গেমওয়ালা
Latest posts by গেমওয়ালা (see all)
- গ্রামীণফোনের নিষিদ্ধ নেট!! ২জি এবং ৩জি (পিসি/এন্ড্রয়েড) - 13/10/2014
- গেমস জোন :: ভাইস সিটি স্টোরিস – পিসি সংস্করণ! (২০১৪) - 07/10/2014
- গেমস জোন :: ভাইস সিটি গেমওয়ালা এডিশন!! - 28/09/2014
মাস তিনেক আগে ডিজিটাল পাঠশালায় আমি আপনাদেরকে এডোবি ফটোশপ এর প্রজেক্ট ভিক্তিক ২০-২২টি টিউটোরিয়াল দেখিয়েছিলাম। এরই ধারাবাহিকতায় আমি এবার আপনাদের জন্য নিয়ে এসেছি এডোবি ইলাস্ট্রেটর এর প্রজেক্ট ভিক্তিক ধারাবাহিক টিউটোরিয়াল। এডোবি ফটোশপের টিউটোরিয়াল আবার শুরু হচ্ছে । তবে এরই সাথে এডোবি ইলাস্ট্রেটর এর ও টিউটোরিয়াল শুরু করছি। অনেকেই টিউনারপেজ এ ফটোশপ টিউটোরিয়াল নিয়ে টিউন করেন। তবে ইলাস্ট্রেটর নিয়ে কেউ তেমনটি টিউন করেন নাহ। তাই ভাবলাম আমিই ইলাস্ট্রেটর এর টিউন শুরু করি।
যাহোক আর কথা না বাড়িয়ে কাজের টিউন এ আসুন . . . . . . . ।
ফটোশপের টিউটোরিয়াল এর মতোই এখানেও থাকছে অধ্যায় ভিক্তিক টিউটোরিয়াল। এখানে একদম বেসিক থেকে শুরু করা হবে। যাতে সব ধরণের ভিজিটর’রা টিউটোরিয়াল পড়ে যাতে শিখতে পারেন।
আমার এই ইলাস্ট্রেটর পাঠশালায় সর্বমোট ১৬টি অধ্যায় থাকছে। যথা:
।।।। ভূমিকা।।।।
২। এডোবি ইলাস্ট্রেটর এর কিছু পরিচিতি।
৩। টুলসমূহের পরিচিতি এবং ব্যবহার।
৪। প্যানেল (প্যালেট) নিয়ে আলোচনা।
৫। ড্রয়িং বেসিক অবজেক্ট।
৬। থ্রিডি অবজেক্ট তৈরি।
৭। মেনু পরিচিতি
৮। লেয়ার নিয়ে আলোচনা
৯। টেক্সট নিয়ে আলোচনা
১০। ইলাস্ট্রেটরে রং এর ব্যবহার।
১১। অবজেক্ট নিয়ে কাজ করা।
১২। ইমেজ নিয়ে কাজ করা।
১৩। ফিল্টার নিয়ে কাজ করা।
১৪। ইলাস্ট্রেটর কাস্টোমাইজ করা।
১৫। ইলাস্ট্রেটর প্রজেক্টস।
১৬। হেল্প নিয়ে আলোচন।
প্রত্যেকটি অধ্যায় কে ৩টি ক্লাসে বিভক্ত করেছি। সেই হিসাবে ১৬ * ৩ = ৪৮ বা ৫০টি টিউন করা হবে সর্বমোট। সপ্তাহে ২টি করে টিউন করা হবে।
তবে আসুন শুরু করি।
আজকের অধ্যায়:
ভূমিকা ।
ভূমিকা
গ্রাফিক্স:
শিল্পীর রং আর তুলির সাথে স্রষ্টার সৃজনশীলতা একাকার হয়ে ফুটে ওঠে তার আঁকা শিল্পকর্মের মধ্যে। বর্তমানে ডিজিটাল প্রযুক্তির যুগে শিল্পীর রং-তুলিকে আরও শক্তিশালী করতে কম্পিউটারে নিয়ে আসা হয়েছে। একেই ডিজিটাল গ্রাফিক্স বলা হয়। কম্পিউটারে কোনো গ্রাফিক্স চিত্র আঁকার ব্যাপারে পার্থক্য শুধু ক্যানভাসের প্রকৃতিতে। ক্যানভাসটি ডিজিটাল। সাধারণ কথায় গ্রাফিক্স বলতে বিভিন্ন ধরণের তথ্য, ছবি বা অন্যান্য বিষয়সমূহের ভিজ্যুয়াল উপস্থাপনাকে বোঝানো হয়। কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার এর সাহায্যে এই ধরনের ভিজ্যুয়াল উপস্থাপনাকে কম্পিউটার গ্রাফিক্স বলা হয়ে থাকে।
