Latest posts by Trojan Baby (see all)
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে “হুমায়ুন স্যারের ৩য় পর্বের” কিছু বই শেয়ার করবো । আশা করি আপনাদের ভালো লাগবে ।
হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর,১৯৪৮ — ১৯ জুলাই,২০১২) বিংশ শতাব্দীর বাঙ্গালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং নাট্যকার। বলা হয়, বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের তিনি পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। ২০১১ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অতুলনীয় জনপ্রিয়তা সত্বেও তিনি অন্তরাল জীবন-যাপন করেন এবং লেখলেখি ও চিত্রনির্মাণের কাজে নিজেকে ব্যস্ত রাখেন। তাঁর বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানী সেনাবাহিনী তাকে আটক করে এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি চালায়। তিনি অলৌকিকভাবে বেঁচে যান। ২০১১-এর সেপ্টেম্বর মাসে তাঁর দেহে আন্ত্রীয় ক্যান্সার ধরা পড়ে। তবে টিউমার বাইরে ছড়িয়ে না-পড়ায় সহজে তাঁর চিকিৎসা সম্ভব হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসাবে দীর্ঘকাল কর্মরত ছিলেন। হুমায়ূন আহমেদ ২০১২ খ্রিস্টাব্দের শুরুতে জাতিসংঘে বাংলাদেশ দূতাবাসে সিনিয়র স্পেশাল অ্যাডভাইজারের দায়িত্ব গ্রহণ করেন।
হুমায়ুন স্যার সম্পর্কে আরো জানতে চাইলে এই ব্লগে পূর্বে আমার লেখা পোস্টটি পড়ুন।
আমার অত্যন্ত প্রিয় লেখক যিনি সাধারন ও সাবলীল ভাষায় লিখতে পারতেন অসাধারন গল্প, উপন্যাস । এমন একজন গুণী লেখক আর জন্ম নিবেন কিনা জানিনা । আমি তার বিদায়ী আত্নার মাগফেরাত কামনা করছি । আমার অত্যন্ত প্রিয় লেখককে স্নরণ করে আজকে আমি হুমায়ুন আহমেদ স্যারের কিছু বই-(পর্ব ৩) আপনাদের সাথে শেয়ার করবো ।
হুমায়ুন স্যারের ১ম পর্বের বইগুলো দেখতে এখানে যান————– ১ম পর্ব
হুমায়ুন স্যারের ২য় পর্বের বইগুলো দেখতে এখানে যান————– ২য় পর্ব
আপনাদের সাথে আমার “হুমায়ুন স্যারের ৩য় পর্ব” এর বই শেয়ার করতে আবারও বেশ দেরি হয়ে গেলো | যাই হোক দেখে নেন ৩য় পর্বের আপনার কোন কোন বই দরকার |
১.তন্দ্রাবিলাস (৫ মেগাবাইট)
২.তোমাকে (৬ মেগাবাইট)
৩.তোমাদের এই নগরে (৫ মেগাবাইট)
৪.তিথীর নীল (৮ মেগাবাইট)
৫.তেতুল বনে জোস্না (১৪ মেগাবাইট)
৬.তারা তিন জন (৭ মেগাবাইট)
৭.সৌরভ (৪ মেগাবাইট)
৮.সবাই গেছে বনে (৫ মেগাবাইট)
