টিপি’স ক্যুইজ – ৩৯ এর উত্তর |
টিপি’স ক্যুইজ – ৩৯ এর বিজয়ী |
গত পর্বের প্রশ্ন ছিলঃ বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্যার একুশে পদক পেয়েছিলেন কোন সালে? সঠিক উত্তর ছিলঃ ১৯৯৪। সঠিক উত্তর দিয়েছিলেন ৭৩ জন তবে ৪০ জন কে ডিস্কয়ালিফাই করা হয়েছে নিয়মাবলী না মানার কারনে। |
বিজয়ী djbappybd (০১৭১০৫০৯৫৩০) অভিনন্দন আপনাকে আপনি পাচ্ছেন একটি ৪ জিবি পেন ড্রাইভ আজীবন মেয়াদের অরেন্টিসহ। |
এ সপ্তাহের টিউনারপেজ’স ক্যুইজ – ৪০
কুইজ ৪০ এর প্রশ্নঃ মানুষের শরীরের সব থেকে বড় অংশ কনটি?
☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼
উত্তরঃ? এ পোষ্টে মন্তব্য করে দিতে হবে। ০৪/০৮/২০১২ ইং তারিখ শেষ সময় । লটারির মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে।)
অংশগ্রহণের নিয়মাবলী :
(নিয়মাবলী যদি একটিও অমান্য করা হয় তাহলে আপনি এবং আপনার উত্তর টি ডিস্কয়ালিফাই হয়ে যাবেন।)
১। এই পোস্টটি ফেসবুকে শেয়ার করুন অন্যথায় আপনার উত্তর সঠিক হলেও আপনার উত্তর টি বাতিল বলে গন্য হবে।
২। ক্যুইজের উত্তর দেওয়ার জন্য রেজিস্টার করুন অথবা লগইন করে ক্যুইজের মন্তব্যের ঘরে শুধু উত্তর এবং আপনার মোবাইল নং উল্ল্যেখ করে দিতে হবে। আপনার মোবাইল নং দিতে কোন প্রকার সমস্যা হলে আপনার পূর্ণ নাম এবং মোবাইল নং আমাদের মেইল করে দিন এই ঠিকানায় : tunerpage@tunerpage.com
পুরস্কার :
১. পুরস্কার হিসেবে লটারির মাধ্যমে বিজয়ীর জন্য রয়েছে ১টি ৪জিবি পেন ড্রাইভ। নিজের মোবাইল নাম্বার দেখিয়ে উপহার নিয়ে আসুন এই ঠিকানা থেকেঃ- Suvastu Arcade, Level :5, Shop No: 434 ,New Elephant Road, 1205 Dhaka, Bangladesh, যদি ঢাকার বাহিরে থাকেন তাহলে আমরা পাঠিয়ে দিব আপনার বাসায়। যোগাযোগ করুন tunerpage@tunerpage.com, মোবাইলঃ- ০১৭১৭৪৮০৬৫২
ফলাফল :
প্রতি পরবর্তী ক্যুইজে আগের ক্যুইজের সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে। চোখ রাখুন টিউনারপেজে।
আমাদের এই আয়োজনে এখন পর্যন্ত যারা স্পন্সর হয়েছেন
আয়োজনের এখন পর্যন্ত অনেক প্রযুক্তি প্রেমি ব্যক্তিই আমাদের এই ক্যুইজ প্রতিযোগিতায় স্পন্সর হয়ে, আমাদের সহযোগিতা করেন ক্যুইজ পরিচালনা করতে। আপনিও আমাদের এই আয়োজনে স্পন্সর হতে পারেন। আপনি যদি এই আয়োজনের স্পন্সর হতে চান, তাহলে আমাদের মেইল করুন এই ঠিকানায় : tunerpage@hotmail.com আমাদের এই আয়োজনে যারা প্রথম থেকে স্পন্সর হয়েছে, তারা হলেনঃ-
- এলিজা আকবর
- ইখতিয়ার হোসাইন
- জামিল হোসেন সিজান
- মহসিনা আরিফা এ্যানি
- ডিজিটাল টিউনার
- চিন্তিত পথিক
- শাওন রহমান
- নাগিব মাহফুজ প্লাবন
- Golam Maola Parvez
- Zetta Byte Gadgets (চলছে)
আমি বুঝলাম না ,আমি সর্বপ্রথম উত্তর দিয়েছিলাম- ” আমি ১০০% sure এটার উত্তর হবে চামড়া ।মোবাইল নম্বরঃ০১৬৭২৬৫৩০৯৩”
আমার উত্তর টা কেন ডিলিট করা হল তা জানতে চাই ।। যদি এর জবাব না দেন তবে আমি কথা দিচ্ছি আমার সকল পোষ্ট টিউনার পেজ থেকে মুছে ফেলবো আর কোন্দিন এখানে পোষ্ট করতে আসবো না।
আশ্চর্যের বিষয় আমি যখন ফেসবুকে প্রতিযোগীতা সম্পর্কে মন্তব্য করলাম ঠিক তার পরেই আমার উত্তর টা এখান থেকে ডিলিট করেছে মডারেটর রা। আসলেই আজিব ব্যাপার।
টিউনার পেজ এ এই প্রথম আমি কোন প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হলাম। ধন্যবাদ টিউনার পেজ কে। আর টিউনার পেজ এর নতুন স্টাইল দেখে আমি বুঝতে পারি নি যে এখন এক পেজ এ সকল মন্তব্য দেখায় না। আসলে এত খুশি লাগছে যে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর আমার আগের কমেন্ট টি ডিলিট করে দেবার জন্য অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ টিউনার পেজ
ans:skin
mobile:01829322070
skin
mobile:01829322070
liver
01712152979
ক্ষুদ্রান্ত্র /Small intestine
ফোন :01947288488
মানুষের শরীরের সব থেকে বড় অংশ হচ্চে চামড়া
মানুষের শরীরে দীর্ঘতম হাড় হল ঊরুর হাড়.
Mob No: 01911530319