আজকাল অনেকেই বাংলাদেশের বিভিন্ন ইন্টারনেট কানেকশান ব্যবহার করে ব্লগস্পট এর সাইট গুলোতে ঢুকতে পারছেন না। যেমনঃ গ্রামীনফোন, সিটিসেল, বাংলালায়ন, ইত্যাদি। এটার দুই ধরনের সমাধান আছে। প্রথমত আপনি আইপি পরিবর্তন করে ঢুকতে পারেন অথবা প্রক্সি সাইট ইউজ করে। আর দ্বিতীয় সমাধান হচ্ছে DNS ব্যবহার করে। আমি এখন এই দ্বিতীয় পদ্ধতিটির বিবরন সহ স্ক্রীনশট দিলাম। আশা করি বুঝতে অসুবিধা হবে না।
1. পথমে Control Panel যান। তারপর সেখান থেকে Network Connection এ যেয়ে আপনার একটিভ কানেকশনটির Properties এ যান।
2. Networking ট্যাব এ গিয়ে Internet Protocol (TCP/IP) মার্ক করে Properties এ যান।
3. General থেকে Use the following DNS server addresses মার্ক করে Preferred DNS
4. server এ 4.2.2.8 or 4.2.2.2 এবং Alternate DNS server এ 4.2.2.5 or 8.8.8.8 লিখে OK করুন।
এবার ইন্টারনেট ডিস্কানেক্ট করে আবার পুনরায় কানেক্ট করুন। তারপর দেখুন সমাধান হয় কিনা।
সুত্রঃ HelpfulHub.com (প্রশ্নোত্তর ভিত্তিক ভিন্নধর্মী কমিউনিটি)
সমাধানের জন্য ধন্যবাদ ।
হু ব্লগস্পট প্রায়ই সমস্যা করে। তবে এবার যাবে কোথায়..
ধন্যবাদ।
দারুন কিছু শিকলাম
ধন্যবাদ
আমারও জুম রয়েছে। এই মুহুর্তে ঢোকা এলেও গতকাল যাচ্ছিল না।
আমি জুম ইউজ করি । ঢুকতে কোন সমস্যা হচ্ছে না তো
blogger.com এ ঢুকলেই আপনার এডমিন প্যানেল পেয়ে যাবেন। যদিও bloggeruzzal.blogspot.com নামে রেজিস্ট্রেশান না করে থাকেন তা হলে ওখানে গিয়েই আগে রেজিস্ট্রেশান করে নিতে হবে। কোন সমস্যা হলে helpfulhub.com গিয়ে আপনার সমস্যার কথা জানান। আশা করি আরও ভালো সাহায্য পাবেন। :)
আমার blog site হবে bloggerUzzwal.blogspot.com.
কিভাবে?
একটু সাহায্য করবেন প্লিজ!!
Ami amar email o password babohar kore login korle natun blog likhte bole.kintu ami amar admin page a khabe jabo?
আমি ঢুকতে পাচ্ছি )
টিউনের জন্য ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ।
:D