Latest posts by saiful_munna1990 (see all)
- আমাদের এই মানুষগুলোর পাশে দাড়ানো দরকার - 10/08/2012
প্রথমেই এই ধরনের টিউন করার জন্য ক্ষমা প্রার্থনা করছি । আমি আসলে প্রগতি সমাজ কল্যান সংস্থা,পলাশ, নরসিংদী এর বর্তমান সাধারন সম্পাদক হিসেবে কাজ করছি । আমাদের সংস্থার লক্ষ্য আমাদের অসহায় ভাইদের সহায়তা করা । এর মধ্যে গত ২বছর ঈদে আমরা আমাদের গরীব মানূষদের খাবার কিনে দিয়েছি,শীতে শীতার্ত মানুষের কম্বল দিয়েছি এবং এই সব ই ছিলো আমাদের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে কিন্তু এই বছর আমরা ঠিক করেছি ভাল একটা ফান্ড গঠন করতে পারলে খাবার কিনে দেওয়ার পর অবশিষ্ট টাকা দিয়ে এমন কিছু করা যাতে কিছু লোকের অন্যের কাছে আগামী বছর হাত না পাতা লাগে যেমন- সেলাই মেশিন কিনে দিয়ে তা চালানোর প্রশ্রিক্ষন দেওয়া বিনামূল্যে অথবা ছাগল বা গরু কিনে দেওয়া ।এই সব তা আমাদের ১০-১২ জনের পক্ষে একা করা সম্ভব নয় তাই আপনাদের সহায়তা কামনা করছি ।আমাদের কথাতে বিশ্বাস না ও হতে পারে তাই বলব ফেসবুক এ আমাদের একটি পেজ আছে এবং আমাদের এডমিনদের ও আইডি আছে তা দেখার জন্য । সকলের সহযোগিতা পেলে ইনশাল্লাহ প্রতিবারের মত এই বারও আমরা এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারবো । আমরা আমাদের সর্বোত্তম চেষ্টা করছি আমাদের এই আশেপাশের মানুষগুলোকে সাহায্য করার জন্য…. Progoti Somajkollan Songstha, Palash,Narsingdi A/C Holder Name: Md. Saiful Islam Munna A/C NO.-018339739412 Dutch-Bangla bank ltd. Or you can contact… Saiful Munna – 01911154033 Kazi Farid – 01922802356 Precepter Masum – 01712959689 Afjal Robel – 01912485265 আমাদের ফেসবুক পেজ- http://www.facebook.com/progotisomajkollan আমাদের ফেসবুক গ্রুপ- http://www.facebook.com/groups/142913805818410/