভ বা আউটলুক অ্যাকাউন্ট অ্যাড করে সহজেই সুইচ করা যায় । এ জন্য আলাদাভাবে POP3, IMAP বা SMTP এর দরকার হবেনা । আপনি আপনার যেকোন উইন্ডোজ অ্যাকাউন্ট(আউটলুক/লাইভ/হটমেইল) এ লগিন করে এই লিঙ্কে গেলেই আরো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন ।
আউটলুক ২০১৩ তে Exchange Active Sync (EAS) এর মাধ্যমে আউটলুক/হটমেইল এক্সেস করা যাবে । এ জন্য আউটলুক কানেক্টর এর দরকার হবে । এটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ।
কানেক্টর ডাউনলোড করে ইন্সটল করার পর আউটলুক চালু করুন ! Add New Account প্রমোট না আসলে নিচের ইন্সট্রাকশন ফলো করুন ।
- Outlook 2003 and Outlook 2007
Tools-> Account Settings…Outlook Connector-> Add a New Account…
- Outlook 2010
File-> Info-> Add Account-> Manually configure server settings or additional server types-> Other-> Microsoft Outlook Hotmail Connector
পপ-আপ স্ক্রিনে আপনার নিচের মত তথ্য দিন ।
POP3
Add New E-mail Account dialog
Gmail
GMail IMAP এবং POP3 দুটোই সাপোর্ট করে । তবে এর জন্য আপনাকে POP/IMAP Forwarding অন করতে হবে । এ জন্য জিমেইলে লগিন করে “সেটিংস” এ ক্লিক করে “Forwarding and POP/IMAP” এনাবল করে দিলেই হবে !
Yahoo!
Yahoo! শুধুমাত্র POP3 আক্সেস সাপোর্ট করে তবে তার জন্য আপনার Yahoo! Mail Plus সাবস্ক্রাইব করা থাকতে হবে !
AOL
AOL POP3 এবং IMAP দুটো আক্সেসই সাপোর্ট করে তবে AOL অ্যাড্রেস এবং AIM অ্যাড্রেস এর জন্য আলাদাভাবে সেটাপ করতে হবে !
স্ক্রীনশটঃ নিচে সবগুলি প্রসেস এর স্ক্রিনশট দেয়া হল – – (দেখতে সমস্যা হলে ফ্লিকার ফটো স্ট্রীম থেকে দেখুন)
After setting the main account settings, press the More Settings… button
Configure Authentication
Advanced IMAP settings
Advanced POP3 settings
Single screen configuration for the Outlook Connector
যথাসাধ্য সহজ ও বিস্তারিত দেয়ার চেষ্টা করেছি । তারপরেও কারো কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন । আর ছবিগুলো ভালভাবে দেখার জন্য ফ্লিকার ফটো স্ট্রীম থেকে দেখতে পারেন !
লেখাটি সর্বপ্রথম এখানে আমার নিজস্ব ব্লগে প্রকাশিত হয় ! কেউ চাইলে আমার ব্লগ থেকে আরো কিছু পোস্ট দেখে আসতে পারেন !
নতুন নতুন অ্যাপস, গেমস ও টেকনোলজি আপডেট পেতে ফেসবুকে Rupok’s Apps এর সাথে থাকতে পারেন…
১০০% দারুন
lllll চরম ভাই llllll
vai amar mail outgoing ok but incoming hoi na.Somadhan chai plz…
জেনে ভাল লাগল ।
ধন্যবাদ নাজমুল ভাই