এডোবি ইলাস্ট্রেটর:
ইলাস্ট্রেটর হলো জনপ্রিয় গ্রাফিক্স সফটওয়্যার নির্মাতা জন ওয়ারনকের এডোবি সিস্টেম ইনকর্পোরেট এর ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ন্ড ইলাস্ট্রেশন প্রোগ্রাম। পোস্টস্ক্রিপ্ট নামক প্রিন্টার ল্যাংগুয়েজ, একমাত্র ফন্ট এডিটর ফন্টোগ্রাফার, ইমেজ এডিটিং এর সেরা সফটওয়্যার ফটোশপ, পেজ মেকিং এর জন্য পেজ মেকার সহ আরো অনেক সফটওয়্যার এর জন্য এডোবি সিস্টেম ইনকর্পোরেট সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়।
ইলাস্ট্রেটর শিখে আপনি যা যা করতে পারবেন:
ক) বইয়ের কাভার, সিডির কাভার, ব্রসিওর, লিফটেডসহ প্রিন্ট মিডিয়ার সকল ধরনের কাজের জন্য যেকোনো ধরণের ডিজাইন তৈরি।
খ) প্রিন্টিংয়ে যাবার আগে যেকোনো প্রিন্টিং আইটেমের গ্রাফিক্স ও টেক্সেটের সমন্বয়ে পূর্ণাঙ্গ ডিজাইন লেআউট তৈরি।
গ) প্রিন্টিং দেবার আগে এর কালার সেপারেট করে প্রয়োজনীয় ট্রেসিং বা ফিল্ম আউটপুট দেবার জন্য আউটপুট ফাইল তৈরি।
ঘ) ওয়েবে ব্যবহার উপযোগী যেকোনো ধরনের গ্রাফিক্স ডিজাইন।
ঙ) যেকোনো ধরনের ইন্টারএ্যাকটিভ এলিমেন্ট যেমন- বাটন, ইন্টারফেস প্রভৃতির লেআউট তৈরি ইত্যাদি।
ইলাস্ট্রেটরের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার ও সফটওয়্যার:
ইলাস্ট্রেটর ১০/১১(সিএস) / ১২(সিএস২) প্রোগ্রামসমূহ চালনার জন্য প্রয়োজনীয় হার্ডওয়ার এবং সফটওয়্যার হল:
#) পেন্টিয়াম ৩ বা তদুর্ধ্ব প্রসেসর
#) ন্যূনতম ৫০০ মেগাবাইট স্পেসসহ হার্ডডিস্ক।
#) ১২৮ মেগাবাইট RAM
#) ৮০০ * ৬০০ পিক্সেল প্রদর্শন ক্ষমতার ভিডিও কার্ড।
#) সিডি রম ড্রাইভ
#) উইন্ডোজ এক্সপি।
ভালো পারফরমেন্সের জন্য:
#) ৫১২ মেগাবাইট RAM
#) ২জিবি হার্ডডিস্ক
#) ২৮বিট ভিডিও ডিসপ্লে কার্ড
ইলাস্ট্রেটর সিএস৩, সিএস৪ এবং সিএস৫ ভার্সনের জন্য:
#) পেন্টিয়াম ৪, ২গিগাহার্টজ বা দ্রুতগতির প্রসেসর
#) সার্ভিস প্যাক ২ সহ উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ সেভেন।
#) ১গিগাবাইট RAM (২গিগাবাইট উইন্ডোজ সেভেন এর জন্য।)
