Obaid Ullah Aiman
Daffodil International University
Latest posts by Obaid Ullah Aiman (see all)
প্রথমে মাই কম্পিউটার এর প্রপার্টিস এ যান ।
তারপর এডভান্স অপশন সিলেক্ট করুন ।
পারফরমেনস অপশনস এর থার্ড অপশন এডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স সিলেক্ট করে ok করি ।
তারপর ডেস্কটপ এ right বাটন ক্লিক করে প্রপার্টিস এ গিয়ে থিমস এ Windows ক্লাসিক সেট করে নিন, তারপর ok করুন ।
কাজটি ok করার পর স্ক্রিন সেভারও অফ করে রাখুন । এর ফলে আপনার কম্পিউটার এর গ্রাফিক্স এফেক্ট অফ
হয়ে যাবে, রেম এর উপর চাপ কম হবে, যার ফলে আগের চেয়ে বেশি স্পীড পাবেন ।
ভার্চুয়াল মেমরি বাড়িয়ে নিন : প্রথমে মাই কম্পিউটার এর প্রপার্টিস গিয়ে এডভান্স অপশন সিলেক্ট করুন, পারফরমেন্স অপশন এর সেটিং এ ক্লিক করে আবার advance এ ক্লিক করুন ।
পারফরমেন্স অপশন এর ভার্চুয়াল মেমরি এর change অপশন এ ক্লিক করুন ।
এখানে কাস্টম সাইজ এ আপনার রেম এর মেমরির দিগুন সাইজ সেট করুন ইনিশিয়াল সাইজ এ, আর তার ডাবল সাইজ সেট করুন মাক্সিমাম সাইজ এ, তারপর ok করে রিস্টার্ট চাইলে রিস্টার্ট দিন ।
অতিরিক্ত সকল ফাইল রিমুভ করুন :
স্টার্ট মেনুতে ক্লিক করে রান এ ক্লিক করুন, তারপর লিখুন “prefetch” এন্টার দিন, সকল ফাইল মুছে ফেলুন ।
একইভাবে temp %temp% cookies inf লিখে একে একে এন্টার দিয়ে সব ফাইল মুছে ফেলুন ।
এখন দেখুন আপনার কম্পিউটার আগের চেয়ে দ্রুত গতির হয়েছে । চলবে …
কম্পিউটার এর আরো টিপস সম্পর্কে জানতে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন । এটা আমার ফেসবুক পেজ । বন্ধু হতে চাইলে রেকুএস্ট ও পাঠাতে পারেন। ভালো থাকবেন সবাই । ধন্যবাদ ।
jak posta kaje laglo
Thanks for Amazing Post.
দারুন তো আগে জানতাম না