সাগর
Latest posts by সাগর (see all)
- ব্যারিস্টারি কোর্সে স্মার্ট ক্যারিয়ার । জিবন গড়তে হলে দেখে যান । উপকারে আসতে পারে । - 03/10/2012
- আর নয় গ্রামিনফোনের সাহায্য ।সাগর - 06/08/2012
- সাহায্য বিরাট আকারে । অনেক তারাতারি । - 01/08/2012
কেমন আছেন আপনার । আমি ব্লগিং কম্পিটিশন করছি । তো শুরু করা যাক ।
এই কাজ করতে গেলে কৌশলই প্রধান কাজ । এটা সব সময় মনে রাখতে হবে । প্রথমে একটি ডবল তালা(দোতালা) খাচা তৈরি করিতে হবে । খাচার দুইদিকে দুইটি পাখির উপযোগি আটা বাটি বিসাইতে হবে । সেই বাটির ভিতরের একটির বের থাকিবে কিন্তু তলা থাকিবে ধা । খাচার চারটি পায়ার মধ্যে যে পায়াটি ঐ তলা ফাকা বাটির নিচে পড়িবে । যেমনঃ ক বাটির ফাক ১ নম্বরের পায়া ঐ পায়ার ফাকের মাঝে দিয়া একটি ক্ষুদ্র শিক থাকিবে আর সেই শিকের আগা আগের ফাকের মধ্যে একখানি চাকী থাকিবে । সেই শিকের ভিতরে স্পিং এমনভাবে আনিতে হবে যে বাহির হইতে একটি আঙ্গুলের আঘাতে চাকীখানি সরিয়া যায় । এবং ছারিয়া দিলে উহা পুনরায় ফাকের মুখে যাইয়া এমনভাবে আটকাইয়া যাইবে যে উহা অবিকল একটি আটা বাটি বলিয়া বোধ হয় । ঐ বাটির মাঝে বায়ু গমনের জন্য ছোট ফাকা রাখতে হবে ।
এবার খেলা দেখানোর সময় নানা কথা বলে । নানা ভঙ্গি করে উক্ত বাটিতে টাচ করা মাত্র খাচায় পাখি চলে আসবে ।
০
যাদু নিয়ে কোন সমস্যা হলে আমার সাথে যোগাযগ করতে পার ফোন নম্বর 8801763968975
ফেসবুক http://facebook.com/md.sagor.35
ব্লগ
http://tunerpage.wapsite.me
part 11
আপনার যাদুর ভিডিও দেন, দেইখা ভীষন মজা পামো
ফাকা খাচায় পাখি দারুন
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।