#) ২জিবি হার্ডডিস্ক
#) ১০২৪ * ৭৬৮ রেজুলেশনের ভিডিও কার্ড।
#) ডিভিডি রম ড্রাইভ
ইলাস্ট্রেটর সিএস ৬ ভার্সনের জন্য:
#) পেন্টিয়াম ডুয়াল কোর, ১.৮ গিগাহাটর্জ প্রসেসর।
#) সার্ভিস প্যাক ৩ সহ উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ সেভেন।
#) ২গিগাবাইট RAM
# ২জিবি হার্ডডিস্ক।
#) ১০২৪ * ৭৬৮ রেজুলেশনের ভিডিও কার্ড।
#) ডিভিডি রম ড্রাইভ
তবে আমার এই পাঠশালায় এডোবি ইলাস্ট্রেটর সিএস ৩ ভার্সন থেকে উপরের যেকোনো ভার্সন নিয়ে কাজ করতে পারেন।
ডাউনলোড করে নিন ইলাস্ট্রেটর CS3 ভার্সন টি:
Adobe Illustrator CS3:
http://www.mediafire.com/?67ttmvzl7nvhyj2 (88MB)
ইলাস্ট্রেটর এর বাড়তি সুবিধাসমূহ:
১। ইলাস্ট্রেটর হচ্ছে পিওর ভেক্টর গ্রাফিক্স তৈরির সফটওয়্যার । সুতরাং এখানে যেকোনো ধরণের রাষ্টার গ্রাফিক্স তৈরি, এডিংটি এর যাবতীয় সুবিধাগুলো পাওয়া যাবে।
২। ইলাস্ট্রেটর এ একই টেক্সট তৈরি ও ফরমেটের কাজ করা যায়, সেই সাথে টেক্সটের সাথে ইমেজকে যেকোনো ভাবে কম্পোজিশন করা যায়। এর ফলে ইলাস্ট্রেটর ব্যবহার করে টেক্সট ও গ্রাফিক্সের সমন্বয় করে যেকোনো ধরণের ডিজাইন তৈরি করা সম্ভব।
৩। ইলাস্ট্রেটর থেকে কালার সেপারেশন ও আউটপুট দেবার সেটিংসমূহ ব্যবহার সরাসরি যেকোনো ফাইলকে প্রিন্টিং করার জন্য Ready করে ফেলে।
৪। বর্তমানে ইলাস্ট্রেটর (সিএস ৩, ৪, ৫, ৬) এ সরাসরি থ্রিডি অবজেক্ট তৈরি ও এডেটিং এর সুবিধা যুক্ত হয়েছে।
৫। ইলাস্ট্রেটর সিএস ৩ থেকে উপরের যেকোনো ভার্সনে রয়েছে অনেক সিম্বল এবং ইন্টারনেট থেকে ডাউনলোড এর জন্য রয়েছে আনলিমিটেড সিম্বল। এইসব সিম্বলগুলোকে ইলাস্ট্রেটরের বিভিন্ন এডিটিং টুল দিয়ে ইচ্ছেমত এডিটেং করে ডকুমেন্ট এ ব্যবহার করা যায়।
৬। এছাড়াও রয়েছে ডিফল্ট ভাবে সেট করা অনেক টেম্পলেট এবং ডাউনলোড করার যোগ্য অসংখ্য টেম্পলেট।
সামনের পর্ব থেকে মূল ক্লাশ শুরু হচ্ছে। সবাইকে সেখানে আমন্ত্রণ রইল।
ধন্যবাদ।
এডোবি ইলাস্ট্রেটর, ধন্যবাদ পাওয়ার মত পোস্ট।
ভালো tune.
আপনার ডিজিটাল পাঠশালায় আমি একজন নিয়মিত ছাত্র. আমার একটা অনুরোধ-আপনার টিউনগুলো পিডিএফ আকারে ডাউনলোড লিংকে প্রকাশ করবেন?
সহমত
সোজা প্রিয় তে । । \
দারুন । ।
চালিয়া যান । ।
দারুন পোস্ট । ।
জটিল দেখালেন
darun :)
আমকার স্টকের পাল্লা দিন দিন বাড়তেছে , রেখে দিলাম আমিও
অনেক ভালো লেগেছে আপনার পস্ত।