৯.শঙ্খনীল কারাগার (৭ মেগাবাইট)
১০.শূন্য (৬ মেগাবাইট)
১১.ছায়ামল ছায়া (২ মেগাবাইট)
১২.শুভ্র গেছে বনে (৮ মেগাবাইট)
১৩. শুভ্র (১২ মেগাবাইট)
১৪.সেদিন ক্রিস্টমাস (৬ মেগাবাইট)
১৫.হিমুর রুপালী রাত্রি (৩ মেগাবাইট)
১৬.হলুদ হিমু কালো রেব (৬ মেগাবাইট)
১৭.হুমায়ুন আহমেদ এর প্রেমের গল্প (৮ মেগাবাইট)
১৮.জলিল সাহেবের পিটিশন (৬৭ কিলোবাইট)
১৯.যদিও সন্ধ্যা (১০ মেগাবাইট)
২০.কিছু শৈশব (১০ মেগাবাইট)
২১.কিছুক্ষণ (৯ মেগাবাইট)
২২.কৃষ্ণপক্ষ (২৫৮ কিলোবাইট)
২৩.কূহক (৭ মেগাবাইট)
২৪.কুটু মিয়া (১০ মেগাবাইট)
২৫.লিলুয়া বাতাস (৪ মেগাবাইট)
২৬.মানবী (৫ মেগাবাইট)
২৭.মিসির আলী আনসলভ (৬ মেগাবাইট)
২৮.মিসির আলীর চশমা (১ মেগাবাইট)
২৯.মজার ভূত (৭ মেগাবাইট)
৩০.ময়ূরাক্ষী (৬ মেগাবাইট)
৩১.ময়ূরাক্ষীর তীরে প্রথম হিমু (২০৭ কিলোবাইট)
৩২.মৃন্ময়ী (১১ মেগাবাইট)
৩৩.মৃন্ময়ীর মন ভালো নেই (৮ মেগাবাইট)
৩৪.নী (১২ মেগাবাইট)
৩৫.নীল মানুষ (৬ মেগাবাইট)
৩৬.নির্বাসন (২ মেগাবাইট)
৩৭.নিঃস্বাদ (৮ মেগাবাইট)
৩৮.নিশীথিনী (১১ মেগাবাইট)
৩৯.পারাপার (৯ মেগাবাইট)
৪০.রোদন ভরা এ বসন্ত (৩ মেগাবাইট)
আর বেশি কথা বলবো না আমি । আজ এ পর্যন্তই । সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন । আল্লাহ হাফেজ ।
লিঙ্ক এ কোনো প্রবলেম হলে আমাকে এখানে পাবেন
onek valo collection.vaiya seba prokashonir onubad gulu post korle kushi hotam
আপনি তো হুমায়ুনের বুকে পদচিহ্ন একে রাখছেন, Site এর জলছাপ দিয়ে তাঁর প্রতি সম্মান জানাচ্ছেন? আজব মানব!!!!!!
পিডিএফ ফরমেটের বইগুলো পেয়ে ভাল হল। সংগ্রহে রাখলাম। এক এক করে পড়া শুরু করে দিয়েছি। জানি না কতদিনে শেষ করতে পারব।
আপনাকেও ধন্যবাদ………….. :) :)
অনেক ভালো লাগল
ভালো লাগার জন্যই ত বই @পাতাবাহার মিয়া………….ডাউনলোড মারো আর পড় তাহলে না আসল মজাটা বুঝবা………….. ;) ;)……………. ধন্যবাদ……….. :) :)
অনেক ভালো।
ধন্যবাদ ভাই……….. :) :)
ধন্যবাদ ভাই।
এখানের একটা বই আমার জি এফ আমাকে পরতে বলেছে ;প
আপনার জি এফ আমাকে বলেছে সেটা তাই ওই বইটা দিয়ে দিছি…………….. ;) ;) …………. আপনাকেও ধন্যবাদ…………. :) :)
লল… আপনার কথা ভেবেই মনে হয় নাম টা চেঞ্জ করেছিলাম :P
আমার কথা ভেবে মানে বুঝলাম না………….. :( ………….কোন নাম এর কথা বলছেন…………..
বলতে চেয়েছি, হয়তো আমার জি এফ আপনার পোস্ট টার কথা ভেবেই বই এর নাম টা বলেছিল :P
ধন্যবাদ শিয়ার করার জন্য
আপনাকেও ধন্যবাদ ভাই…………. :)