Latest posts by ছন্ন ছাড়া অমানুষ (see all)
নমস্কার ও সালাম সবাইকে। আশা করি সবাই ভালই আছেন। সবাইকে টিউনারপেজ এ স্বাগতম। বন্ধুদের ব্লগে এটাই আমার প্রথম পোস্ট। আশা করি আপনাদের ভালই লাগবে। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি দ্রুতগামী ব্রাউজার। ব্রাউজারটির নাম Maxthon 3
অন্য সকল ব্রাউজার থেকে এই ব্রাউজারটি বেশ দ্রুতগামী ও অনেক গুলো জোস ফিচারও রয়েছে যেগুলো ফায়ারফক্স, গুগল ক্রোম,অপেরা বা সাফারি কোন ব্রাউজারে নেই।
আচ্ছা কথা না বারিয়ে সব ফিচার গুলো আপনাদের বিস্তারিত বলি।।
Maxthon 3 এর ফিচারসমুহঃ
- বুকমার্ক ট্যাবঃ
এটি মাক্সথন ব্রাউজারের মেইন বুকমার্ক ট্যাব পেজ। এখানে আপনি আপনি টপ পপুলার ওয়েবসাইট গুলোর বুকমার্ক একসাথেই পাবেন যেটি ফায়ারফক্স বা ক্রোমে পাবেন না। আর ৩ নম্বর ট্যাবে গেলে আপনি আপনার পছন্দের ওয়েবসাইট গুলোও বুকমার্ক করে নিতে পারবেন। এখান থেকে আপনি Configure বাঁটনে ক্লিক করে কালার ও পেজ গুলো নিজের ইচ্ছে মত সেট করে নিতে পারবেন।।
ট্যাব লিস্ট অপশনঃ
এরপরে আসি ট্যাব লিস্ট অপশনে। এই অপশনটি দিয়ে আপনি আপনার সকল ট্যাব গুলো ক্লোজ ও বিশেষ করে একসাথে সব ট্যাব গুলোকে রিফ্রেশ করতে পারবেন।
- স্কিনঃ
আপনি নিজের ব্রাউজার এর স্কিন ইচ্ছে মত চেঞ্জ করে নিতে পারবেন। এর জন্য কোন অ্যাড অন বা এক্সটেনশন এর প্রয়োজন হবে না। Get More Skins.. এ ক্লিক করে আরও স্কিন ডাউনলোড করে
নিতে পারবেন।
-
মাল্টি ল্যাঙ্গুয়েজঃ
মাক্সথনে আপনি আপনার পছন্দের ভাষাটি ইউজ করতে পারবেন। ইচ্ছে করলে আপনি বাংলা ভাষায়ও মাক্সথন ইউজ করতে পারবেন।
-
ম্যাজিক ফিলঃ
এই অপশন দিয়ে আপনি চেক করে নিতে পারবেন আপনার কোন কোন সাইট এ পাসওয়ার্ড অলরেডি সেভ করা আছে। আর চাইলে আপনি মাক্সথন ব্রাউজারটিকেও পাসওয়ার্ড দিয়ে লক করে
দিতে পারবেন। এর জন্য আপনাকে মাক্সথন এ একটি অ্যাকাউন্ট বানাতে হবে আর লগইন করে পাসওয়ার্ড সেট করে দিতে হবে।
-
স্নাপঃ
স্নাপ অপশনটা আসলে হল স্ক্রিনশটের সেইম। আপনি নিজের ইচ্ছে মত স্পেস সিলেক্ট করে বা পুরো পেজ এর স্নাপ নিতে পারবেন আরও সহজে।
- ট্রান্সলেটঃ
এই অপশন দিয়ে আপনি সরাসরি গুগুল ট্রান্সলেট এর ওয়েবসাইট এ কানেক্ট করতে পারবেন আরও দ্রুত।
- স্কাই নোটঃ
আপনি এই অপশনটি দিয়ে ব্রাউজারের মাঝেই একটি নোটপ্যাড খুলতে,লিখতে ও সেভ করতে পারবেন। চাইলে ডকুমেন্ট Inport ও করতে পারবেন।
- নাইট মুডঃ
নাইট মুড অপশন দিয়ে আপনি নির্দিষ্ট সময় পরে নাইট মুদ অন করে দিতে পারবেন। যার ফলে সন্ধ্যার পরে আপনার চোখে আর অতিরিক্ত মনিটরের প্রেসার পরবে না।
- এক্সটারনাল টুলসঃ
আপনি এই অপশনটি দিয়েই ব্রাউজারে পিসি এর বেশ কিছু টুল অ্যাড করে নিতে পারবেন। যেমনঃ My Computer, ক্যালকুলেটর, ক্যালেন্ডার ইত্যাদি।
- রিসোর্স স্নিফারঃ
এই ফিচারটি দিয়ে আপনি যেকোনো ছবিকে ফুল ভিউ তে ওপেন করে সাইজ চেঞ্জ করে ডাউনলোড করতে পারবেন।
- অ্যাড হান্টারঃ
এই অপশনটি আপনার যেকোনো ওয়েবসাইট এর বিরক্তিকর অ্যাডস গুলো ওপেন হওয়া বন্ধ করে দিবে। এর জন্য আপনার ফায়ারফক্স এর মত কোন অ্যাড অন অ্যাড করতে হবে না।
- মিউট অপশনঃ আপনি লক্ষ্য করে থাকবেন, অনেক ওয়েবসাইট ওপেন হলেই ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজা শুরু করে যেটি আপনার ব্রাউজ করার স্পীড কমিয়ে দেয়। সেই ওয়েবসাইট গুলোতে আপনি এই অপশন এ ক্লিক করে মিউট করে দিতে পারেন মিউজিকগুলো।
- ইন্ডিকেটরঃ
এই অপশন দিয়ে আপনি আপনার ডাউনলোড-আপলোড স্পীড ও CPU এর ইউজ, IP সম্পর্কে দেখতে পারবেন।
কি পছন্দ হল ব্রাউজার টা?? ডাউনলোড করবেন নাকি??
ডাউনলোড লিংকঃ
ভাল থাকুন আর ভাল রাখুন আপনার কাছের মানুষটিকে।।
আমাদের ফেসবুক এ পাবেন লেটেস্ট দুনিয়া ও টেকনোস্পট বিডি পেজ এ।। :D
so nice
শেয়ারের জন্য ধন্যবাদ ।
ধন্যবাদ পাওয়ার মত পোস্ট।
সুন্দর টিউন জন্য ধন্যবাদ
ক্রোমের মত এখানেও বাংলা লিখাতে সমস্যা। দাড়ি র পরে বাংলা লিখা অনেক জায়গায় বক্স বক্স আকারে আসে…
জাস্ট যেখানে বক্স হয়ে যায় সেখানের আগে একবার এন্টার চাপুন , আর ব্যাকস্পেস দিয়ে কেটে দিন। ঠিক হয়ে যায়।। :)
ভাল লাগল |
ব্রাউসার স্পিডি করতে গিয়ে pc স্লো হবে নাতো !
ধন্যবাদ সুন্দর টিউন করার জন্য |
নাহ ভাই। আমি নিজেই ইউজ করতেছি।। :) এমন কিছুই হয়নি এখনও।। :)
ভাল লাগল |
ব্রাউসার স্পিডি করতে গিয়ে pc স্লো হবে নাতো !
ধন্যবাদ সুন্দর টিউন জন্য
আপনার এত সুন্দর টিউনটির বারটা বাজিয়ে দিল
ধন্যবাদ সুন্দর টিউন জন্য.