বিসমিল্লাহির রহমানীর রাহীম
আসসালামু আলাইকুম ।
সবাই কেমন আছেন?আশা করি ভালোই আছেন ।যাই হোক আবার ফিরে এলাম পোষ্ট করতে ।
অনেক সময় একজনের ব্যক্তিগত কম্পিউটার আরেকজন ব্যবহার করে। এমনিতে এটা তেমন সমস্যা নয়, তবে ব্যবহারকারী অনভিজ্ঞ হলে বিপত্তি আছে! যেমন সেটিংস বদল হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে কিভাবে সমস্যাটি হলো, না জানা পর্যন্ত এর সমাধান করা দুষ্কর। এ ধরনের সমস্যা সমাধানে উইন্ডোজ সেভেনে ‘ডিফল্ট‘ হিসেবে যুক্ত করা হয়েছে ‘প্রবলেম স্টেপ রেকর্ডার‘। এর মাধ্যমে অনভিজ্ঞ ব্যবহারকারী কম্পিউটারে যেসব কাজ করেছে, তার ইতিহাস দেখা যাবে।
এ সুবিধা পেতে নতুন ব্যবহারকারী কম্পিউটারে বসার আগে Start থেকে Run-এ গিয়ে PSR টাইপ করে Enter চাপলে নতুন একটি উইন্ডো আসবে। এখান থেকে ‘প্রবলেম স্টেপ রেকর্ডার‘ চালু করে নিতে হবে। এরপর ওই ব্যবহারকারী উঠে গেলে রেকর্ডিং বন্ধ করে সেভ করে রাখতে হবে। এ সময় যদি কম্পিউটারে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে রেকর্ড ফাইল থেকে ব্যবহারকারী কম্পিউটারে কী কী কাজ করেছিল, তা একনজরে দেখে নিতে পারবেন। সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে কম্পিউটার আবার ঠিকও করে ফেলা যাবে।
এটাই তো দরকার ।
josh post
সুন্দর পোস্ট | ধন্যবাদ
দারুন সত্যিই দারুন
সুন্দর টিপস ধন্যবাদ শেয়ার করার জন্য।
আতাউর রহমান ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে আমাকে উৎসাহ দেবার জন্য ।
সুন্দর পোস্ট
ধন্যবাদ ! আমাকে উৎসাহ দেবার জন্য ।
আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য। :)
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
dhonyobad vai…amar blog e nimontron roilo- http://cyberdemand.blogspot.in/
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
আপনার ব্লগটা সুন্দর হয়েছে ।