গেমওয়ালা
হ্যালো! আমি ফাহাদ! গেমওয়ালা হয়ে টিউনারপেজে রয়েছি অনেকদিন ধরেই। আমি একজন পুরোনো টিউনার এই টিউনারপেজের। গেমস নিয়ে রয়েছি আমি তোমাদেরই সাথে। আশা করি আরো বেশ কিছুদিন থাকতে পারবো।
Latest posts by গেমওয়ালা (see all)
- গ্রামীণফোনের নিষিদ্ধ নেট!! ২জি এবং ৩জি (পিসি/এন্ড্রয়েড) - 13/10/2014
- গেমস জোন :: ভাইস সিটি স্টোরিস – পিসি সংস্করণ! (২০১৪) - 07/10/2014
- গেমস জোন :: ভাইস সিটি গেমওয়ালা এডিশন!! - 28/09/2014
নিয়ে এলাম গেমস জোনের নতুন পর্ব। আজকে থাকছে কাউন্টার স্টাইক এর মতন টিম বেসেড ফার্স্ট পারসন শুটিং গেমস। :)
আজকের গেম Breach
Breach একটি টিম বেসেড ফার্স্ট পারসন শুটিং গেমস যেটি অটোমিক গেমস কোম্পানি দ্বারা ডেভেলপ করা হয়েছে। গেমটি উইন্ডোজ পিসি এবং এক্স.বক্স ৩৬০ গেম কনসোল এর জন্য জানুয়ারী ২৬, ২০১১ সালে রিলিজ হয়। গেমটিতে এক সাথে ১৬জন মাল্টিপ্লেয়ার হিসেবে খেলা যাবে।
Breach
Developer:
Atomic Games
Engine:
Hydrogen Engine
Platform(s):
Microsoft Windows,
Xbox Live.
Release Date:
January 26, 2011
Genre(s):
First-Person Shooter,
Tactical Shooter
Mode:
Multiplayer
System Requirements:
Mode |
OS |
Processor |
Ram |
V-Ram |
HDD |
Minimum | WinXP | Core 2 Duo 2.0GHz | 2GB | 512MB |
8GB Free |
Normal | WinXP | Quad Core 2.4GHz | 2GB | 512MB | |
Maximum | WinXP/Win7 | Core i3 2.0GHz | 4GB | 1GB | |
Highest | Win7 | Core i5 2.8GHz | 4GB | 2GB |
Gameplay:
গেমটিতে ৪টি গেম মোড রয়েছে।
Infiltration,
Retrieval,
Team Deathmatch &
Convoy.
ইনফিলট্রাশন গেম মোডটি একটি অবজেক্ট ক্যাপচার বেসেড মোড যেটি অন্যান্য বহু শুটিং গেমস এ দেখা যায়। যেখানে শত্রুকে মারা সাথে পয়েন্ট অর্জন করা যায়। আর যেই টিম বেশি পয়েন্ট অর্জন করবে সেই বিজয়ী।
রিট্রিইভাল মোড টি হলো সকল টিম মিলে একটি বা এশাধিক অবজেক্ট ক্যাপচার করা।
টিম ডেডম্যাচ একটি সাধারণ গেম ফরমেট যেখানে টাইম নির্দিষ্ট থাকবে এবং টাইম শেষে যেই টিম বেশি কিল করবে যেই বিজয়ী।
কনভয় মোডটি একটি মজার মোড। এখানে একটি টিম একটি জায়গা কে দখল করে রাখে। এবং অন্যান্য টিমগুলো সেই জায়গার দখল নিতে যুদ্ধ করে।
গেমটির প্লেয়ার ৫ভাগে ভাগ করা হয়েছে।
Rifleman: এটি একটি সাধারণ সোল্ডার টাইপের। অস্ত্র হিসেবে থাকছে অটোমেটিক রাইফেলস এবং সিমিলার অস্ত্র।
Gunner: এরা নামেই পরিচয়! অস্ত্র হিসেবে ব্যবহার করে হেভি মেশিনগান।
Sniper: এর অস্ত্র হিসেবে ব্যবহার করে ক্রোস্প রাইফেলস এবং দূর থেকে শত্রু বধে এরা পারদর্শি।
The Support: এরা খুব সাহসী হয়। এর অস্ত্র হিসেবে ব্যবহার করে শটগান।
The Recon: সবগুলো প্লেয়ার মোড এর মধ্যে এর সবচেয়ে শক্তিশালী। এরা প্রথমে লক করা থাকে। গেমটিতে আপনার এক্সপেরিয়েন্স পয়েন্ট মাস্টার লেভেল এ গেলেই এই প্লেয়ার মোডটি আনলক হবে।
Downlaod Link: (2.2GB)
http://cramit.in/3yiol0awwucj
Password: www.gamehousevn.com
ধন্যবাদ। :P
চমৎকার শুটিং গেমস
অনেক চমৎকার।
নাইস।
ভাই ঠাট্রা না করে ডাউনলোড লিঙ্কটা দেন। লিঙ্ক টা 404
ধইনো বাদ ম্যাটাম :D
:roll:
নাইছ চালিয়ে যান। আপনার কাছে ১টা গেম এর রিকু করছিলাম এটা কি পাব?
Kontar???? Pls amar Fb id Msg din: http://www.facebook.com/phusaka
কাল রাতে নক করছিলাম কোনো রিপ্লে নাই :( আপনি আমার ফ্র্যান্ড লিস্ট এ আছেন রিপ্লে দিয়েন . http://www.facebook.com/sumdany1
পুস্কা মেডাম , ফাইল নট ফাউন্ড বলে, plz হেল্প
Kontar!!!!!!!!!??????????????????????
মৌরি আপু, download লিঙ্ক এর ক্লিক here to download এ ক্লিক করলে not found বলে, কি করব?
চরম গেম :D
nice your all post , thank you foskawaly apu